Posts

নাতি-নাতনিদের নষ্ট করতে চান অমিতাভ!

Image
অমিতাভ বচ্চন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নাতনি আরাধ্য তাঁর কাজের টেবিলে সবকিছু ধ্বংস করতে চায়। বিরক্ত নয়, তাতে তিনি দারুণ আনন্দ পান। অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায় বচ্চনের একমাত্র সন্তান আরাধ্য। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনও দুই সন্তানের মা। মেয়ে নব্য নাভেলি আর ছেলে অগস্তা। সম্প্রতি অমিতাভ বচ্চন তাঁর এই নাতি-নাতনিদের নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি প্রত্যেককে ভালোবাসি। আমি তাদের আদর দিয়ে নষ্ট করতে চাই। এ বিষয়ে তাদের বাবা-মা যাতে আমাকে কিছু বলতে সাহস না পায়, এ জন্য আমি খুবই কর্তৃত্বপরায়ণ একটা ভাব নিয়ে থাকি।’ তিনি আরও বলেন, ‘আরাধ্য আমার টেবিলে আসে। সে সবকিছু ধ্বংস করতে চায়। আমি যে কলম দিয়ে লিখি, সেটা দিয়ে সে ল্যাপটপের সঙ্গে খেলা করে। এটা আমাকে নির্মল আনন্দ দেয়। এটা সত্যিই একটা দারুণ ব্যাপার!’ পুত্রবধূ ঐশ্বরিয়া সংসারে আসার পর বচ্চন পরিবারে কী পরিবর্তন ঘটেছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অমিতাভ বচ্চন বলেন, ‘কিছুই বদলায়নি। তবে আগে আমার একটি মেয়ে ছিল। ঐশ্বরিয়া আসাতে আরেকজন হলো। এটুকুই।’ অতীতের আইকনিক সংলাপগুলোর নিয়ে বলি...

শিগগিরই মার্কিন–চীন চুক্তি হতে যাচ্ছে!

Image
ডোনাল্ড ট্রাম্প ও সি চিন পিংয় • চলমান এই বাণিজ্যযুদ্ধে বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে • এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হারও কমে যাবে বলে আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে বেশ কিছু কঠিন বিষয়ে তাদের ঐকমত্য হয়েছে। চার সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যচুক্তি হতে পারে, যদিও বেশ কিছু বিষয়ে বাধা রয়েই গেছে। বিবিসি সূত্রে এই খবর পাওয়া গেছে। অন্যদিকে চীনও আশাবাদ ব্যক্ত করেছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে উদ্ধৃত করে জানিয়েছে, বাণিজ্য আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকেই যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্যযুদ্ধে ক্ষান্ত দিয়েছে। চলমান এই বাণিজ্যযুদ্ধে বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হারও কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সবচেয়ে কঠিন বিষয়গুলোতে মার্কিন-চীন ঐক্য হয়েছে। তবে আমাদের আরও কিছু পথ পারি দিতে হবে’। চীনের সহকারী প্রধানমন্ত্রী লিউ হের সঙ্গে আলোচনার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিন...

পুরান ঢাকার ভবন ভেঙে ফ্ল্যাট হবে: গণপূর্তমন্ত্রী

Image
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: বাসস পুরান ঢাকাকে নিয়ে রি-ডেভেলপমেন্ট প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, বিল্ডিং কোড অনুযায়ী ভবন করে দেওয়া হবে এবং অনুপাত অনুযায়ী ওই ভবনমালিকদের ফ্ল্যাট দেওয়া হবে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ইমারত নির্মাণে সরকারের দায়িত্ব ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন গণপূর্তমন্ত্রী। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘পুরান ঢাকাকে নিয়ে আমরা রি-ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের আওতায় পাঁচ কাঠা জায়গার ওপর যদি তিনটি ভবন থাকে, তাহলে আমরা পরিবেশসম্মত, বিল্ডিং কোড অনুযায়ী ভবন করে দেব এবং রেশিও (অনুপাত) অনুযায়ী ওই ভবনমালিকদের ফ্ল্যাট দেব।’ গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকা শহরের বয়স অনেক হয়েছে। পুরান ঢাকার ভবনগুলো এমনভাবে গড়ে উঠেছে যে কারণে পুরান ঢাকাকে রাতারাতি ভে...

ব্রিটিশ পাসপোর্ট থেকে বাদ পড়ল ইউরোপীয় ইউনিয়ন

Image
ছবি: সংগৃহীত। ব্রিটিশ পাসপোর্ট থেকে বাদ পড়ল ইউরোপীয় ইউনিয়নের নাম। আনুষ্ঠানিকভাবে বিচ্ছদের আগেই পাসপোর্ট থেকে জোটটির নাম সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। খবর বিবিসির। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ব্রিটিশ পাসপোর্টের কভারে এখন আর আগের মতো ইউরোপীয় ইউনিয়নের নাম থাকছে না। গত ৩০ মার্চ থেকে বার্গান্ডি লাল রংয়ের নতুন এ পাসপোর্ট ইস্যু শুরুও হয়ে গেছে বলে জানা যায়। গত ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) কথা ছিল। কিন্তু ব্রেক্সিট কার্যকর না হলেও ব্রিটিশ পাসপোর্টে তার বিচ্ছেদের কাজ শুরু হয়েছে গেছে। ‘ইউরোপীয় ইউনিয়ন’ লেখাবিহীন নতুন পাসপোর্ট পাচ্ছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই পরিবর্তনকে ‘স্বাগত’ জানিয়েছেন। আবার কেউ কেউ একে ‘বাড়াবাড়ি’ বলে উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হবে এমনটা ধরে নিয়েই তারা পরদিন থেকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়া কভারের পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে যতিদিন ব্রেক্সিট কার্যকর না হয় যতদিন আগের পাসপোর্টও ইস্যু হবে। আরো পড়ুন:  না...

মাগরিবের পর টেলিসামাদের জানাজা, কাল এফডিসি হয়ে দাফন মুন্সীগঞ্জে

Image
প্রখ্যাত কৌতুক অভিনেতা টেলিসামাদ। ছবি: সংগৃহীত বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুক অভিনেতা টেলিসামাদের প্রথম জানাজা মাগরিবের নামাজের পর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। এরপর রবিবার (৭ এপ্রিল) তাকে নেওয়া হবে এফডিসিতে। সেখানে জানাজা শেষে তাকে মুন্সীগঞ্জে দাফন করা হবে। এর আগে শনিবার (৬ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৪ বছর বয়সী এই অভিনেতা। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর বিষয়ে তার ভাগ্নে ফাহিম আহমেদ জানান, 'রাজধানীর ফার্মগেটের পশ্চিম রাজাবাজার জামে মসজিদে বাদমাগরিব টেলিসামাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিকভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি'। এরপর আজ রাতে তার মরদেহ ঢাকাতেই রাখা হবে। পরে রবিবার বেলা ১১টায় তাকে এফডিসিতে নিয়ে যাওয়া হবে। সেখানে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। এরপর তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তার দীর্ঘদিনের সহ-শিল্পী ও কলাকুশলীরা। জানাজা শেষে এফডিসি থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে টেলিসামাদের লাশ। সেখানে জোহরের নামাজের পর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানে ...

ট্রাম্পের নিন্দা করে তদন্তের মুখে ম্যারাডোনা

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা (ডানে)। ছবি: অনলাইন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা করে তদন্তের মুখে পড়েছেন ফুটবলের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। গত সপ্তাহে মেক্সিকোতে তার ক্লাব দোরাদেস দে সিনেলোয়া একটি ক্লাবের সঙ্গে জিতে যায়। এরপর সংবাদ সম্মেলনে এই জয় তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ভেনিজুয়েলাবাসীকে উৎসর্গ করেন। ম্যারাডোনা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের পুরো পৃথিবীর প্রধান মনে করে। সবাইকে বলে বেড়ায় যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা তাদের আছে। যে কোনো সময় সেই বোমা কোনো স্থানে ফেলতে পারে। কিন্তু মনে রাখবেন, আমাদের সঙ্গে সেটা কিছুতেই হতে দেব না এবং রাষ্ট্রদ্রোহী (ট্রাম্পকে ইঙ্গিত করে) আমাদের কিনতে পারবেন না। তিনি ট্রাম্পকে ‘পুতুল’ বলেও মন্তব্য করেন। আরো পড়ুন:  ফিফা ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ের শীর্ষ দশে জায়গা পেল না আর্জেন্টিনা মেক্সিকোর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তাদের শৃঙ্খলা রক্ষা কমিটি ম্যারাডোনার মন্তব্যের তদন্ত করছে। ফেডারেশনের আইন অনুযায়ী, ফুটবলের সঙ্গে জড়িত সবাইকে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে ন...

‘পাকিস্তানের ধ্বংস হওয়া যুদ্ধবিমান ছিল এফ-১৬’

Image
ভারতের এই দাবির সত্যাসত্য নিয়ে প্রশ্ন তুলল মার্কিন ম্যাগাজিন। ছবি: সংগৃহীত। ডগফাইটে বর্তমান পাকিস্তানের যে যুদ্ধবিমান অভিনন্দন ধ্বংস করেছিলেন, সেটা ছিল এফ-১৬। এমনই দাবি করেছিল ভারতীয় বিমানবাহিনী। পাকিস্তান যদিও বরাবরই বলে এসেছে, ২৭ ফেব্রুয়ারি এফ-১৬ ব্যবহার করেনি তাদের বিমানবাহিনী। এদিকে মার্কিন ম্যাগাজিন ‘ফরেন পলিসি’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি আমেরিকা পাকিস্তানের সমস্ত এফ-১৬ যুদ্ধবিমান গুনে দেখেছে। তাতে একটি যুদ্ধবিমানও কম নেই। ঘটনা গত ২৭ ফেব্রুয়ারির। ওই দিন পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় ঢুকে হামলার চেষ্টা চালায়। মিগ-২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে সেগুলি তাড়া করেন ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। আকাশে ‘ডগফাইট’-এ পাকিস্তানের একটি যুদ্ধবিমান ধ্বংস করেন অভিনন্দন। যদিও তার মিগ-২১ বাইসনও ধ্বংস হয় পাক বিমানবাহিনীর মিসাইলে। তারপর পাক সেনার হাতে বন্দি হওয়া এবং দেশে ফিরে আসার পর্ব। ওই ঘটনার পরই ভারতের তিন বাহিনীর শীর্ষ কর্তারা একটি সাংবাদিক বৈঠকে দাবি করেন, অভিনন্দন বর্তমান পাকিস্তানের যে যুদ্ধবিমান ধ্বংস করেন, সেটি ছিল এফ-১৬। কারণ ভারতীয় ভূখণ্ডে...