রাস্তায় জিমন্যাস্টিকস দেখাল দুই শিক্ষার্থী, ভিডিও ভাইরাল

ছবি: ভিডিও
স্কুল থেকে ফেরার পথে রাস্তায় জিমন্যাস্টিকস দেখাল দুই শিক্ষার্থী। তার সেই জিমন্যাস্টিকসের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের পর শনিবার ভারতের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। তারা জিমন্যাস্টিকের অন্যতম কঠিন মুভ ব্যাকওয়ার্ড সামারসল্ট করে দেখায়।
স্কুল ফেরত এই ছাত্রীর অসাধারণ জিমন্যাস্টিকস স্কিল দেখে মুগ্ধ ভারতের জিমন্যাস্টিকসের কিংবদন্তি নাদিয়া কোমানেচি। তিনি সেই ভিডিও পোস্ট করে লিখেন- ‘দিস ইজ অওসাম!’
এমনকি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও মুগ্ধ হয়েছেন খুদে সেই শিক্ষার্থীদের জিমন্যাস্টিকস দেখে। তিনি স্কুলছাত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন।
ভিডিওতে প্রথমে একটা ছেলেকে একদম সঠিক একটা সমরসল্ট করতে দেখা যায়, এরপর মেয়েটিকে ডবল সমরসল্ট করে খুবই সুন্দরভাবে ব্যালেন্স রক্ষার সাথে নিচে আসতে দেখা যায়। এই দুই স্কুল পড়ুয়া শুধু যে সমরসল্ট দিতে ওস্তাদ তাই নয়, সেই সাথে সবচেয়ে অবাক করা বিষয় হলো, তাদের কাঁধে স্কুলের ব্যাগ ছিল। ভারী ব্যাগ থাকা সত্ত্বেও তাদের ব্যালেন্স ছিল অসাধারণ।
ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু বলেন, এ দুই শিক্ষার্থী খাঁটি প্রতিভা। তাদের জিমন্যাস্টিক অ্যাকাডেমিতে ভর্তির দায়িত্ব নেব আমি।
ক্রীড়ামন্ত্রীর এমন রিটুইটের পর দুই জিমন্যাস্টের খোঁজে নেমেছে স্থানীয়রা।
ইত্তেফাক/জেডএইচ
Comments