স্কাউট করলে মানবিকতা শেখা যায়: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ছবি: ইত্তেফাক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ‘বিশ্বাসী বন্ধু বিনয়ী সদয় প্রফুল্ল মিতব্যয়ী নির্মল রয়’ স্লোগানে নবীন সহচর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, স্কাউট একটি সুসংগঠিত প্রতিষ্ঠান। স্কাউট করলে মানবিকতা শেখা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভাররা সর্বাধিক প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড পেয়েছে তাদের মানবিক কাজের জন্য। এ সময় তিনি নবীন সহচরদের স্কাউটের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার-ইন-কাউন্সিল এর সভাপতি শেখ সাদ আল জাবের শুভ বক্তব্য প্রধান করেন।সঞ্চালনায় ছিলেন, জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. এনামুল হাসান কাওছার।
এ সময় জাতীয় পর্যায়ে সমাজসেবায় অগ্রণী ভূমিকার জন্য বাংলাদেশ স্কাউটস কর্তৃক ‘ন্যাশনাল সার্ভিস এ্যাওয়ার্ড ২০১৭’ অর্জন করায় মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস এর মুখপত্র ৬৩ বছর থেকে প্রকাশিত মাসিক অগ্রদূত পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার রোভার মো. এনামুল হাসান কাওছার, স্কাউট দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরষ্কার তুলে দেন জবি উপাচার্য। সাম্প্রতিক সময়ে চকবাজারের অগ্নিকাণ্ডে ঘটনায় দায়িত্ব পালনকারী রোভার মো. এনামুল হাসান কাওছার ও মো. আহসান হাবীবকে জবি উপাচার্য ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে জবি রোভার ইন-কাউন্সিলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহাদী সেকান্দারের সঞ্চালনায় রোভার সদস্যবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/অনি
Comments