Posts

৫০ ডলার চুরির দায়ে ৩৬ বছর কারাবাস

Image
৩৬ বছরের কারাবাস থেকে মুক্তি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কেনার্ড। ছবি: বিবিসির সৌজন্যে। বেকারি থেকে ৫০ ডলার ছিনিয়ে নেওয়ার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অ্যালভিন কেনার্ড (৫৮) নামের এক ব্যক্তিকে মুক্তি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের বিচারক। অপরাধের পুনরাবৃত্তি প্রতিহত করতে সত্তরের দশকে প্রবর্তিত কঠোর বিধি অনুসারে ৩৬ বছর কারাবাস করলেন তিনি। কারাভোগের এই সুদীর্ঘ সময়ে কেনার্ডের পাশে থাকা বন্ধু এবং পরিবারের সদস্যরা এ রায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর আইনজীবী কারলা ক্রোডার জানিয়েছেন, নতুন করে জীবন শুরু করার সুযোগ পেয়ে অভিভূত হয়েছেন কেনার্ড। এখন থেকে পরিবারের সদস্যরা তাঁর তত্ত্বাবধান করবেন। কারলা বলেন, কেনার্ড কাঠমিস্ত্রি হিসেবে তার আগের পেশাকেই বেছে নিতে চেয়েছেন। ১৯৮৩ সালে ২২ বছর বয়সী কেনার্ড ছুরি নিয়ে একটি বেকারিতে ছিনতাই করতে যান। এ ঘটনায় কেউ হতাহত না হলেও জামিন নামঞ্জুর করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর আগে তিনি চুরির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। অর্থাৎ তিনি পুরোনো অভ্যাসবশত লুটতরাজ অপরাধ আইনটি লঙ্ঘন করেছেন। বর্তমানে সংশোধিত এ আইনে অভিযুক্ত ব্যক্তির জামিন ...

আমাজন পুরো পৃথিবীর জন্য শীতলীকরণ যন্ত্র

Image
ড্যান নেপস্ট্যাড ড্যান নেপস্ট্যাড একজন বাস্তুবিদ্যাবিদ। ৩০ বছরের বেশি সময় ধরে আমাজন নিয়ে গবেষণা করছেন তিনি। আর্থ ইনোভেশন ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড্যান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওর (এনপিআর) সাংবাদিক অডি কর্নিশকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি আমাজনে সংঘটিত অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে কথা বলেন। পাঠকদের জন্য রইল ওই সাক্ষাৎকারের চুম্বক অংশ— অডি কর্নিশ: আমাজনে লাগা আগুন কতটুকু ভয়াবহ?   ড্যান নেপস্ট্যাড: আমাজন বনে এমন অনেক স্থান আছে, যেখানে মানুষের পা পড়েনি। যদি চলতি বছর তুলনামূলক বেশি শুষ্ক হয় এবং আগুন ছড়িয়ে পড়তে থাকে, তবে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। বনে আগুন লেগেছে কি না, তা ভালো বোঝা যায় ধোঁয়ার পরিমাণ দেখে। অগ্নিকাণ্ডের প্রকৃত অবস্থা পরিমাপ করা সহজ নয়। গহিন বনের যেসব অঞ্চলে মানুষের পা পড়েনি, সেগুলো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতটুকু অঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে—তা সঠিকভাবে জানা কঠিন। চলতি বছর কেমন চিত্র দেখা যাচ্ছে? এ বছরের অগ্নিকাণ্ড গত বছরগুলোর তুলনায় কতটুকু ভিন্ন? ড্যান: এ বছর অগ্নিকাণ্ডের ...

রাস্তায় জিমন্যাস্টিকস দেখাল দুই শিক্ষার্থী, ভিডিও ভাইরাল

Image
ছবি: ভিডিও স্কুল থেকে ফেরার পথে রাস্তায় জিমন্যাস্টিকস দেখাল দুই শিক্ষার্থী । তার সেই জিমন্যাস্টিকসের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের পর শনিবার ভারতের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। তারা জিমন্যাস্টিকের অন্যতম কঠিন মুভ ব্যাকওয়ার্ড সামারসল্ট করে দেখায়। স্কুল ফেরত এই ছাত্রীর অসাধারণ জিমন্যাস্টিকস স্কিল দেখে মুগ্ধ ভারতের জিমন্যাস্টিকসের কিংবদন্তি নাদিয়া কোমানেচি। তিনি সেই ভিডিও পোস্ট করে লিখেন- ‘দিস ইজ অওসাম!’ এমনকি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও মুগ্ধ হয়েছেন খুদে সেই শিক্ষার্থীদের জিমন্যাস্টিকস দেখে। তিনি স্কুলছাত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন। ভিডিওতে প্রথমে একটা ছেলেকে একদম সঠিক একটা সমরসল্ট করতে দেখা যায়, এরপর মেয়েটিকে ডবল সমরসল্ট করে খুবই সুন্দরভাবে ব্যালেন্স রক্ষার সাথে নিচে আসতে দেখা যায়। এই দুই স্কুল পড়ুয়া শুধু যে সমরসল্ট দিতে ওস্তাদ তাই নয়, সেই সাথে সবচেয়ে অবাক করা বিষয় হলো, তাদের কাঁধে স্কুলের ব্যাগ ছিল। ভারী ব্যাগ থাকা সত্ত্বেও তাদের ব্যালেন্স ছিল অসাধারণ। ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু বলেন, এ দুই শিক্ষার্থী খাঁটি প্রতিভা। তা...

দেশের অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'দেশকে অর্থনৈতিকভাবে গতিশীল করে বিশ্ব পরিমণ্ডলে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।' আগামীকাল (১ সেপ্টেম্বর) জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, 'বর্তমান সরকার দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি খাতের বিকাশে বিভিন্ন প্রকার সহায়ক নীতিমালা প্রণয়নের পাশাপাশি রপ্তানি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। এ কারণে দেশের রপ্তানি সম্প্রসারণে বাজার ও পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা, নতুন বাজার সৃষ্টি, পণ্যের পাশাপাশি সেবা খাতের সম্প্রসারণ প্রভৃতি প্রচেষ্টার মাধ্যমে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য পূরণে বর্তমান সরকার ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। আমাদের সরকার ব্যবসা-বান্ধব সরকার।' তিনি আরও বলেন, 'ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে দেশের বিভিন্ন জেলায় একশটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রু...

ভাণ্ডারিয়ায় বখাটের উৎপাতে স্কুলছাত্রীর আত্মহত্যা, উত্যক্তকারী আটক

Image
রুকাইয়া আক্তার রুপা। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বখাটের উৎপাতে অতিরিক্ত ওষুধ খেয়ে রুকাইয়া আক্তার রুপা (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে টিএন্ডটি রোডে নিজ বাসার এ ঘটনা ঘটে। এদিকে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান জানিয়েছেন, রুপাকে উত্যক্তকারী তামিম খানকে (১৮) বিকেল সাড়ে পাঁচটায় একটি আটক করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। ​ রুপা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং সম্প্রতি ওই স্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সদস্য হন। তামিম উপজেলা সদরের মঞ্জু খানের ছেলে এবং আমানউল্লা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আরও পড়ুন:  কালাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ রুপার সহপাঠীরা জানায়, রুপা প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে প্রাইভেট পড়ে সদরের টিএন্ডটি রোডে নিজ বাসায় ফিরছিল। এসময় স্থানীয় বাসস্ট্যান্ডে রুপার সহপাঠীদের পথ অবরুদ্ধ করে তামিম খান ও তার আরো দুই সহযোগী।এ সময় তামিম রুপাকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু রুপা তা প্রত্যাখ্যান করে। একাধিক বার এই প্রস্তাব প্রত্যাখ্যা...

ভারতীয় তরুণীকে তুলে নিয়ে ধর্মান্তরিত করে পাকিস্তানে বিয়ে, অতঃপর..!

Image
ভারতীয় শিখ তরুণী জগজিৎ কৌর ও পাকিস্তানি যুবক এহসান লাগাতার ২৪ ঘণ্টা ধরে রীতিমতো তোলপাড় হয়েছে লাহৌরের নানকানা সাহিব এলাকা। উত্তেজনার ঝড় পাকিস্তানের সীমানা পেরিয়ে ঢুকে পড়েছিল ভারতেও। অবশেষে সাময়িক স্বস্তি মিলল। বাড়ি ফিরিয়ে দেওয়া হল অপহৃত শিখ তরুণীকে। যাকে তুলে নিয়ে নিয়ে ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগ উঠেছিল মুসলিম যুবক এহসানের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এহসান ও তার পরিবারের সদস্য মিলিয়ে মোট ৮ জনকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমারের কথায়, পাকিস্তানে শিখ তরুণীকে অপহরণ ও ধর্মান্তরিত করার ব্যাপারে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। অপহরণের রিপোর্টও পেশ করা হয়েছে। জোর করে ধর্মান্তরিত প্রক্রিয়া আগেও বহুবার হয়েছে। এবার টার্গেটে ছিল শিখ ও হিন্দু কিশোরীরা। অবিলম্বে এই প্রথা বন্ধ হওয়া উচিত। এই ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাম্বু সাহিব গুরুদ্বারের গ্রন্থি (পুরোহিত) ভগবান সিংয়ের মেয়ে জগজিৎ কৌরকে অপহরণ করার অভিযোগ উঠেছিল এহসান ও তার পরিবারের বিরুদ্ধে। শিখ পরিবারের দাবি ছিল, তাদের মেয়ের বয়স ...

ট্রাম্পকে হুঁশিয়ারি দিল সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস

Image
সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেছেন, তিনি ট্রাম্পের কার্যকলাপের ব্যাপারে চিরদিন মুখ বন্ধ রাখবেন না। নিউইয়র্কারে প্রকাশিত এক প্রতিবেদনে ম্যাটিস এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে ত্যাগ করার পর আমার নীরবতা চিরকালীন নয় এবং একদিন আমি তার ব্যাপারে মুখ খুলব। সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার নিবন্ধে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে হস্তক্ষেপমূলক নীতিকে ‘অগঠনমূলক’ বলে অভিহিত করেন। এর আগে জিম ম্যাটিস গত বুধবার বলেছিলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে এজন্য ত্যাগ করেছেন যে, আমেরিকার মিত্রদের আস্থা ও বিশ্বাস ধরে রাখার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্টকে যে পরামর্শ দিতেন তা ট্রাম্প উপেক্ষা করতেন। সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ২০১৮ সালের ২০ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পরদিনই ম্যাটিস পদত্যাগ করেন। সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিসহ নানা ইস্যুতে ম্যাটিসের সঙ্গে ট্রা...