Posts

নুসরাতকে নিয়ে ভেঙে পড়লো তৃণমূলের সভামঞ্চ!

Image
গোয়ালতোড়ের জনসভায় লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী নুসরাত জাহান৷ ছবি: সংগৃহীত। ভোটপ্রচারে  গিয়ে  মঞ্চ  ভেঙে  বিপাকে  পড়লেন  লোকসভা  নির্বাচনে  পশ্চিমবঙ্গের  বসিরহাটের  তৃণমূল  প্রার্থী  ও  অভিনেত্রী  নুসরাত  জাহান ।  ঝাড়গ্রাম  লোকসভা  কেন্দ্রের  তৃণমূল  প্রার্থী  বীরবাহা  সোরেনের  হয়ে  বুধবার  গোয়ালতোড়ে  প্রচারে  যান  তিনি ।  সেখানেই  ভেঙে  পড়ে  তাঁর  মঞ্চ ।  তবে  তিনি  অক্ষত  রয়েছেন । জানা গেছে, ছোট মঞ্চে অনেক লোক একসঙ্গে উঠে পড়ার কারণেই বিপত্তি ঘটেছে। যদিও এ ঘটনায় টলি অভিনেত্রীর কোনও ক্ষতি হয়নি। তবে সাময়িক উত্তেজনা তৈরি হয় সভায় উপস্থিত তৃণমূল সমর্থক ও নুসরাতের অনুরাগীদের মধ্যে। ঘটনার সময়, আনুমানিক তিন ফুট উচ্চতার ১৫/২০ ফুটের সভামঞ্চে বসেছিলেন তিনি। তখন সেখানে বক্তৃতা দিচ্ছিলেন তৃণমূলের অন্য এক নেতা। টলি অভিনেত্রীকে ঘিরে সভায় উপস্থিত তৃণ...

রোজার মাসেও বিস্ফোরণে কাঁপছে আফগানিস্তান

Image
সংগৃহীত ছবি রোজার মাসেও একের পর এক বিস্ফোরণে কাঁপছে আফগানিস্তান। দেশটির রাজধানী কাবুল ফের শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের খবর না পাওয়া গেলেও গুরুতর আহত হয়েছেন অন্তত নয়জন।  বুধবার দেশটির নও শহরে গাড়িতে রাখা বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আফগান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়িতে রাখা ছিল বিস্ফোরক। আন্তর্জাতিক একটি ত্রাণ সংস্থাকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানোটাই মূল টার্গেট ছিল জঙ্গিদের। কিন্তু এর আগে সেটি ফেটে যায়। জানা যায়, কাবুলের কেন্দ্রস্থল একেবারে অভিজাত এলাকায় এ হামলাটি চালানো হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডুলি ও ছিন্নভিন্ন দ্রব্য আকাশের দিকে উঠতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। ফলে বিস্ফোরণের তীব্রতা বেশ অনেকটাই ছিল বলে মনে করা হচ্ছে। কায়িস জামান নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণস্থলটি অ্যাটর্নি জেনারেলের দফতরের একেবারেই সামনেই। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পুরো ঘিরে ফেলেছে স্থানীয় পুলিশ এবং সেনারা। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি জানান, দেশটির নও শহর এল...

মিয়ানমারে মুক্তি পেলেন রয়টার্সের দুই সাংবাদিক

Image
কারামুক্তির পর রয়টার্সের দুই সাংবাদিক। ইয়াঙ্গুন, মিয়ানমার, ৭ মে। ছবি: রয়টার্স মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিবেদন করে দণ্ড পাওয়া রয়টার্সের দুই সাংবাদিককে আজ মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের বিশেষ ক্ষমায় তাঁদের মুক্তি দেওয়া হয়। এই দুই সাংবাদিক হলেন ওয়া লোন (৩৩) ও কিয়াও সো ওও (২৯)। ১০ রোহিঙ্গা পুরুষ ও যুবককে হত্যার ঘটনা তদন্ত করার সময় ২০১৭ সালের ডিসেম্বরে তাঁদের গ্রেপ্তার করা হয়। সরকারি গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৭ মাসের বেশি সময় ধরে বন্দী থাকার পর অবশেষে ছাড়া পেলেন তাঁরা। এক ভিডিওতে দেখা যায়, ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেন কারাগার থেকে বের হওয়ার পর তাঁদের ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন অ্যাডলার এক বিবৃতিতে বলেন, ‘মিয়ানমার আমাদের সাহসী সাংবাদিকদের কারামুক্ত করায় দারুণ খুশি হয়েছি। ৫১১ দিন ধরে কারাবাস করা এই দুই সাংবাদিক সারা বিশ্বে গণমাধ্যম স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছেন। তাঁদের ফিরে আসাকে আমরা স্বাগত জানাই।’ ২০১৭ সালের সেপ্টেম্বরে রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার চিত্...

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

Image
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোজা। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করবেন মুসল্লিরা। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো এই তথ্য জানানো হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এই সভায় অনুষ্ঠিত হয়।  বিডি প্রতিদিন/০৬ মে ২০১৯/আরাফাত 

মধ্যপ্রাচ্যে রোজা শুরু সোমবার

Image
আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র রোজা শুরু হচ্ছে। আরব নিউজ ও গালফ নিউজের খবরে বলা হয়েছে, আরবি মাসগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করে। আরবি দিনপঞ্জি অনুসারে শাবান মাস চলছে। এরপরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। গতকাল শনিবার সৌদি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আরবি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র রমজান শুরু হওয়ার কথা ৬ মে (সোমবার) থেকে। এদিকে অস্ট্রেলিয়া ও তুরস্কে আগামীকাল সোমবার থেকে রোজা শুরু হচ্ছে। আরবি দিনপঞ্জি অনুসারে শাবান মাস চলছে। এরপরেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আজ চাঁদ দেখা গেলে সোমবার থেকে উত্তর আমেরিকায় পবিত্র রমজান মাস শুরু হবে।

ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় 'ফণী'

Image
প্রতীকী ছবি 'অতি প্রবল' ঘূর্ণিঝড় ফণী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোকে চার (পুনঃ) চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ঘূর্ণিঝড়টি ৩ মে ওড়িশা উপকূল অতিক্রম হওয়ার কথা। এর প্রভাবে বাংলাদেশে পরদিন ৪ মে বৃষ্টিপাত হবে অনেক। ওড়িশা উপকূল অতিক্রমের পরই বলা যাবে বাংলাদেশে এর কেমন প্রভাব পড়ে। ওদিকে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'ফণী' আরও সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,১৯০ কিলোমিটার ও মংলা থেকে ১,০৯৫ কিলোমিটার ও পায়রা থেকে ১,১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সব...

জাপানে নতুন সম্রাট হচ্ছেন যুবরাজ নারুহিতো

Image
জাপানের নতুন সম্রাট নারুহিতো। ছবি: এএফপি জাপানের নতুন সম্রাট হিসেবে আজ মঙ্গলবার সিংহাসনে বসছেন বিদায়ী সম্রাট আকিহিতোর জ্যেষ্ঠ পুত্র যুবরাজ নারুহিতো। ৫৯ বয়সী নতুন সম্রাট ৩০ বছর ধরে পিতার ছত্রচ্ছায়ায় থেকে সাংবিধানিক কাঠামোর আওতায় সম্রাটের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে ভালোভাবে অবহিত হয়েছেন। এখন সম্রাট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তবে নতুন সম্রাটের কাছ থেকে নাটকীয় কোনো নতুন পরিবর্তন জাপানে প্রত্যাশা করা হচ্ছে না। বরং অনেকে মনে করছেন, পিতা আকিহিতো শান্তির যে ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সাংবিধানিক সীমাবদ্ধতার ভেতরে থেকেও দেশের জনগণকে শান্তি বজায় রাখার তাগিদ সম্পর্কে পরোক্ষে সচেতন করে দিয়েছেন, পুত্র নারুহিতো সেই পথেই চলবেন। তারপরও নতুন সম্রাটকে ঘিরে কিছুটা নতুনত্ব জাপানের জনগণ প্রত্যাশা করছেন এবং তাঁদের সেই প্রত্যাশার পেছনে আছে সম্রাট নারুহিতোর তুলনামূলক ব্যতিক্রমী জীবনধারা। জাপানের সংবাদমাধ্যমের বড় এক অংশ মনে করছে, সম্রাটের পরিবারে ব্যতিক্রমী সদস্য হিসেবে উদার পারিবারিক পরিবেশ বেড়ে উঠেছেন নারুহিতো। সেই সঙ্গে বৈশ্বিক ভাবনাচিন্তায় নানা দিক থেকে প্রভাবিত হয়েছেন তিনি। ফলে, শান্তি ও মৈ...