নুসরাতকে নিয়ে ভেঙে পড়লো তৃণমূলের সভামঞ্চ!
গোয়ালতোড়ের জনসভায় লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী নুসরাত জাহান৷ ছবি: সংগৃহীত। ভোটপ্রচারে গিয়ে মঞ্চ ভেঙে বিপাকে পড়লেন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী নুসরাত জাহান । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের হয়ে বুধবার গোয়ালতোড়ে প্রচারে যান তিনি । সেখানেই ভেঙে পড়ে তাঁর মঞ্চ । তবে তিনি অক্ষত রয়েছেন । জানা গেছে, ছোট মঞ্চে অনেক লোক একসঙ্গে উঠে পড়ার কারণেই বিপত্তি ঘটেছে। যদিও এ ঘটনায় টলি অভিনেত্রীর কোনও ক্ষতি হয়নি। তবে সাময়িক উত্তেজনা তৈরি হয় সভায় উপস্থিত তৃণমূল সমর্থক ও নুসরাতের অনুরাগীদের মধ্যে। ঘটনার সময়, আনুমানিক তিন ফুট উচ্চতার ১৫/২০ ফুটের সভামঞ্চে বসেছিলেন তিনি। তখন সেখানে বক্তৃতা দিচ্ছিলেন তৃণমূলের অন্য এক নেতা। টলি অভিনেত্রীকে ঘিরে সভায় উপস্থিত তৃণ...