Posts

জীবন্ত পুঁতে রাখা নবজাতকে বাঁচালো পোষ্য কুকুর

Image
পিংপং ও তার মালিক। ছবি: সংগৃহীত। জীবন্ত পুঁতে রাখা এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি পোষ্য কুকুর। পোষ্য ওই কুকুরটির নাম পিংপং। এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বান নং খাম নামক গ্রামে এ ঘটনা ঘটে। পিংপং নামের কুকুরটির মালিক উসা নিসিখা জানান, তার পোষা কুকুরটি এক মাঠে মাটি খুঁড়ে আর ঘেউ ঘেউ করছিল। এরপর তিনি কাছে গিয়ে দেখেন মাটির নিচ থেকে একটি পা বের হয়ে আসছে। এরপর অন্যদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিতসকেরা জানান শিশুটি বেঁচে আছে। জানা যায়, ওই শিশুটির মা ১৫ বছর বয়সী এক কিশোরী। তার সন্তানপ্রসবের বিষয়টি গোপন করতেই এমন কাজ করা হয়েছিল। দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশু পরিত্যাগ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে কিশোরীটি ও তার পরিবার এই কাজের জন্য অনুতপ্ত এবং তারা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে পুলিশ জানায়। আরো পড়ুন:   লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির আভাস! উসা নিসিখা জানান, আমি তাকে (পোষ্য কুকুর) আমার সঙ্গে রেখেছি কারণ সে বিশ্বস্ত এবং ...

ফাঁকিবাজ মেয়েকে শায়েস্তা করতে প্রশিক্ষিত কুকুর (ভিডিও)

Image
চীনে পড়ায় নজরদারি করছে প্রশিক্ষিত কুকুর ফান্টুয়ান। ছবি: সংগৃহীত। মেয়ের পড়াশোনায় মন নেই। পড়তে বসলেই শুধু ফাঁকিবাজি। স্কুল থেকে দেওয়া হোমওয়ার্ক রোজ অসম্পূর্ণ, বকাঝকা, শাস্তি। কিছুতেই কিছু হয় না। মেয়ের জন্য চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়েছে চিনের জি লুয়াংয়ের। পড়াশোনায় মেয়ের মন ফেরাতে আকাশপাতাল ভাবনাচিন্তা করেই চলেছেন গুইঝো প্রদেশের এই ব্যক্তি। শেষপর্যন্ত একটা উপায় পেলেন৷ বাড়ির কুকুর ফান্টুয়ানকে দিলেন ট্রেনিং৷ সাদা চারপেয়ের জন্য প্রশিক্ষক রেখে শেখালেন নজরদারির পাঠ৷ বোঝালেন, বাড়ির মেয়েটার উপর কীভাবে নজর রাখতে হবে৷ তাতেই বাজিমাত৷ জি লুয়াং বলছেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম বাড়ির নিরাপত্তারক্ষীকে বাড়তি খাবার দিয়ে ওকেই বলব, মেয়েকে নজর রাখতে৷ কিন্তু পরে মনে হল, মেয়ে তো অত ছোটও নেই যে এর নজর গলেও ফাঁকি দেবে না৷ তখন মনে পড়ল ফান্টুয়ানের কথা৷ ভাবলাম, ওকেই ট্রেনিং দিই৷ ওকেই নজরদারির কাজে লাগাব।’ যেমন ভাবা, তেমন কাজ। এমনিতেই গৃহপালিত পশুদের মধ্যে কুকুর সবচেয়ে বেশি বুদ্ধিমান৷ গবেষণা বলে, তাদের বুদ্ধির ধার মানুষের থেকে সামান্য কম৷ অর্থাৎ অন্য সব পশুর মধ্যে বুদ্ধির...

নরসিংদীতে ট্রাকচাপায় এসআই নিহত

Image
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা নামক স্থানে গরু বোঝাই ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) নিহত হয়েছেন।  বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।  নিহত মোস্তাফিজুর রহমান শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি ঢাকায় এসবি’তে কর্মরত ছিলেন।  পুলিশ জানায়, নিহত মোস্তাফিজ মটোরসাইকেল যোগে ঢাকা কর্মস্থল থেকে নরসিংদী নিজ বাড়ি শিবপুরের মুনসেফেরচর গ্রামে আসছিল। মটোরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা রাতুন টেক্সটাইলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোস্তাফিজ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহতের চাচা শ্বশুর মেহেদী হাসান ফারুক বলেন, গত দেড় বছর আগে মোস্তাফিজের সঙ্গে তার ভাতিজি বর্ষার বিয়ে হয়। সে ৭ মাসের গর্ভবতী। এর মধ্যে দুর্ঘটনায় মোস্তাফিজের প্রাণ গেল। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জ...

ট্রাম্পের নামে শহর গড়বে ইসরায়েল!

Image
গোলান উপত্যকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে শহর গড়ে তোলা হবে। ইতোমধ্যে এই শহরের জন্য জায়গা নির্দিষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। গত রবিবার সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা জানান। ট্রাম্প উপত্যকাটিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ায় তিনি গত মাসে এই ঘোষণা দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গোলান উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়ার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ায় আমরা তার কাছে কৃতজ্ঞ। গত সপ্তাহে ইসরায়েলি সংবাদপত্র ম্যাকোর রিশোন জানায়, বেরুচিমের উত্তরাঞ্চলীয় গোলানের এই শহরে ধর্মনিরপেক্ষ বসতি গড়ে তোলা হবে। প্রথমে বসতিটিতে ১২০টি পরিবারকে বসবাসের অনুমতি দেওয়া হবে। আরও জানায়, কেলা অ্যালোনে অবস্থিত বেরুচিমে ১৯৯১ সালে এই বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করা হয়। গত কয়েক বছর ধরে গোলানে নতুন বসতি গড়ে তোলার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গোলান উপত্যকায় এখন ৩৩টি শহর ও গ্রাম আছে। এগুলোর মধ্যে চারটি ছাড়া সবকটি গড়ে তোলে ইসরায়েলি লেবার পার্টি। এখানে সবশে...

নুসরাতকে নিয়ে ভেঙে পড়লো তৃণমূলের সভামঞ্চ!

Image
গোয়ালতোড়ের জনসভায় লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী নুসরাত জাহান৷ ছবি: সংগৃহীত। ভোটপ্রচারে  গিয়ে  মঞ্চ  ভেঙে  বিপাকে  পড়লেন  লোকসভা  নির্বাচনে  পশ্চিমবঙ্গের  বসিরহাটের  তৃণমূল  প্রার্থী  ও  অভিনেত্রী  নুসরাত  জাহান ।  ঝাড়গ্রাম  লোকসভা  কেন্দ্রের  তৃণমূল  প্রার্থী  বীরবাহা  সোরেনের  হয়ে  বুধবার  গোয়ালতোড়ে  প্রচারে  যান  তিনি ।  সেখানেই  ভেঙে  পড়ে  তাঁর  মঞ্চ ।  তবে  তিনি  অক্ষত  রয়েছেন । জানা গেছে, ছোট মঞ্চে অনেক লোক একসঙ্গে উঠে পড়ার কারণেই বিপত্তি ঘটেছে। যদিও এ ঘটনায় টলি অভিনেত্রীর কোনও ক্ষতি হয়নি। তবে সাময়িক উত্তেজনা তৈরি হয় সভায় উপস্থিত তৃণমূল সমর্থক ও নুসরাতের অনুরাগীদের মধ্যে। ঘটনার সময়, আনুমানিক তিন ফুট উচ্চতার ১৫/২০ ফুটের সভামঞ্চে বসেছিলেন তিনি। তখন সেখানে বক্তৃতা দিচ্ছিলেন তৃণমূলের অন্য এক নেতা। টলি অভিনেত্রীকে ঘিরে সভায় উপস্থিত তৃণ...

রোজার মাসেও বিস্ফোরণে কাঁপছে আফগানিস্তান

Image
সংগৃহীত ছবি রোজার মাসেও একের পর এক বিস্ফোরণে কাঁপছে আফগানিস্তান। দেশটির রাজধানী কাবুল ফের শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের খবর না পাওয়া গেলেও গুরুতর আহত হয়েছেন অন্তত নয়জন।  বুধবার দেশটির নও শহরে গাড়িতে রাখা বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আফগান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়িতে রাখা ছিল বিস্ফোরক। আন্তর্জাতিক একটি ত্রাণ সংস্থাকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানোটাই মূল টার্গেট ছিল জঙ্গিদের। কিন্তু এর আগে সেটি ফেটে যায়। জানা যায়, কাবুলের কেন্দ্রস্থল একেবারে অভিজাত এলাকায় এ হামলাটি চালানো হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডুলি ও ছিন্নভিন্ন দ্রব্য আকাশের দিকে উঠতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। ফলে বিস্ফোরণের তীব্রতা বেশ অনেকটাই ছিল বলে মনে করা হচ্ছে। কায়িস জামান নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণস্থলটি অ্যাটর্নি জেনারেলের দফতরের একেবারেই সামনেই। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পুরো ঘিরে ফেলেছে স্থানীয় পুলিশ এবং সেনারা। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি জানান, দেশটির নও শহর এল...

মিয়ানমারে মুক্তি পেলেন রয়টার্সের দুই সাংবাদিক

Image
কারামুক্তির পর রয়টার্সের দুই সাংবাদিক। ইয়াঙ্গুন, মিয়ানমার, ৭ মে। ছবি: রয়টার্স মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিবেদন করে দণ্ড পাওয়া রয়টার্সের দুই সাংবাদিককে আজ মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের বিশেষ ক্ষমায় তাঁদের মুক্তি দেওয়া হয়। এই দুই সাংবাদিক হলেন ওয়া লোন (৩৩) ও কিয়াও সো ওও (২৯)। ১০ রোহিঙ্গা পুরুষ ও যুবককে হত্যার ঘটনা তদন্ত করার সময় ২০১৭ সালের ডিসেম্বরে তাঁদের গ্রেপ্তার করা হয়। সরকারি গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৭ মাসের বেশি সময় ধরে বন্দী থাকার পর অবশেষে ছাড়া পেলেন তাঁরা। এক ভিডিওতে দেখা যায়, ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেন কারাগার থেকে বের হওয়ার পর তাঁদের ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন অ্যাডলার এক বিবৃতিতে বলেন, ‘মিয়ানমার আমাদের সাহসী সাংবাদিকদের কারামুক্ত করায় দারুণ খুশি হয়েছি। ৫১১ দিন ধরে কারাবাস করা এই দুই সাংবাদিক সারা বিশ্বে গণমাধ্যম স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছেন। তাঁদের ফিরে আসাকে আমরা স্বাগত জানাই।’ ২০১৭ সালের সেপ্টেম্বরে রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার চিত্...