সাভারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা রানা প্লাজার সেই হিমুর

সাভারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা রানা প্লাজার সেই হিমুর

গায়ে আগুন লাগিয়ে নওশাদ হাসান হিমু (২৭) নামের সেই ‘হিরো’ আত্মহত্যা করেছেন। সাভারের রানা প্লাজা ধসের পর অক্লান্ত উদ্ধার তৎপরতা চালিয়ে তিনি পরিচিত হয়েছিলেন এবং ‘হিরো’ বলে খ্যাতি পেয়েছিলেন। জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া শ্যামপুর এলাকায় আবদুল হক মোল্লার বাড়িতে ভাড়া বাসায় আত্মহত্যা করেন হিমু। তিনি বরিশালের উজিরপুর থানার বাবর গ্রামের সরদার আবুল হোসেনের ছেলে। বন্ধু-শুভানুধ্যায়ীদের কাছে পরিচিত ছিলেন ‘হিমালয় হিমু’ নামে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফ এম সাইদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিজের গায়ে নিজে কিরোসিন ঢেলে পুড়ে মারা গেছেন তিনি। তিনি বলেন, ৩ বছর ধরে ওই বাড়িতে বসবাস করতেন হিমু। আমরা যতটুকু জেনেছি তিনি কারও সঙ্গে তেমন মিশতেন না। বাবা-মায়ের সঙ্গেও থাকতেন না। আমরা তার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কিভাবে তার মৃত্যু হলো- তা আমরা ময়নাতদন্তের পর জানতে পারব।’ এদিকে হিমুর ফেসবুক অ্যাকাউন্ট ‘হিমালয় হিমু’তে গিয়ে দেখা গেছে, বুধবার রাতে আত্মহননের আগে তিনি  ফেসবুকে কয়েকটি পোস্ট দেন। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওয়া একটি পোস্ট ছিল, ‘ছোটকাল থেকেই আগুন আমার অনেক পছন্দ’।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা