জীবন্ত পুঁতে রাখা নবজাতকে বাঁচালো পোষ্য কুকুর

জীবন্ত পুঁতে রাখা নবজাতকে বাঁচালো পোষ্য কুকুর
পিংপং ও তার মালিক। ছবি: সংগৃহীত।
জীবন্ত পুঁতে রাখা এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি পোষ্য কুকুর। পোষ্য ওই কুকুরটির নাম পিংপং। এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বান নং খাম নামক গ্রামে এ ঘটনা ঘটে।
পিংপং নামের কুকুরটির মালিক উসা নিসিখা জানান, তার পোষা কুকুরটি এক মাঠে মাটি খুঁড়ে আর ঘেউ ঘেউ করছিল। এরপর তিনি কাছে গিয়ে দেখেন মাটির নিচ থেকে একটি পা বের হয়ে আসছে।
এরপর অন্যদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিতসকেরা জানান শিশুটি বেঁচে আছে।
জানা যায়, ওই শিশুটির মা ১৫ বছর বয়সী এক কিশোরী। তার সন্তানপ্রসবের বিষয়টি গোপন করতেই এমন কাজ করা হয়েছিল।
দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশু পরিত্যাগ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
তবে কিশোরীটি ও তার পরিবার এই কাজের জন্য অনুতপ্ত এবং তারা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে পুলিশ জানায়। আরো পড়ুন: লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির আভাস!
উসা নিসিখা জানান, আমি তাকে (পোষ্য কুকুর) আমার সঙ্গে রেখেছি কারণ সে বিশ্বস্ত এবং অনুগত। সে আমাকে অনেক কাজে সাহায্য করে। এছাড়া পিংপংকে পুরো গ্রামবাসী ভালবাসে। তথ্য সূত্র: বিবিসি, ইন্ডিপেনডেন্ট।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা