সিরিজ জিততে চান তামিমও, তবে...
- Get link
- X
- Other Apps

টেস্টের পর ওয়ানডে অধিনায়কত্বের অভিষেক। পার্থক্য শুধু এখানেই নয়। নিউজিল্যান্ডে সিরিজের মাঝপথে জেনেছেন ম্যাচের অধিনায়কত্ব করতে হচ্ছে। এবার অন্তত সিরিজের আগে অর্ধ দিন হলেও সময় পেয়েছেন নিজেকে গুছিয়ে নেওয়ার। সফরে এসেও নিজের মতো করে পরিকল্পনা করতে পারছেন। নিজের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’-এ দলকে সাফল্য এনে দেওয়ার জন্যও তাই ভাবার সময় পেয়েছেন কিছুটা।
তামিম ইকবাল অবশ্য সিরিজ জয় নিয়ে ভাবতে রাজি নন এখনো। তাঁর ভাবনায় প্রথম ম্যাচ, এটা ভাবলেও ভুল হবে। বাংলাদেশ অধিনায়কের মূল চিন্তা এখন ম্যাচটা ভালোভাবে শুরু করা নিয়েই, ‘এই মুহূর্তে লক্ষ্য হলো প্রথম সেশনটি ভালো করে শুরু করা। আমি সব সময় বলি যে স্টার্টিং লাইনের আগে যদি ফিনিশিং লাইন দেখা শুরু করি তাহলে সেটি একটি সমস্যা। আমাদের একটি ভালো শুরু করতে হবে আগামীকাল, সেটি বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি না কেন।’
ভালো শুরু করার পেছনের লক্ষ্যটা যে শেষ পর্যন্ত জয়, তা নিয়ে তামিমের মনে কোনো দ্বিধা নেই। শুধু ১০০ ওভার নিয়ে মাথা ঘামাতে গিয়ে চাপ না নেওয়ার ব্যাপারটাই গুরুত্ব পাচ্ছে তাঁর কাছে, ‘অবশ্যই আমাদের মূল লক্ষ্য থাকবে ম্যাচটি জেতার। আমরা এক ধাপ করে এগোতে চাই। আমরা অনেক দূর যেতে চাই।’
অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম পরীক্ষায় পাশ করতে চান তামিম। তাঁর আগে কেউ যা করেনি সেটাই করতে চান তামিম। তবে সেটা করার জন্য ধৈর্য নিয়ে এগোতে চান, আর এ কারণেই সিরিজ জয়ের লক্ষ্য পেছনে ফেলে কথা বলছেন ছোট ছোট ধাপ ধরে এগিয়ে যাওয়া নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত তামিমের লক্ষ্য কিন্তু একটাই, প্রথম অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে ফেরা, ‘আমি নিশ্চিত যে আমাকে যদি জিজ্ঞেস করেন কিংবা ওদের অধিনায়ককেও জিজ্ঞেস করেন তাহলে সেও বলবে যে সিরিজটি জিততে চায়। আমিও চাই সিরিজ জিততে। আপনাকে সব ছোট ছোট বিষয় সঠিকভাবে পালন করতে হবে। আর এটি শুরু হবে ম্যাচের প্রথম বল থেকেই। সেটি আমরা বোলিং কিংবা ব্যাটিং যেটাই করি।’

- Get link
- X
- Other Apps
Comments