নাতি-নাতনিদের নষ্ট করতে চান অমিতাভ!
অমিতাভ বচ্চন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নাতনি আরাধ্য তাঁর কাজের টেবিলে সবকিছু ধ্বংস করতে চায়। বিরক্ত নয়, তাতে তিনি দারুণ আনন্দ পান। অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায় বচ্চনের একমাত্র সন্তান আরাধ্য। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনও দুই সন্তানের মা। মেয়ে নব্য নাভেলি আর ছেলে অগস্তা। সম্প্রতি অমিতাভ বচ্চন তাঁর এই নাতি-নাতনিদের নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি প্রত্যেককে ভালোবাসি। আমি তাদের আদর দিয়ে নষ্ট করতে চাই। এ বিষয়ে তাদের বাবা-মা যাতে আমাকে কিছু বলতে সাহস না পায়, এ জন্য আমি খুবই কর্তৃত্বপরায়ণ একটা ভাব নিয়ে থাকি।’ তিনি আরও বলেন, ‘আরাধ্য আমার টেবিলে আসে। সে সবকিছু ধ্বংস করতে চায়। আমি যে কলম দিয়ে লিখি, সেটা দিয়ে সে ল্যাপটপের সঙ্গে খেলা করে। এটা আমাকে নির্মল আনন্দ দেয়। এটা সত্যিই একটা দারুণ ব্যাপার!’ পুত্রবধূ ঐশ্বরিয়া সংসারে আসার পর বচ্চন পরিবারে কী পরিবর্তন ঘটেছে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অমিতাভ বচ্চন বলেন, ‘কিছুই বদলায়নি। তবে আগে আমার একটি মেয়ে ছিল। ঐশ্বরিয়া আসাতে আরেকজন হলো। এটুকুই।’ অতীতের আইকনিক সংলাপগুলোর নিয়ে বলি...