নাতি-নাতনিদের নষ্ট করতে চান অমিতাভ!
- Get link
- X
- Other Apps

সম্প্রতি অমিতাভ বচ্চন তাঁর এই নাতি-নাতনিদের নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি প্রত্যেককে ভালোবাসি। আমি তাদের আদর দিয়ে নষ্ট করতে চাই। এ বিষয়ে তাদের বাবা-মা যাতে আমাকে কিছু বলতে সাহস না পায়, এ জন্য আমি খুবই কর্তৃত্বপরায়ণ একটা ভাব নিয়ে থাকি।’ তিনি আরও বলেন, ‘আরাধ্য আমার টেবিলে আসে। সে সবকিছু ধ্বংস করতে চায়। আমি যে কলম দিয়ে লিখি, সেটা দিয়ে সে ল্যাপটপের সঙ্গে খেলা করে। এটা আমাকে নির্মল আনন্দ দেয়। এটা সত্যিই একটা দারুণ ব্যাপার!’
অতীতের আইকনিক সংলাপগুলোর নিয়ে বলিউডের ইতিহাসের অন্যতম সফল এই অভিনেতা বলেন, ‘এ সময়ের নায়কেরা অবলীলায় দারুণ সব সংলাপ আওড়াচ্ছে। চমৎকার সব দৃশ্য করছে। আমাদের ওই সময় সংলাপগুলো এত কৌশলী ছিল না। তবুও দর্শকেরা সেগুলো পছন্দ করেছে। এখন বলিউডে অনেক নারী তারকা রয়েছেন। বৈচিত্র্যময় সব চরিত্রে তাঁরা অভিনয় করছেন। আমাদের সময় তাঁদের জন্য মাত্র দুইটা চরিত্র ছিল, নায়িকা আর মা! আজকের বলিউডে বিভিন্ন শাখায় এত তরুণ গুণী নারী শিল্পীকে দেখে আমি আপ্লুত। এটা সত্যিই দারুণ ব্যাপার!’

২০০৮ সালে আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ‘যোধা আকবর’ ছবিতে দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এবার তিনি পর্দায় ফিরছেন পরিচালক মণি রত্মমের সঙ্গে। তামিল লেখক কালকি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে চলচ্চিত্র তৈরি করছেন তিনি। তামিল আর হিন্দি—এই দুই ভাষাতেই হবে সিনেমাটি। শোনা যাচ্ছে এই সিনেমার বাজেট ‘বাহুবলী’কেও নাকি ছাপিয়ে যেতে পারে। এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বিক্রম, কীর্তি সুরেশ, মোহন বাবু এবং কার্থি। এ ছাড়া সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন।
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসারজীবন শুরু করেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বিয়ের চার বছর পর ২০১১ সালের ১৬ নভেম্বর এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় মেয়ে আরাধ্য বচ্চন।

- Get link
- X
- Other Apps
Comments