Posts

জাপানে নতুন সম্রাট হচ্ছেন যুবরাজ নারুহিতো

Image
জাপানের নতুন সম্রাট নারুহিতো। ছবি: এএফপি জাপানের নতুন সম্রাট হিসেবে আজ মঙ্গলবার সিংহাসনে বসছেন বিদায়ী সম্রাট আকিহিতোর জ্যেষ্ঠ পুত্র যুবরাজ নারুহিতো। ৫৯ বয়সী নতুন সম্রাট ৩০ বছর ধরে পিতার ছত্রচ্ছায়ায় থেকে সাংবিধানিক কাঠামোর আওতায় সম্রাটের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে ভালোভাবে অবহিত হয়েছেন। এখন সম্রাট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তবে নতুন সম্রাটের কাছ থেকে নাটকীয় কোনো নতুন পরিবর্তন জাপানে প্রত্যাশা করা হচ্ছে না। বরং অনেকে মনে করছেন, পিতা আকিহিতো শান্তির যে ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সাংবিধানিক সীমাবদ্ধতার ভেতরে থেকেও দেশের জনগণকে শান্তি বজায় রাখার তাগিদ সম্পর্কে পরোক্ষে সচেতন করে দিয়েছেন, পুত্র নারুহিতো সেই পথেই চলবেন। তারপরও নতুন সম্রাটকে ঘিরে কিছুটা নতুনত্ব জাপানের জনগণ প্রত্যাশা করছেন এবং তাঁদের সেই প্রত্যাশার পেছনে আছে সম্রাট নারুহিতোর তুলনামূলক ব্যতিক্রমী জীবনধারা। জাপানের সংবাদমাধ্যমের বড় এক অংশ মনে করছে, সম্রাটের পরিবারে ব্যতিক্রমী সদস্য হিসেবে উদার পারিবারিক পরিবেশ বেড়ে উঠেছেন নারুহিতো। সেই সঙ্গে বৈশ্বিক ভাবনাচিন্তায় নানা দিক থেকে প্রভাবিত হয়েছেন তিনি। ফলে, শান্তি ও মৈ...

ধীরে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় 'ফণি', শনি-রবিবার আঘাত হানার সম্ভাবনা

Image
ফাইল ছবি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'ফণি' ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আগামী শনি অথবা রবিবার আঘাত হানতে পারে বলে ধারনা করছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।  তিনি গণমাধ্যমকে বলেছেন, এ সমরের মধ্যে ঘূর্ণিঝড়ের গতি পরিবর্তন হতে পারে। এই কারণে এখনও আঘাত হানার স্থান স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে ২/৩ দিনের মধ্যে তা বলা যাবে।   এদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরে বিশেষ বিজ্ঞপ্তি ১০ এ বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফণি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।  এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৪৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৫৮০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় ফণির প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর...

জাপানে ১০ দিন টানা ছুটি ঘোষণা করায় ক্ষুব্ধ কর্মজীবীরা!

Image
ফাইল ছবি কাজ পাগল জাপানীরা ১০ দিনের টানা ছুটি ভোগ শুরু করছেন। শনিবার থেকে নজিরবিহীন এ ছুটি শুরু হয়েছে। জাপানে এত দীর্ঘ সময় টানা কাজবিহীন থাকার কথা ভাবতে পারেন না সাধারণ মানুষ। তাই অনেকেই সরকারের ওপর বিরক্তি প্রকাশ করেছে। মঙ্গলবার সম্রাট আকিহিতো বিদায় নেবেন এবং তার বড়ো ছেলে নারুহিতো (৫৯) সিংহাসনে বসবেন। পুরনো সম্রাটের বিদায় এবং নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠান ছাড়াও জাপানীরা দেশটির ঐতিহ্যবাহী ‘গোল্ডেন উইক’ও এ সময়ে উদযাপন করবে। দুটি উপলক্ষ মিলিয়ে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে একটানা বেশ কয়েকদিনের ছুটিতে সন্তুষ্ট নয় জাপানীরা। অধিকাংশ মানুষই বিরক্তি প্রকাশ করেছে। কারণ, তাদের মতে এ সময়ে নানা ধরনের কাজ বিঘ্নিত হবে। জাপানী দৈনিক আশাহি শিম্বুন-এর এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ জাপানী টানা ছুটিতে খুশি নন। মাত্র ৩৫ শতাংশ জাপানী সন্তুষ্টি প্রকাশ করেছে। এদিকে বেশ কয়েকদিনের এ ছুটি কাটাতে রেকর্ড সংখ্যক লোক বিদেশ ও দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে। ফলে ভিড় উপছে পড়ছে বিমানবন্দর ও রেলস্টেশনে। এ সময়ে কেউ কেউ জাতীয় অনুষ্ঠানগুলো দেশের মধ্যে পালন করলেও অনেকেই ছুটি কাটাতে বিদেশ পাড়ি দিচ্...

শ্রীলঙ্কায় আইএস আস্তানায় অভিযান, ৬ শিশুসহ নিহত ১৫

Image
সতর্ক অবস্থানে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি শ্রীলঙ্কায় জঙ্গিগোষ্ঠী আইএসের নিরাপদ আস্তানা বলে শনাক্ত করা একটি জায়গায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে গত রোববারের সন্দেহভাজন হামলাকারীদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের গুলিবিনিময়ের পর ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এনডিটিভির খবরে জানানো হয়, শ্রীলঙ্কার পূর্ব উপকূলে কালমুনাই এলাকার একটি বাড়িতে ইসলামপন্থীদের আস্তানায় গতকাল রাতে অভিযান চালায় সেনারা। অভিযানের সময় ওই বাড়ি থেকে গুলি ছোড়া হয়। এ সময় পুলিশ ও সেনাদের সঙ্গে হামলাকারীদের ব্যাপক গুলিবিনিময় হয়। এ লড়াইয়ে ৬ শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তিনজন নিজেদের বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্যরা গুলিতে নিহত হয়। আজ শনিবার সকালে লাশ উদ্ধার করা হয়। শ্রীলঙ্কার পুলিশ এক বিবৃতিতে বলেছে, নিহত ব্যক্তিদের মধ্য তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল। তাদের লাশ ওই বাড়ির বাইরে পাওয়া গেছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানটি পরিচালিত হয় রাজধানী থেকে ৩৭০ কিলোমিটার পূর্বের শহর কালমুনাইয়ের একটি নির্মাণাধীন এলাকায়। গোপন সূত্রের খবরে পুলিশ জ...

সাভারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা রানা প্লাজার সেই হিমুর

Image
গায়ে আগুন লাগিয়ে নওশাদ হাসান হিমু (২৭) নামের সেই ‘হিরো’ আত্মহত্যা করেছেন। সাভারের রানা প্লাজা ধসের পর অক্লান্ত উদ্ধার তৎপরতা চালিয়ে তিনি পরিচিত হয়েছিলেন এবং ‘হিরো’ বলে খ্যাতি পেয়েছিলেন। জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া শ্যামপুর এলাকায় আবদুল হক মোল্লার বাড়িতে ভাড়া বাসায় আত্মহত্যা করেন হিমু। তিনি বরিশালের উজিরপুর থানার বাবর গ্রামের সরদার আবুল হোসেনের ছেলে। বন্ধু-শুভানুধ্যায়ীদের কাছে পরিচিত ছিলেন ‘হিমালয় হিমু’ নামে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফ এম সাইদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিজের গায়ে নিজে কিরোসিন ঢেলে পুড়ে মারা গেছেন তিনি। তিনি বলেন, ৩ বছর ধরে ওই বাড়িতে বসবাস করতেন হিমু। আমরা যতটুকু জেনেছি তিনি কারও সঙ্গে তেমন মিশতেন না। বাবা-মায়ের সঙ্গেও থাকতেন না। আমরা তার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কিভাবে তার মৃত্যু হলো- তা আমরা ময়নাতদন্তের পর জানতে পারব।’ এদিকে হিমুর ফেসবুক অ্যাকাউন্ট ‘হিমালয় হিমু’তে গিয়ে দেখা গেছে, বুধবার রাতে আত্মহননের আগে তিনি...

২৭ বছর পর জেগে উঠে ছেলের নাম ধরে ডাকলেন মা

Image
কোমায় থেকে ২৭ বছর পর জেগে উঠলেন সংযুক্ত আরব আমিরাতের এক নারী। ছবি: সংগৃহীত মুনিরা আবদুল্লাহ ছেলেকে স্কুল থেকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে বাসের সঙ্গে সংঘর্ষে আহত হন। মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে চলে যান কোমায়। তখন তাঁর বয়স মাত্র ৩২। তারপর বছরের পর বছর অচেতন থাকেন তিনি। অনেকটা অলৌকিকভাবে জেগে ওঠেন ২৭ বছর পর। জেগেই ডেকে ওঠেন আদরের ছেলে ওমরের নাম ধরে। ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মুনিরা আবদুল্লাহ ১৯৯১ সালে একদিন ছেলেকে স্কুল থেকে আনতে যান। সঙ্গে ছিলেন দেবর। ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি বাসের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি। মস্তিষ্কে গুরুতর আঘাত পান। এরপরই কোমায় চলে যান। ওই সময় ছেলে ওমর ওবাইরের বয়স ছিল ৪ বছর। মুনিরা আবদুল্লাহর আগে কোমা থেকে জেগে উঠে আলোচনার জন্ম দেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। ছবি: এএফপি গাড়ি চালাচ্ছিলেন মুনিরার দেবর। তিনি ছেলে ওমরকে নিয়ে বসেছিলেন গাড়ির পেছনের আসনে। বাসটির সঙ্গে সংঘর্ষের আগে ছেলের জীবন বাঁচাতে তাঁকে জড়িয়ে ধরেছিলেন মুনিরা। তাঁর চেষ্টা অবশ্য সফল। দেবর গুরুতর আহত হলেও ছেলে তেমন আঘাত পায়ন...

বোরকা ও নিকাব নিষিদ্ধ হতে পারে শ্রীলঙ্কায়!

Image
ইস্টার সানডে তে শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার পর দেশটিতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কার  ডেইলি মিররের  খবর, রবিবার হামলার পর গোয়েন্দারা যে সন্দেহ ও প্রমাণাদি পেয়েছেন, তাতে তাদের ধারণা হামলায় বিপুল সংখ্যক নারী জড়িত। ওই সূত্র জানায়, সরকার মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এই পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা করছে এবং গতকাল প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনের সঙ্গে এ বিষয়ে সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর কথা হয়েছে। বৈঠকে উল্লেখ করা হয়, ১৯৯০ এর দশকের গোড়ার দিকে উপসাগরীয় যুদ্ধের আগ পর্যন্ত শ্রীলঙ্কায় মুসলিম নারীদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে বোরকা ও নিকাব কখনও অংশীদার ছিল না। তারা মুসলিম নারীদের পোশাকে চরমপন্থীদের উপাদান দেখছেন বলেও জানান। রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে কলম্বোর দিমাটাগোদায় একটি বাড়িতে পুলিশি অভিযান চলার সময় অষ্টম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। গোয়েন্দাদের দাবি, এ ঘটনায় বেশ কিছু নারী জড়িত ছিল, যারা বোরকা পরে পালিয়ে যায়। বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৯/মা...