Posts

সুপ্রভাত বাসের চালকের সাত দিনের রিমান্ড

Image
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সুপ্রভাত পরিবহনের বাসের ঘাতক চালক সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আজ বুধবার এই আদেশ দেন। এর আগে গুলশান থানা-পুলিশ আসামি বাসচালক সিরাজুলকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সিরাজুল তাঁর চালানো বাসের চাপায় আবরার নিহত হন বলে স্বীকার করেছেন। চালকের সহকারীর নাম আসামি প্রকাশ করেননি। তবে বাসমালিকের নাম বলেছেন। ঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত শুনানি নিয়ে আসামি সিরাজুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চালক সিরাজুলের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। মামলাটি তদন্ত করছেন গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম। আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার সুপ্রভাত পরিবহনের বাসের চালক সিরাজুল ইসলাম। তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ঢাকা, ২০ মার্চ। ছবি: হাসান রাজা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাংলা...

৩৭তম বিসিএস নিয়োগ পেলেন ১ হাজার ২২১ ক্যাডার

Image
প্রথম আলো ফাইল ছবি অবশেষে ৩৭তম বিসিএসে প্রতীক্ষার অবসান হলো। ১ হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে এই বিসিএসের অপেক্ষার অবসান হলো। এখন এই ক্যাডারদের বিভিন্ন স্থানে পদায়ন শুরু হবে। গত বছরের ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ১ হাজার ৩১৪ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এতে জনপ্রশাসনের প্রজ্ঞাপনে ৯৩ জন বাদ পড়লেন। সাধারণত বিভিন্ন পুলিশের প্রতিবেদন ও অন্যান্য কারণে প্রার্থীরা বাদ পড়েন। ৩৭ তম বিসিএসের বিজ্ঞাপনে ১ হাজার ২২৬ জনের কথা থাকলে ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। এ ছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়। গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করে...

পরবর্তী উত্তরসূরি ভারত থেকে, চীনকে দালাই লামার চ্যালেঞ্জ

Image
উত্তরসূরি নির্বাচন প্রসঙ্গে সরাসরি চীনকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার উত্তরসূরি আসবেন ভারত থেকেই, চীন থেকে নয়। চীন কাউকে পরবর্তী দলাই লামা হিসেবে বেছে নিলে তিব্বতিরা এবং বিশ্বের বৌদ্ধ সম্প্রদায় তাকে কিছুতেই মেনে নেবেন না। দলাই লামার এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে চীনের। প্রকাশ্যে কিছু না বললেও বেইজিং যে তিব্বত নিয়ে চাপে রয়েছে তা তাদের সাম্প্রতিক অবস্থান থেকেই স্পষ্ট। কারণ নিজেদের তাঁবেদার নাবালক বা অনুগত কোনও বৌদ্ধ ভিক্ষুকে দলাই লামার উত্তরসূরি দাঁড় করাতে চীন মরিয়া। এর ফলে ‘পুতুল ধর্মগুরু’ মাথার উপর বসিয়ে তিব্বতিদের উপর এবং বৌদ্ধ সম্প্রদায়ের উপর সব রকমভাবে নিয়ন্ত্রণ কায়েম করতে চায় চীন। এটা কিছুতেই হতে দিতে চান না দলাই লামা। কারণ তাঁবেদার ধর্মগুরু মাথার উপর বসিয়ে কমিউনিস্ট চীন তিব্বতিদের ও বৌদ্ধদের উপর নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখতে চায়। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার এ ব্যাপারে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ৬০ বছর আগে ভারতে আশ্রয় নেওয়া চতুর্দশ দলাই লামা। চীনের লালফৌজের হ...

দুই হাজার গাড়ি বহনকারী জাহাজ মহাসাগরে ডুবে গেছে

Image
ইতিলিয়ান একটি কন্টেইনার জাহাজে ভয়াবহ আগুন লেগে ফ্রান্স উপকূলের আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে।  কন্টেইনার জাহাজটি দুই হাজার গাড়ি নিয়ে ব্রাজিলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আজ  ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল সহ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহের মঙ্গলবারের এ দুর্ঘটনা শত শত লাখ ডলারের ক্ষতি হয়েছে।  তবে জাহাজটিতে থাকা ২৭ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এদিকে, ফ্রান্স উপকূলে জাহাজটি ডুবে যাওয়ার ফলে পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করতে শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। বিডি প্রতিদিন/এ মজুমদার

২ স্ত্রীর খরচ জোগাতে দিশেহারা স্বামী, ছাপালেন লাখ লাখ টাকার জাল নোট

Image
প্রতীকী ছবি। ( সংগৃহীত ) দুই স্ত্রীর একজন মডেল,অন্য জন গৃহবধূ। তাদের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলো স্বামী। তাই একপ্রকার বাধ্য হয়েই নাকি ছাপিয়েছেন কয়েক লাখ টাকার জাল টাকার নোট। এমন ঘটনা ঘটেছে ভারতে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম দেবকুমার রামরতন প্যাটেল (৩৭)। পেশায় একজন চিত্রলেখক।তিনি মুম্বাইয়ের বাসিন্দা। গত সোমবার মুম্বাইয়ের বোরিভলির এসভি রোডে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি ভারতীয় মুদ্রায় অন্তত ১৫ লাখ টাকার জাল নোট ছাপান। এরপর একটি ব্যাগ নিয়ে মুম্বাইয়ের রাস্তায় বেড়ান। এসব জাল নোট মধ্যপ্রদেশে পাচারের উদ্দেশ্য পাচারের কথা ছিল। কিন্তু তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ গ্রেফতার করে। এরপর তার বাড়ি থেকেও পুলিশ তল্লাশি চালিয়ে ২০০০, ৫০০ ও ২০০- র প্রায় ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করে। সঙ্গে একটি কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টারও উদ্ধার করে পুলিশ। আরো পড়ুন:  ‘ইদাই’- এর আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা জেরায় অভিযুক্ত ওই ব্যক্তি পুলিশকে জানায়, দুই স্ত্রীর খরচ চ...

‘ইদাই’- এর আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা

Image
ঘূর্ণিঝড় ইদাইয়ের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ লোক বিপদে আছে। ছবি: সংগৃহীত। ঘূর্ণিঝড় ইদাইয়ের আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি। সোমবার দেশটির এক রেডিওতে এ কথা বলেন তিনি। মোজাম্বিকে গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি বয়ে যায়। এর পরে দেশটিতে বন্যারও দেখা দিয়েছে। ফিলিপ বলেন, এ পর্যন্ত ৮৪ জনের বেশি লোকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমরা আশঙ্কা করছি সেটা ১ হাজার লোক ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় ইদাইয়ের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ লোক ঝুঁকিতে আছে। মোজাম্বিকের পরিবেশ মন্ত্রী সেলসো কোরেয়া বিরা আন্তর্জাতিক বিমানবন্দরে এএফপিকে বলেন, ‘আমি মনে করি এটি হচ্ছে মোজাম্বিকে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়টি দেশটির সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন আমাদের সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে মানুষকে বাঁচানো।’ আরো পড়ুন:  ক্রাইস্টচার্চে নিহতদের শোকসভায় তোপের মুখে চেলসি ক্লিনটন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মোজাম্বিকের অধিক ক্ষতিগ্রস্ত অনেক এলাকাতে এখনও প্রবেশ করা যাচ্ছে না। প্রচণ্ড বৃ...

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত: বাস পোড়ানোর চেষ্টাকারীদের প্রতিহত করলেন শিক্ষার্থীরা

Image
বাস পোড়ানোর চেষ্টাকারীদের ধাওয়া দিয়ে প্রতিহত করলেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত রাজধানীর নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০) নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় হঠাৎ সু-প্রভাত পরিবহনের একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করেন কয়েকজন। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বিইউপি'র আইআর বিভাগের শিক্ষার্থী আবু তালহা ও শামীম আল হাসান বলেন, ‌‘বাসটিতে দুই ব্যক্তি আগুন দেন। তারা বিইউপি'র ছাত্র না। আগুন ধরালে ধোয়া বের হয়। পরে ছাত্ররা ধাওয়া দিলে একজন পালিয়ে যান। আরেকজনকে ধরে ব্যাপক মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। ছাত্রদের বক্তব্য দাবি আদায়ের তাদের আন্দোলন অহিংস। সেখানে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে সু-প্রভাত বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরও পড়ুন:  ‘আসসালামু আলাইকুম’ দিয়ে বক্তব্য দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এর আগে সকাল সাড়ে ৭টায় গাজীপুরগামী সুপ্র...