Posts

নোরা ফতেহির ফেলে আসা দিন

Image
বলিউডে এখন অন্যতম সফল অভিনেত্রী ও ড্যান্সারদের তালিকায় যাদের নাম উঠে আসে, তাদের মধ্যে নোরা ফতেহি অন্যতম। একের পর এক মিউজিক ভিডিওয় তার নাচের পারদর্শিতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন নোরা। এই সাফল্য সহজে আসেনি। বহু পরিশ্রমের পর বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়েছে। স¤প্রতি স্ট্রাগলার হিসেবে কাটানো দিনগুলোর দিকে ফিরে তাকিয়ে নস্টালজিক হয়ে পড়েন নোরা ফতেহি। বলেন, একদিন মাত্র ৫ হাজার টাকা পকেটে নিয়ে ভারতে এসেছিলাম। বলিউডে স্থান করে নেওয়া কখনোই সহজ নয়। তার ওপর একজন কানাডিয়ান হিসেবে নতুন দেশে এসে মানিয়ে নেওয়া, চলার পথটা সহজ ছিল না কোনো দিনই। বলিউডে কাজ খোঁজার দিনগুলোর কথা মনে করতে গিয়ে আবেগঘন নোরা ফতেহি। এক সাক্ষাৎকারে নোরা বললেন, যে এজেন্সির সঙ্গে মুম্বাইতে কাজ করতাম, তারা সপ্তাহে মাত্র ৩ হাজার টাকা করে দিত। সেই সীমিত টাকায়ই মুম্বাইয়ের মতো শহরে দিনের পর দিন স্ট্রাগল করেছেন আজকের হার্টথ্রব। কিন্তু শত কষ্টের মাঝেও নিজের প্যাশনকে ভুলে যাইনি, বললেন নোরা। দিনের পর দিন নাচ অভ্যাস করেছেন। চালিয়ে গেছেন শরীরচর্চা। একের পর এক অডিশনে গেছেন তিনি। রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন। অবশেষে বিভিন্ন মিউজ...

ইসরায়েলের দর্প চূর্ণ করে দিয়েছে হিজবুল্লাহ: মার্কিন বিশেষজ্ঞ

Image
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক কেভিন ব্যারেট বলেছেন, ইসরায়েলের দর্প চূর্ণ করে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। খবর প্রেসটিভির। রবিবার হামলার মাধ্যমে একথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে, ইসরায়েল ইচ্ছা করলেই লেবাননের উপর হামলা চালাতে পারবে না। রবিবার হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক যানের উপর রকেট হামলা চালায় এবং এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে সম্ভবত ইসরায়েলের নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন। কেভিন ব্যারেট আরও বলেন, হিজবুল্লাহর হামলার মাধ্যমে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, লেবাননের উপর ইচ্ছামতো হামলা চালাতে সক্ষম নয় তেল আবিব। ইসরায়েল ২০০০ এবং ২০০৬ সালে পাইকারি হারে লেবাননের উপর হামলা চালায় এবং শত শত মানুষ নিহত হয়। তবে ওই দুই হামলায় হিজবুল্লার প্রতিরোধ গড়ে তোলার পর ইসরায়েল পিছু হটতে বাধ্য হয়। মার্কিন এই বিশেষজ্ঞ আরও বলেন, হিজবুল্লাহর এই হামলার মাধ্যমে আরও একটি বিষয় পরিষ্কার হয়েছে যে, তারা বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে ইচ্ছুক নন বরং তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেন...

আফগান স্পিনে বিধ্বস্ত বিসিবি একাদশ

Image
পাঁচ উইকেট নেয়া জহির খান। ছবি-সংগৃহীত প্রস্তুতি ম্যাচে আফগান স্পিনের কাছে বিধ্বস্ত বিসিবি একাদশ। নয় উইকেটে ২৮৯ রান করে আফগানিস্তান প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে রশিদ খান ও জহির খানের স্পিনে বিধ্বস্ত বিসিবি মাত্র ১২৩ রানে অলআউট হয়। পরে দ্বিতীয় ইনিংসে আফগানরা ব্যাট করতে নেমে ১৪ রান করলে দিনের খেলা শেষ হয়। শেষ পর্যন্ত তাই ম্যাচ ড্র হয়েছে। আগের দিনের আট উইকেটে ২৪২ রান নিয়ে আজ সোমবার ফের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে আফগানিস্তান। এ দিন আর এক উইকেট হারিয়ে ৪৭ রান যোগ করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। বিসিবি একাদশের পক্ষে আল-আমিন চারটি ও সুমন খান তিনটি উইকেট নেন। আরও পড়ুন :   মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। দুই আফগান বোলার জহির খান ও রশিদ খানের বলে শুরু থেকেই দিশেহারা ছিল বিসিবি একাদশ। শেষ পর্যন্ত ১২৩ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। আল-আমিন সর্বোচ্চ ২৯ ও এনামুল হক ১৯ রান করেন। জহির পাঁচটি ও রশিদ খান তিনটি করে উইকেট নেন। ইত্তেফাক/কেআই

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৯ হাজার ৪৯৯ জন

Image
দেশে ফিরেছেন হাজিরা। ছবি: সংগৃহীত পবিত্র হজ পালন শেষে ১৯২টি ফিরতি হজ ফ্লাইটে ৬৯ হাজার ৪৯৯ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯০টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০২টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজীরা দেশে ফিরেছেন বলে আজ সোমবার হজ অফিস সূত্রে জানা গেছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এ বছর সৌদি আরবে বাংলাদেশের হাজিদের কোন সমস্যা হয়নি। বাংলাদেশের হাজিসহ সকল আলেম-উলামাদের সৌদি কর্তৃপক্ষ বিশেষভাবে সম্মান দিয়েছেন। তাদের সঙ্গে সৌদি হজ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট লোকজন আলাদা বৈঠক করেছেন। বাংলাদেশের হাজিদের যাতে কোন সমস্যা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। আরো পড়ুন:  রোহিঙ্গা ইস্যুতে অশুভ শক্তি চক্রান্ত করছে: মোহাম্মদ নাসিম এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (সরকারি ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরব গিয়েছেন। গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ১ লাখ ১৬ হা...

ভারতে নিজস্ব স্টোর চালু করবে অ্যাপল/০৭:০৩, ৩১ আগস্ট, ২০১৯

Image
ছবি: সংগৃহীত ভারতে বিনিয়োগের পরিমাণ বাড়াতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। এজন্য নিজস্ব অনলাইন ওয়েবসাইটের পাশাপাশি নিজস্ব স্টোরও চালু করতে চলেছে অ্যাপল কর্তৃপক্ষ। কোম্পানির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তিন থেকে পাঁচ মাসের মধ্যেই ভারতে অনলাইন অ্যাপল সাইট চালু হয়ে যাবে। মুম্বাইয়ে ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিজস্ব স্টোর করারও পরিকল্পনা রয়েছে তাদের। ভারতে বর্তমানে অ্যাপলের নিজস্ব কোনো অনলাইন সাইট বা স্টোর নেই। তবে অনলাইন প্ল্যাটফর্ম আমাজন, ফ্লিপকার্ট এর সঙ্গে অ্যাপল যুক্ত হয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহক তাদের কাছ থেকে অনলাইনে অ্যাপলের সামগ্রী কিনে থাকেন। জানা গেছে, মুম্বাইয়ে ক্যালিফোর্নিয়ার টেক জায়ান্ট অ্যাপল প্রথম স্টোর চালু করতে চলেছে। এক বিবৃতিতে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা আমাদের গ্রাহকদের ভালোবাসি। সে কারণে আমরা চাই ভারতীয় গ্রাহকরা অনলাইন এবং অফলাইন স্টোর থেকে সমান সুবিধা লাভ করুক। খুব শিগগিরই অন্যান্য দেশের মতো এই দুই সুবিধা ভারতের গ্রাহকরাও পাবেন। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কিছু খাতে বিদেশি বিনিয়োগ নীতি শিথিল করেছে। নরেন্দ্র মোদি সরকারের এই ...

বিপিএল এবার হবে তো?

Image
নতুন মৌসুমে বিপিএল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফাইল ছ নতুন মৌসুমের বিপিএল আয়োজন নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। তাই প্রশ্ন উঠে গেছে ক্রিকেটাঙ্গনে—এবার বিপিএল আদৌ হবে কি? আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বিপিএলের সপ্তম আসর। তার আগে আগস্টের মাঝামাঝি হওয়ার কথা ‘প্লেয়ার্স ড্রাফট’ বা খেলোয়াড় নিলাম। তারও আগে সারতে হবে আরও কিছু আনুষ্ঠানিকতা। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে নতুন চক্রের বিপিএলের জন্য নতুন চুক্তি করবে বিসিবি। নিতে হবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন মালিকও। কিন্তু নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু করতে হলে আগের প্রক্রিয়াগুলো যেভাবে এগোনো উচিত ছিল, সেভাবে এগোচ্ছে না। চুক্তির নতুন শর্ত তৈরি করে গভর্নিং কাউন্সিলের সেগুলো পাঠানোর কথা ফ্র্যাঞ্চাইজিদের কাছে। এরপর চুক্তি স্বাক্ষর, খেলোয়াড় নিলাম। কিন্তু এসব ব্যাপারে কোনো অগ্রগতিই নেই এখন পর্যন্ত। চুক্তি নিয়ে গত মাসে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর এখন পর্যন্ত এগোয়নি কিছুই। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন মালিক খোঁজার প্রক্রিয়াও হয়ে আছে স্থবির। ক্রিকেটাঙ্গনে তাই ঘুরতে শুরু করেছে একটা প্রশ্ন-বিপিএল এবার ...

এগিয়ে চলছে কর্ণফুলী টানেল

Image
কাজ চলছে কর্ণফুলী টানেলের -বাংলাদেশ প্রতিদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পাতাল পথ বঙ্গবন্ধু টানেলের (কর্ণফুলী টানেল) মোট দৈর্ঘ্য ৩ হাজার ৪০০ মিটার বা ৩ দশমিক ৪ কিলোমিটার। ইতিমধ্যে টানেলের ৩৬০ মিটার অংশের খনন কাজ শেষ। এর মধ্যে টিউবের দৈর্ঘ্য ২ হাজার ৪৫০ মিটার। নদীর তলদেশে ৯৪ মিটার দীর্ঘ ও ২২ হাজার টন ওজনের টানেল বোরিং মেশিন (টিবিএম) দিয়ে চলছে খননের মূল কাজ। প্রতি আটটি সেগমেন্টে তৈরি হচ্ছে দুই মিটারের একটি রিং। ৩৬০ মিটার অংশে বসানো হয়েছে ১৮০টি রিং। প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ মিটার করে টানেল নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। এভাবে দ্রুতগতিতে এগিয়ে চলছে দেশের প্রথম ‘বঙ্গবন্ধু টানেলে’র নির্মাণ কাজ। বর্তমানে সামগ্রিক কাজের অগ্রগতি ৪৫ শতাংশ। গত ছয় মাসেই এগিয়েছে ১৪ শতাংশ। ‘ডুয়েল টু লেন’ টাইপের ‘শিল্ড ড্রাইভেন মেথড’ পদ্ধতিতে নির্মাণাধীন টানেলটির কাজ নির্ধারিত মেয়াদ ২০২২ সালেই শেষ হবে। এর মাধ্যমে ২০২২ সালে বিশ্ববাসী দেখবে চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’। দেশের প্রথম এই সুড়ঙ্গ পথ কর্ণফুলী নদীর দুই পাশের দুই টাউনকে সংযুক্ত করবে। যোগাযোগ মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) প্রক...