নোরা ফতেহির ফেলে আসা দিন

নোরা ফতেহির ফেলে আসা দিন

বলিউডে এখন অন্যতম সফল অভিনেত্রী ও ড্যান্সারদের তালিকায় যাদের নাম উঠে আসে, তাদের মধ্যে নোরা ফতেহি অন্যতম। একের পর এক মিউজিক ভিডিওয় তার নাচের পারদর্শিতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন নোরা। এই সাফল্য সহজে আসেনি। বহু পরিশ্রমের পর বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়েছে। স¤প্রতি স্ট্রাগলার হিসেবে কাটানো দিনগুলোর দিকে ফিরে তাকিয়ে নস্টালজিক হয়ে পড়েন নোরা ফতেহি। বলেন, একদিন মাত্র ৫ হাজার টাকা পকেটে নিয়ে ভারতে এসেছিলাম। বলিউডে স্থান করে নেওয়া কখনোই সহজ নয়। তার ওপর একজন কানাডিয়ান হিসেবে নতুন দেশে এসে মানিয়ে নেওয়া, চলার পথটা সহজ ছিল না কোনো দিনই। বলিউডে কাজ খোঁজার দিনগুলোর কথা মনে করতে গিয়ে আবেগঘন নোরা ফতেহি। এক সাক্ষাৎকারে নোরা বললেন, যে এজেন্সির সঙ্গে মুম্বাইতে কাজ করতাম, তারা সপ্তাহে মাত্র ৩ হাজার টাকা করে দিত। সেই সীমিত টাকায়ই মুম্বাইয়ের মতো শহরে দিনের পর দিন স্ট্রাগল করেছেন আজকের হার্টথ্রব। কিন্তু শত কষ্টের মাঝেও নিজের প্যাশনকে ভুলে যাইনি, বললেন নোরা। দিনের পর দিন নাচ অভ্যাস করেছেন। চালিয়ে গেছেন শরীরচর্চা। একের পর এক অডিশনে গেছেন তিনি। রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন। অবশেষে বিভিন্ন মিউজিক ভিডিওয় কাজ করার সুযোগ পান তিনি। সেই ভিডিও থেকেই মেলে জনপ্রিয়তা। আর আজ বলিউডের অন্যতম জনপ্রিয় ড্যান্সারদের তালিকায় শীর্ষের দিকে তার নাম। সাকি সাকি, দিলবার, কামারিয়ার মতো গানে তার নাচে অভিভ‚ত হয়ে  গেছেন দর্শক। এভাবেই ধীরে ধীরে বলিউডে নিজের স্থান পাকা করেছেন নোরা।  প্রসঙ্গত, তার সর্বশেষ সিনেমা বাটলা হাউসও বক্স অফিসে সাফল্য  পেয়েছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা