নুসরাতকে নিয়ে ভেঙে পড়লো তৃণমূলের সভামঞ্চ!

নুসরাতকে নিয়ে ভেঙে পড়লো তৃণমূলের সভামঞ্চ!
গোয়ালতোড়ের জনসভায় লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী নুসরাত জাহান৷ ছবি: সংগৃহীত।
ভোটপ্রচারে গিয়ে মঞ্চ ভেঙে বিপাকে পড়লেন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী নুসরাত জাহান। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের হয়ে বুধবার গোয়ালতোড়ে প্রচারে যান তিনি। সেখানেই ভেঙে পড়ে তাঁর মঞ্চ। তবে তিনি অক্ষত রয়েছেন
জানা গেছে, ছোট মঞ্চে অনেক লোক একসঙ্গে উঠে পড়ার কারণেই বিপত্তি ঘটেছে। যদিও এ ঘটনায় টলি অভিনেত্রীর কোনও ক্ষতি হয়নি। তবে সাময়িক উত্তেজনা তৈরি হয় সভায় উপস্থিত তৃণমূল সমর্থক ও নুসরাতের অনুরাগীদের মধ্যে।
ঘটনার সময়, আনুমানিক তিন ফুট উচ্চতার ১৫/২০ ফুটের সভামঞ্চে বসেছিলেন তিনি। তখন সেখানে বক্তৃতা দিচ্ছিলেন তৃণমূলের অন্য এক নেতা। টলি অভিনেত্রীকে ঘিরে সভায় উপস্থিত তৃণমূল সমর্থকদের উত্তেজনা ছিল তুঙ্গে। ফলে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য ছোট মঞ্চে উঠে পড়েন অনেকে। তখনই মঞ্চটি মাঝখান থেকে ভেঙে পড়ে।
কোনওক্রমে রক্ষা পান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। ঘটনায় তাঁর কোনও ক্ষতি হয়নি। তবে উপস্থিত সমর্থকদের সাময়িক উত্তেজনা তৈরি হয়।
বিপত্তি তৈরি হলেও উপস্থিত অনুরাগীদের হতাশ করেননি অভিনেত্রী। উপস্থিত সমর্থক ও অনুরাগীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন নুসরাত। বীরবাহা সোরেনের হয়ে ভোট প্রার্থনা করেন তিনি। রাজ্যের শাসকদল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরেন। এবং এরপর সেখান থেকে অন্যত্র প্রচারের উদ্দেশ্যে রওনা দেন।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা