ইরানের সঙ্গে সমঝোতা কঠিন হয়ে পড়েছে : ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা কঠিন হয়ে পড়েছে : ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করা কঠিন হয়ে পড়েছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে অসংখ্যবার আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে তেহরানের নেতিবাচক জবাব পাওয়ার পর এ মন্তব্য করলেন। খবর পার্সটুডের।
মার্কিন প্রেসিডেন্ট সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা সম্পর্কে বলেন, তারা (ইরানিরা) আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ  করছেন। এ অবস্থায় তাদের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছে।
ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি ট্রাম্প প্রশাসন নিয়েছে তার বিরুদ্ধে আমেরিকার ভেতরেই সমালোচনার ঝড় উঠেছে। এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ব্যাপারে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি রয়েছে। এ সময় ইরানে আমেরিকার একদল গুপ্তচর আটক হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তারা (ইরানিরা) মিথ্যা বলছেন।
এর আগে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী দপ্তরের পরিচালক গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সিআইএ’র হয়ে কাজ করা ১৭ জন পেশাদার গুপ্তচরকে গত ১৮ জুন আটক করা হয়েছে। তিনি জানান, এসব গুপ্তচর সরকারের বিভিন্ন সংস্থা ও বেসরকারি সেক্টরে কর্মরত ছিল যাদের সঙ্গে কয়েকটি কেন্দ্রের যোগাযোগ রয়েছে। এসব কেন্দ্র তাদের জন্য ঠিকাদার হিসেবে কাজ করে। দেশের অর্থনৈতিক, পরমাণু, সামরিক ও সাইবার প্রতিষ্ঠানের ভেতরে এসব কেন্দ্রের অস্তিত্ব বিদ্যমান।
বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা