আফগান স্পিনে বিধ্বস্ত বিসিবি একাদশ

পাঁচ উইকেট নেয়া জহির খান। ছবি-সংগৃহীত
প্রস্তুতি ম্যাচে আফগান স্পিনের কাছে বিধ্বস্ত বিসিবি একাদশ। নয় উইকেটে ২৮৯ রান করে আফগানিস্তান প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে রশিদ খান ও জহির খানের স্পিনে বিধ্বস্ত বিসিবি মাত্র ১২৩ রানে অলআউট হয়। পরে দ্বিতীয় ইনিংসে আফগানরা ব্যাট করতে নেমে ১৪ রান করলে দিনের খেলা শেষ হয়। শেষ পর্যন্ত তাই ম্যাচ ড্র হয়েছে।
আগের দিনের আট উইকেটে ২৪২ রান নিয়ে আজ সোমবার ফের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে আফগানিস্তান। এ দিন আর এক উইকেট হারিয়ে ৪৭ রান যোগ করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। বিসিবি একাদশের পক্ষে আল-আমিন চারটি ও সুমন খান তিনটি উইকেট নেন।
আরও পড়ুন : মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। দুই আফগান বোলার জহির খান ও রশিদ খানের বলে শুরু থেকেই দিশেহারা ছিল বিসিবি একাদশ। শেষ পর্যন্ত ১২৩ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। আল-আমিন সর্বোচ্চ ২৯ ও এনামুল হক ১৯ রান করেন। জহির পাঁচটি ও রশিদ খান তিনটি করে উইকেট নেন।
ইত্তেফাক/কেআই
Comments