ট্রাম্পের নিন্দা করে তদন্তের মুখে ম্যারাডোনা

ট্রাম্পের নিন্দা করে তদন্তের মুখে ম্যারাডোনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা (ডানে)। ছবি: অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা করে তদন্তের মুখে পড়েছেন ফুটবলের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।
গত সপ্তাহে মেক্সিকোতে তার ক্লাব দোরাদেস দে সিনেলোয়া একটি ক্লাবের সঙ্গে জিতে যায়। এরপর সংবাদ সম্মেলনে এই জয় তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ভেনিজুয়েলাবাসীকে উৎসর্গ করেন।
ম্যারাডোনা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের পুরো পৃথিবীর প্রধান মনে করে। সবাইকে বলে বেড়ায় যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা তাদের আছে। যে কোনো সময় সেই বোমা কোনো স্থানে ফেলতে পারে। কিন্তু মনে রাখবেন, আমাদের সঙ্গে সেটা কিছুতেই হতে দেব না এবং রাষ্ট্রদ্রোহী (ট্রাম্পকে ইঙ্গিত করে) আমাদের কিনতে পারবেন না। তিনি ট্রাম্পকে ‘পুতুল’ বলেও মন্তব্য করেন।
মেক্সিকোর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তাদের শৃঙ্খলা রক্ষা কমিটি ম্যারাডোনার মন্তব্যের তদন্ত করছে। ফেডারেশনের আইন অনুযায়ী, ফুটবলের সঙ্গে জড়িত সবাইকে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ থাকতে হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা নির্বাসিত হতে পারেন। আর্থিক জরিমানাও হতে পারে।
উল্লেখ্য, মাদুরোর সঙ্গে ম্যারাডোনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।-দ্য সান
ইত্তেফাক/এমআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা