মশা নির্মূলে বিদ্যমান ওষুধের মাত্রা বাড়িয়ে যৌথ অভিযান চালাবে দুই সিটি
ফাইল ছবি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নির্মূলে এবার বিদ্যমান ওষুধের মাত্রা বাড়িয়ে যৌথ অভিযান পরিচালনার কথা হাইকোর্টকে জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের আইনজীবীরা। একই সঙ্গে নতুন কার্যকর ওষুধ আনতে এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা। ওষুধের মাত্রা বাড়িয়ে যৌথ অভিযানে কার্যকর ফল পাওয়া যাবে জানিয়ে আজ বৃহস্পতিবার এই আইনজীবীরা সময়ের আরজি জানিয়েছেন। আরজির পরিপ্রেক্ষিতে আদালত অগ্রগতি জানাতে বলে আগামী মঙ্গলবার পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজকের শুনানিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার আইনজীবী সাঈদ আহমেদ বলেন, ‘বিদ্যমান ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে কার্যকর ফল পাওয়া যেতে পারে। একবারের জায়গায় একাধিকবার ফায়ার (স্প্রে) করা হবে।’ তখন আদালত বলেন, ‘তিনবার বা পাঁচবার গুলি (স্প্রে) মারতে পারেন। কিন্তু আমরা চাই মশা মরুক।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহক...