Posts

ইরানের সঙ্গে সমঝোতা কঠিন হয়ে পড়েছে : ট্রাম্প

Image
ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করা কঠিন হয়ে পড়েছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে অসংখ্যবার আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে তেহরানের নেতিবাচক জবাব পাওয়ার পর এ মন্তব্য করলেন। খবর পার্সটুডের। মার্কিন প্রেসিডেন্ট সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা সম্পর্কে বলেন, তারা (ইরানিরা) আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ  করছেন। এ অবস্থায় তাদের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি ট্রাম্প প্রশাসন নিয়েছে তার বিরুদ্ধে আমেরিকার ভেতরেই সমালোচনার ঝড় উঠেছে। এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ব্যাপারে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি রয়েছে। এ সময় ইরানে আমেরিকার একদল গুপ্তচর আটক হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তারা (ইরানিরা) মিথ্যা বলছেন। এর আগে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী দপ্তরের পরিচালক গতকাল (সোমবার) এক সংবাদ স...

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে ট্রাম্পকে মোদির অনুরোধ

Image
ইমরান খান-ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদি কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রহী বলে জানিয়েছেন। তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাকে সপ্তাহ দুয়েক আগে মধ্যস্থতা করতে অনুরোধ করেছেন।  যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি নস্যাৎ করে বলেছে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কোনো অনুরোধ মার্কিন প্রেসিডেন্টকে করেননি। কাশ্মীর নিয়ে আলোচনা হলে দ্বিপক্ষীয় স্তরেই তা হবে।’’ সোমবার হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের। তার পরে ওভাল অফিসে ইমরানের পাশে বসেই ট্রাম্প মধ্যস্থতার কথা তোলেন। ইমরান প্রথমে বলেন, ‘‘ভারতের সঙ্গে আলোচনা শুরু হওয়া দরকার।’’ সে কথার সূত্রেই ট্রাম্প যোগ করেন, ‘‘দু’সপ্তাহ আগে মোদির সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি জানতে চান, আমি মধ্যস্থতা করতে রাজি কি না। আমি প্রশ্ন করি, কোন বিষয়ে। তিনি বলেন, কাশ্মীর। কারণ, বিবাদটা অনেক দিন ধরে চলছে। আমি তাকে জানাই, মধ্যস্থতা করতে পারলে আমি খুশিই হবো।’’ এ কথা শুনে ‘থাম্বস আপ’ করে ইমরান বলেন, ‘‘এটা হল...

যেখানে বিজ্ঞানীদের অর্ধেকই নারী

Image
পূর্ব ইউরোপের দেশগুলোর গবেষণাগারে পুরুষের তুলনায় নারীর উপস্থিতি সমান, কিছু ক্ষেত্রে বেশি। প্রতীকী ছবি: রয়টার্স বিজ্ঞানের জগতের নিয়ন্ত্রণ এখন পর্যন্ত পুরুষের কবজায়। সেই ১৯০৩ সালে যখন মেরি কুরি বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান, তারপর মেঘে মেঘে বহু বেলা গড়িয়েছে। মেরি কুরির পরে রসায়ন, পদার্থ ও চিকিৎসা শাস্ত্রে ছয় শ পুরুষ নোবেল বাগিয়ে নিতে পারলেও, নারীরা পেয়েছেন মাত্র ১৯টি। অন্যদিকে সাধারণ বিষয়ের ক্ষেত্রেও মাত্র ২৮ শতাংশ নারী গবেষকের উপস্থিতি দেখা যায়। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, বিশ্বব্যাপী জ্ঞানের জগতে নারীদের এই অসম উপস্থিতি থেকে ইউরোপীয় ইউনিয়নও মুক্ত নয়। বাকি বিশ্বের তুলনায় এই অঞ্চলের নারীরা কিছুটা বেশি সুযোগ-সুবিধা পায়। অথচ গবেষণায় দেখা গেছে, এ অঞ্চলে বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে প্রতি পাঁচজনে মাত্র একজন নারী। জার্মানি ও ফিনল্যান্ডের চিত্র আরও খারাপ। সেখানে এই পেশায় প্রতি তিনজনে মাত্র একজন নারীর খোঁজ মেলে। তবে এর উল্টো চিত্রও বিশ্বের একটি অঞ্চলে দেখা যায়। নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, পূর্ব ইউরোপের দেশগুলোর গবেষণাগারে পুরুষের তুলনায় নারীর উ...

জব্দ ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকারের ভিডিও ছেড়েছে ইরান

Image
জব্দ করা ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার দ্য স্টেনা ইম্পিরো। ছবি: ভিডিও থেকে নেওয়া উপসাগরীয় এলাকায় জব্দ করা ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার দ্য স্টেনা ইম্পিরোর নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান। ভিডিওতে ট্যাংকার জব্দ করার মুহূর্তের চিত্র উঠে এসেছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাজ্য ট্যাংকার জব্দকে ‘অবৈধ’ উল্লেখ করে ইরানকে তা মুক্ত করে দিতে বলেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, এই ঘটনা (ট্যাংকার জব্দ) হরমুজ প্রণালিতে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক নৌ-চলাচলে নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর প্রশ্নের উদ্রেক করেছে। বিশ্বের অত্যন্ত সংবেদনশীল জলসীমা হরমুজ প্রণালি। সেখান দিয়ে যাওয়ার সময় গত শুক্রবার ব্রিটিশ পতাকাবাহী একটি ট্যাংকার জব্দ করে ইরানের রেভল্যুশনারি গার্ড। ইরানের অভিযোগ, দ্য স্টেনা ইম্পিরো আন্তর্জাতিক সমুদ্রযাত্রা-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছিল। ট্যাংকারটি তিনটি নিয়ম ভেঙেছিল। ট্যাংকারটি জিপিএস বন্ধ করে রেখেছিল। প্রবেশমুখের দিকে না গিয়ে হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল। এবং সতর্কবার্তা অমান্য করছিল। এ কারণেই ট্যাংকারটিকে জব্দ করা হয়। ট্যাংকারটির পরিচালনা প্র...

লাদেনের খোঁজ দেওয়া চিকিৎসককে মুক্তি দিতে ইমরানের কাছে আহ্বান জানাতে পারেন ট্রাম্প

Image
শাকিল আফ্রিদি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের খোঁজ দেওয়া চিকিৎসক শাকিল আফ্রিদি এখনো পাকিস্তানের কারাগারে আছেন। তাঁকে ফিরে পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করেছে আফ্রিদির পরিবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী  ইমরান খানের  সঙ্গে আগামীকাল সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠেয় বৈঠকে শাকিল আফ্রিদির মুক্তির জন্য আহ্বান জানাতে পারেন ট্রাম্প। ৯/১১-এর হামলার পর তন্ন তন্ন করে লাদেনের খোঁজ করছিল যুক্তরাষ্ট্র। তখন পাকিস্তানের অ্যাবোটাবাদে নিশ্চিন্তে জীবন যাপন করছিলেন তিনি। কাউকে নিজের উপস্থিতি বুঝতে দেননি। তবে লাদেনের খোঁজ পেয়েছিলেন চিকিৎসক শাকিল আফ্রিদি। সেই খবর তিনি পৌঁছে দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে। এরপরই ২০১১ সালের ২ মে লাদেনের খোঁজে ওই বাড়িতে হামলা চালায় ইউএস নেভি সিল। লাদেনকে হত্যা করা হয়। এ ঘটনার পর এক মামলায় পাকিস্তানের কারাগারে বন্দী আছেন চিকিৎসক আফ্রিদি। এবার হয়তো তাঁর কপাল খুলতে পারে। কারণ, ইমরান খানের সঙ্গে আসন্ন বৈঠকে শাকিল আফ্রিদির মুক্তির আবেদন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। পরিবারের সদস্যকে ফিরে প...

হরমুজ প্রণালি থেকে ব্রিটিশ ট্যাংকার জব্দ করেছে ইরান

Image
স্টেনা ইমপেরো। ছবি: বিবিসির সৌজন্যে উপসাগরীয় এলাকায় হরমুজ প্রণালি থেকে ইরান স্টেনা ইমপেরো নামের ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার জব্দ করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট হুমকি দিয়েছেন, ইরান ট্যাংকারটিকে মুক্ত করে না দিলে এর ‘পরিণতি গুরুতর’ হবে। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সবশেষ এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি এখন যুক্তরাজ্যের সঙ্গেও ইরানের চরম উত্তেজনা বিরাজ করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, স্টেনা ইমপেরো ট্যাংকারটিকে সাগরে চারটি যান ও আকাশে হেলিকপ্টার ঘিরে রেখেছে।  ট্যাংকার কর্তৃপক্ষ জানায়, যানটিতে ২৩ জন ক্রু আছেন, এখন সেটি উত্তরে ইরানের দিকে রয়েছে। তারা ট্যাংকারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না। তবে তেলবাহী ট্যাংকার মেসডারের গ্লাসগো (স্কটল্যান্ডের) ভিত্তিক অপারেটর নরবাল্ক শিপিং জানিয়েছে, সশস্ত্র রক্ষীরা ট্যাংকারটি আটকের পর তারা স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে ট্যাংকারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করতে পেরেছে। ক্রুরা নিরাপদে আছেন। এ ঘটনার ব্যাপারে আলোচনার জন্য যুক্তরাজ্যের হোয়াইট হলে গতকাল স...

ড্রোনসহ সামরিক শক্তি জোরদার করছে হামাস : ইসরায়েল

Image
হামাস যোদ্ধা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সম্ভাব্য আকস্মিক হামলা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ও সামরিক বিশ্লেষক ইউরি বেন মেনাখাম।  তিনি আরও বলেন, ফিলিস্তিন এ লক্ষ্যে ড্রোনসহ সামরিক শক্তি বাড়াচ্ছে। কিছু দিন আগে হামাস আগ্রাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ মহড়া চালিয়েছে বলেও জানান তিনি। ইউরি বেন মেনাখাম দাবি করেছেন, হামাস আশঙ্কা করছে ইসরায়েল গাজায় হঠাৎ করে হামলা চালাতে পারে এবং আকস্মিক অভিযান চালিয়ে তাদের নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার চেষ্টা চালাতে পারে। হামাস সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি দৈনিক ইয়াদিউত অহোরনোত জানিয়েছে, সম্প্রতি হামাস ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা তথ্য জানতে পেরেছে।  পত্রিকাটি আরও লিখেছে, হামাস নতুন কৌশলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। তারা হিব্রু ভাষায় পারদর্শী ব্যক্তিদেরকে নিয়োগ দিচ্ছে যারা ইসরায়েলি সেনাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক তৈরি করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে।  বিডি-প্রতিদিন/বাজিত হোস...