দেশের সকল রাস্তা-কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে করা হবে'

'দেশের সকল রাস্তা-কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে করা হবে'

দেশের সমস্ত রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এটি সরকার অনুমোদন করেছে। আমরা অপেক্ষা করছি তালিকার জন্য। জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশে সংসদ সদস্য আব্দুল হাই, খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। এর আগে শৈলকুপা শহরের লাঙ্গলবাধ সড়কে ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি।
সকালে ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে ‘১৯৭১ ঝিনাইদহে মুক্তিযুদ্ধ’ ও ‘ঝিনেদার কথা’ নামক দু'টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে সংরক্ষণ করা হবে। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের কথা যেমন লেখা থাকবে, তেমনি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কথাও লেখা থাকবে। যেন ভবিষ্যত প্রজন্ম বিচার করতে পারবে কে ভালো কাজ করেছে আর কে খারাপ কাজ করেছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। 
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা