Posts

এভারেস্ট জয়ে চলতি মৌসুমে মৃতের সংখ্যা ১০

Image
এভারেস্টের চূড়ায় আরোহীদের ভিড়। ছবি: এএফপি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উপর প্রাণ হারালেন ৪৪ বছর বয়সী রবিন হেনিস ফিসার নামে এক ব্রিটিশ যুবক। শনিবার পর্বত চূড়া থেকে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান। এ নিয়ে চলতি মৌসুমে এভারেস্ট শৃঙ্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ জনে। শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। রবিনের সঙ্গীরা জানান, শনিবার সকালেই রবিন এভারেস্ট জয় করেন। এরপর সেখান থেকে নামার সময় চূড়া থেকে মাত্র ১৫০ মিটার নিচেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ ব্যাপারে এভারেস্ট পরিবার অভিযানের মুরারি শর্মা বলেন, 'আমাদের গাইডরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তবে এর আগেই তিনি মারা যান।' এর আগে শুক্রবার কেভিন হিনেস ৫৬ বছর বয়সী নামে আরেক আইরিশ আরোহী এখানে প্রাণ হারান। তারও আগে আরেক আইরিশ আরোহী অধ্যাপক সিমস ললেস পর্বতের শৃঙ্গ থেকে পড়ে প্রাণ হারান বলে জানা গেছে। তার মৃতদেহ উদ্ধারে এখন পর্যন্ত অভিযান চলছে। এছাড়াও নেপালের পর্যটন করপরেশনের এক কর্মকর্তা দ্যা হিমালয়ান টাইমসকে জানান, তাদের এক শেরপা গাইডও অসুস্থতার কথা জানিয়েছিলেন, ...

সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের উদ্বেগ

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ছবি-সংগৃহীত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেদেশের আইনসভা কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরব ও এর মিত্রদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব, আমিরাত ও জর্ডানের কাছে ৮শ’ ১০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির এই সিদ্ধান্ত নেয়া হয়। এর কারণ হিসেবে ইরানের হুমকির কথা উল্লেখ করা হয়েছে। খবর এএফপির। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিক্ষুব্ধ আইনপ্রনেতাদের আশঙ্কা এসব অস্ত্র ইয়েমেনে বেসামরিক নাগরিকদের হত্যায় ব্যবহার করা হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, প্রশাসন সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত ও জর্ডানের কাছে ২২ ধরনের অস্ত্র হস্তান্তরের অনুমোদনের ক্ষেত্রে কংগ্রেসের প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তাকে এড়িয়ে যাবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা আরব মিত্রদের অভিযান সক্ষমতাকে প্রভাবিত করবে। আরও পড়ুন :   ঢাবিতে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত এক বিবৃতিতে পম্পেও আরো বলেন, এসব অস্ত্র বিক্রির উদ্দেশ্য হচ্ছে ...

নিউইয়র্ক থেকে লন্ডন ৯০ মিনিটে

Image
হাইপারসনিক উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আকাশপথে যুক্তরাজ্যের লন্ডনে যেতে সাত ঘণ্টা বা তার বেশি সময় লাগে। এটি মাত্র দেড় ঘণ্টা বা তারও কম সময়ে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হারমিয়াস করপোরেশন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, তারা এমন একটি যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করতে যাচ্ছে, যা শব্দের ৫ গুণ গতিতে চলবে। শব্দের চেয়ে কোনো কিছুর গতি বেশি হলেই তাকে সুপারসনিক বলা হয়। আর সে গতি যদি শব্দের গতির পাঁচ গুণ হয়, তাকে বলা হয় হাইপারসনিক। যানবাহনের সঙ্গে তুলনার ক্ষেত্রে শব্দের গতিকে মাক–১ ধরা হয়। সে হিসাবে হাইপারসনিক গতির মাত্রা মাক–৫। হারমিয়াস করপোরেশনের নিউইয়র্ক-লন্ডনের এই উড়োজাহাজ পরিষেবাকে তাই বলা হচ্ছে হাইপারসনিক বা মাক–৫ যাত্রীসেবা। হারমিয়াসের প্রধান নির্বাহী এজে পিপলিকা বলেন, যাত্রীবাহী হাইপারসনিক উড়োজাহাজ প্রকল্পে ইতিমধ্যে তাঁরা তহবিল সংগ্রহ করেছেন। এটি তৈরিতে এক দশক সময় লাগবে। এর গতিবেগ হবে ঘণ্টায় ৩ হাজার ৩০০ মাইল। পরীক্ষামূলকভাবে জেট ইঞ্জিন ব্যবহার করে যুদ্ধবিমানে হাইপারসনিক গতিবেগ অর্জন করা গেলেও যাত্রীবাহী উড়োজাহ...

পরমাণু বোমাবাহী ৬ রুশ যুদ্ধবিমান ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রে

Image
শীতল যুদ্ধের সময় থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে কীভাবে একে অপরকে ঘায়েল করবে; প্রধান নিশানাইবা কী হবে, তা নিয়ে পরিকল্পনা এঁটে চলেছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে পরমাণু বোমাবাহী ৬টি রুশ যুদ্ধবিমান ঢুকে পড়েছিলো। পরে বিমানগুলোকে ধাওয়া দিয়ে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের এফ-২২ স্টিলথ বিমান।  সোমবার রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। উত্তর আমেরিকা আকাশ প্রতিরক্ষা কমান্ডের (এনওআরএডি) এফ-২২ স্টিলথ বিমান ওই রুশ বিমানগুলোকে ধাওয়া করে। রুশ বিমানগুলোর মধ্যে চারটি ছিল বোমারু বিমান ও দুইটি যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন, এছাড়া দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রাশিয়ার ওই বোমারু ও যুদ্ধবিমানগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করার পর ধাওয়া করা হয়। আলাস্কার পশ্চিম উপকূল থেকে যা আনুমানিক ২০০ মাইল দূরে অবস্থি...

ইরানকে ‘বৃহৎ বাহিনী’র সঙ্গে লড়তে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

Image
ফাইল ছবি পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্র। বাকযুদ্ধের পাশাপাশি চলছে পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে ফের ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ হুঁশিয়ার বার্তা দেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি, ইরান মস্ত বড় ভুল করবে যদি তারা কিছু করে। আমেরিকার স্বার্থে আঘাত হানলে ইরানকে ‘বৃহৎ বাহিনী’র সঙ্গে লড়তে হবে। ট্রাম্প মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের কথা উল্লেখ করেন। এছাড়া গত রবিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। সেসময় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দিও না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/ ওয়াসিফ

তবুও নিশ্চুপ মোদি!

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত। ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ পর্বের সমাপ্তি ঘটেছে গত ১৯ মে। এরপর দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। প্রায় সব জরিপে মোদির ফের ক্ষমতায় আসার আভাস দেয়া হয়েছে। এনিয়ে বিজেপিতে চরম উচ্ছ্বাস দেখা গেলেও এখন পর্যন্ত একপ্রকার নিশ্চুপ হয়ে আছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে নিশ্চুপ আছেন বিজেপি’র প্রধান অমিত শাহও। আমিত শাহের ঘনিষ্ঠ এক নেতা বলেন, ‘সভাপতি যা বলার ২৩ মে আসল ফলের পরেই বলবেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুথ ফেরত জরিপে বিজেপি দলের অনেক নেতাই এখনও পুরোপুরি আশ্বস্ত নন। তাদের অনেকেই মনে করছেন, বাস্তব যা পরিস্থিতি, তাতে ৩০০ আসন পার করা কঠিন। সে ক্ষেত্রে যদি সরকার গড়ার জন্যও আরও শরিক প্রয়োজন হয়, সে কারণে এখন থেকেই আগ বাড়িয়ে উত্তেজনা দেখানো ঠিক নয়। যেসব সমীক্ষা গত কাল এনডিএ-কে ৩০০ পার করিয়েছে, তাদের অনেকে আবার আসন-বিন্যাস দেখানো বন্ধ করেছে। এছাড়া হিসেবে গরমিল আসতেও শুরু করেছে। ফলে বিজেপি দফতরে সাজগোজ শুরু হলেও, নেতাদের উচ্ছ্বাস দেখাতে বারণ করা হয়েছে। তবে বুথ ফেরত সমীক্ষা নিয়ে ফের ...

জীবন্ত পুঁতে রাখা নবজাতকে বাঁচালো পোষ্য কুকুর

Image
পিংপং ও তার মালিক। ছবি: সংগৃহীত। জীবন্ত পুঁতে রাখা এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি পোষ্য কুকুর। পোষ্য ওই কুকুরটির নাম পিংপং। এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বান নং খাম নামক গ্রামে এ ঘটনা ঘটে। পিংপং নামের কুকুরটির মালিক উসা নিসিখা জানান, তার পোষা কুকুরটি এক মাঠে মাটি খুঁড়ে আর ঘেউ ঘেউ করছিল। এরপর তিনি কাছে গিয়ে দেখেন মাটির নিচ থেকে একটি পা বের হয়ে আসছে। এরপর অন্যদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিতসকেরা জানান শিশুটি বেঁচে আছে। জানা যায়, ওই শিশুটির মা ১৫ বছর বয়সী এক কিশোরী। তার সন্তানপ্রসবের বিষয়টি গোপন করতেই এমন কাজ করা হয়েছিল। দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশু পরিত্যাগ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে কিশোরীটি ও তার পরিবার এই কাজের জন্য অনুতপ্ত এবং তারা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে পুলিশ জানায়। আরো পড়ুন:   লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির আভাস! উসা নিসিখা জানান, আমি তাকে (পোষ্য কুকুর) আমার সঙ্গে রেখেছি কারণ সে বিশ্বস্ত এবং ...