ভারতের সেরা পর্যটন কেন্দ্র সুন্দরবন

ছবি: ভাস্কর মুখার্জীছবি: ভাস্কর মুখার্জীবিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবন এবার ভারতের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে শিরোপা পেল। এই সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অবস্থিত। তবে সুন্দরবনের বেশির ভাগ অংশ পড়েছে বাংলাদেশে।
পশ্চিমবঙ্গের এই ঐতিহ্যবাহী সুন্দরবন এবার ভারতের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পুরস্কৃত হয়েছে। দেওয়া হয়েছে সুন্দরবনকে ‘ইন্ডিয়া টুডে ট্যুরিজম অ্যাওয়ার্ড’। ভারতের নামী সাময়িকী ইন্ডিয়া টুডে এই নিয়ে পর্যটক এবং পাঠকদের মধ্যে ভোটের আয়োজন করে। সেখানে পর্যটক ও পাঠকেরা অনলাইনে ভোট দেন। সেই ভোটে ‘আইকনিক ল্যান্ডস্কেপ’ বিভাগে সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পুরস্কার পায় সুন্দরবন। 
গতকাল সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে সুন্দরবনকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ভারতের কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী কে জে আলফোনস।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা