Posts

প্রেমের শেষ ছিল না পলাশের

Image
নায়িকা সিমলার সঙ্গে পলাশ চট্টগ্রামে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা যুবকের নাম পলাশ আহমেদ। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা বলে ১৭এ সিটের টিকিট কাটা পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে। পিয়ার জাহান ও রেণু আক্তার দম্পতির একমাত্র ছেলে পলাশ। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট তিনি। তেমনভাবে পড়াশোনা না করলেও পলাশের জীবনে প্রেমের শেষ ছিল না। এক মেয়েকে ভালোবেসে জেল খাটার পর, আরেক মেয়েকে বিয়ে করা পলাশ সর্বশেষ চিত্রনায়িকা শিমলার সঙ্গে প্রেমের পর বিয়েও করেছিলেন। জানা যায়, পলাশ ২০১৪ সালে বগুড়া সদর উপজেলায় মেঘলা নামের এক মেয়েকে প্রথমে বিয়ে করেন। তাদের সংসারে আড়াই বছর বয়সী আয়ান নামে একটি পুত্রসন্তান আছে। এর কিছুদিন আগে আরেক মেয়েকে বিয়ের জন্য অপহরণের অপরাধে জেল খাটতে হয়েছিল তাকে। সর্বশেষ চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সেই সংসারেও তেমন স্বাচ্ছন্দ্য ছিল না। স্ত্রী শিমলার সঙ্গেই বিমান থেকে কথা বলতে চেয়েছিলেন পলাশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্রিমিনাল রেকর্ড অনুসারে, ২০১২ সালের ২২ ফেব্র“য়ারি নারায়ণগঞ্জের...

ভারতের সেরা পর্যটন কেন্দ্র সুন্দরবন

Image
ছবি: ভাস্কর মুখার্জী বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবন এবার ভারতের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে শিরোপা পেল। এই সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অবস্থিত। তবে সুন্দরবনের বেশির ভাগ অংশ পড়েছে বাংলাদেশে। পশ্চিমবঙ্গের এই ঐতিহ্যবাহী সুন্দরবন এবার ভারতের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পুরস্কৃত হয়েছে। দেওয়া হয়েছে সুন্দরবনকে ‘ইন্ডিয়া টুডে ট্যুরিজম অ্যাওয়ার্ড’। ভারতের নামী সাময়িকী ইন্ডিয়া টুডে এই নিয়ে পর্যটক এবং পাঠকদের মধ্যে ভোটের আয়োজন করে। সেখানে পর্যটক ও পাঠকেরা অনলাইনে ভোট দেন। সেই ভোটে ‘আইকনিক ল্যান্ডস্কেপ’ বিভাগে সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পুরস্কার পায় সুন্দরবন।  গতকাল সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে সুন্দরবনকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ভারতের কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী কে জে আলফোনস।

স্কাউট করলে মানবিকতা শেখা যায়: জবি উপাচার্য

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ছবি: ইত্তেফাক জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘বিশ্বাসী বন্ধু বিনয়ী সদয় প্রফুল্ল মিতব্যয়ী নির্মল রয়’ স্লোগানে নবীন সহচর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, স্কাউট একটি সুসংগঠিত প্রতিষ্ঠান। স্কাউট করলে মানবিকতা শেখা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভাররা সর্বাধিক প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড পেয়েছে তাদের মানবিক কাজের জন্য। এ সময় তিনি নবীন সহচরদের স্কাউটের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার-ইন-কাউন্সিল এর সভাপতি শেখ সাদ আল জাবের শুভ বক্তব্য ...

বইমেলায় নোবেলজয়ী কবি ভিসওয়াভা সিম্বোরস্কার কবিতা-সাক্ষাৎকার-ভাষণ

Image
ভিসওয়াভা সিম্বোরস্কার কবিতা নিয়ে অনুবাদ বইটির প্রচ্ছদ। বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে পোল্যান্ডের নোবেলজয়ী কবি ভিসওয়াভা সিম্বোরস্কার কবিতা নিয়ে অনুবাদ বই ‘পাতাহীন বৃক্ষ অথবা কালো গাছ-কঙ্কাল’। বইটি অনুবাদ করেছেন পোল্যান্ডের ওয়ারশো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মিহাউ পানাসুক এবং বাংলাদেশের কবি ও অনুবাদক অনন্ত উজ্জ্বল। বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন, টাইপোগ্রাফি করেছেন আবিদ. এ. আজাদ। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার বাতিঘর স্টলে [১২১-১২২], মূল্য: ২০০ টাকা। সিম্বোরস্কার কবিতা সর্ম্পকে দ্য নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের এর EDWARD HIRSCH বলেছেন, সিম্বোরস্কা তার কবিতায় সামগ্রিক চিন্তাভাবনার বিরুদ্ধে ব্যক্তিগত আত্মবিশ্বাসের একটি মর্যাদাপূর্ণ বিদগ্ধ যুক্তি দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। সম্ভবত তার কবিতা পৃথিবীকে রক্ষা করতে পারবে না। কিন্তু সিম্বোরস্কা কবিতা লেখার পরে এই পৃথিবীটা ঠিক আগের অবস্থায় থাকবে না। তিনি আমাদের শেখানোর চেষ্টা করেছেন, আমরা এই পৃথিবীর যে নাম দিয়েছি তাকে কীভাবে এবং কোন কৌশলে উপেক্ষা করা যায়।’ ভিসওয়াভা সিম্বোরস্কার কব...

ভারত পরমাণু বোমা ছুড়ে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে'

Image
ভারতের পরমাণু বোমা (ফাইল ছবি) ''পাকিস্তান যদি একটি পারমাণবিক বোমা দিয়ে ভারতের ওপর আক্রমণ করে, তাহলে ভারত পাল্টা অন্তত ২০টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে।'' কোনো ভারতীয় নেতা বা প্রতিরক্ষা বিশেষজ্ঞ নন, এমনই আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার জেরে নয়াদিল্লি-ইসলামাবাদ তুমুল উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অশঙ্কার কথা জানান। পাকিস্তানের সাবেক এই সেনা প্রধান আরও বলেন, "ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আবার বিপদজনক জায়গায় পৌঁছে গেছে। কোনো পারমাণবিক আক্রমণ হবে না। আমরা (পাকিস্তান) যদি ভারতকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আক্রমণ করি, তাহলে পাল্টা একই ধরনের ২০টি বোমার সাহায্যে পাকিস্তানকেই ধ্বংস করে দিতে পারে ভারত। তাই আমাদের উচিত ৫০টি বোমা নিয়ে হামলা করা। সেটা করলে ভারত ২০টি বোমা নিয়ে হামলা করতে পারবে না। আমরা কি ৫০টি বোমা নিয়ে হামলা করতে প্রস্তুত"? ...

আর্জেন্টিনায় 'রহস্যময়' প্রাণীর সন্ধান

Image
সংগৃহীত ছবি আর্জেন্টিনায় রহস্যময় এক প্রাণীর সন্ধান পওয়া গেছে। প্রথমে সেটিকে সাপ ভেবে ভুল করেছিলেন মারিয়া জুলিয়া কান্দোত্তি। কিন্তু পরে প্রাণীটিকে খুঁটিয়ে দেখে তিনি বুঝতে পারেন, এমন জীব তিনি কখনও দেখেননি। সঙ্গে সঙ্গে তার ছবি তোলেন মারিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলের সান্তা ফে প্রদেশের সান জেভিয়ার শহরের কাছেই। মারিয়া জুলিয়া কান্দোত্তি নামের ওই কৃষক ধানক্ষেতে কাজ করতে গিয়ে প্রাণীটির দেখা পান। সাপের মতো চেহারার ওই প্রাণীটির চমড়া অস্বাভাবিক রকমের কোঁচকানো। তার উপরে তার দাঁতগুলো মানুষের দাঁতের মতো।  মারিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিকটবর্তী নদী থেকে প্রাণীটি ধানক্ষেতে চলে এসেছিল। ফেসবুকে তিনি জানান, সেটি যে ঠিক কী, তা তাঁরা জানেন না। তবে প্রাণীটিকে দেখে তাঁদের রীতিমতো ভয় করছিল, সে কথা তিনি তাঁর পোস্টে লিখেছেন। পরে বিশেষজ্ঞরা মারিয়ার পোস্টটি দেখে জানান, প্রাণীটি সাপ নয়। এটি এক রকমের মাছ। এটির নাম সাউথ আমেরিকান লাংফিশ। এর বৈজ্ঞানিক নাম ‘এপিডোসাইরেন প্যারাডক্সা’। এই মাছ সরাসরি বাতাস ...

ছিনতাইয়ের চেষ্টা; বিমান থেকে যেভাবে বের হন যাত্রীরা (ভিডিও)

Image
রবিবার বিকেল থেকে আলোচনায় ছিল দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনা। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিজি-১৪৭ দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। এরপর সন্দেহভাজ ছিনতাইকারীকে বিমানের ভেতরে রেখে কর্ডন করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় কমান্ডো অভিযানের পর চট্টগ্রাম শাহ আমানত (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ‘ময়ুরপঙ্খী’র মুক্ত হয় জিম্মিদশা থেকে। মাত্র ৮ মিনিটের কমান্ডো অভিযানে প্রায় চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে। কমান্ডো অভিযানে নিহত হন ‘মাহাদী’ নামে এক ছিনতাইকারী। এদিকে অভিযানের আগে বিমানের জরুরি অবতরণের পর বিমানের যাত্রীদের মধ্যে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিমানটির ডানা দিয়ে নামতে দেখা যায়। এসময় ওই আতঙ্কিত যাত্রীদের বিমানের ডানা থেকে লাফিয়ে নিচে নামতে দেখা যায়। আর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোযাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিওটি- বিডি প্রতিদিন/হিমেল