Posts

সেনায় মালবাহকের কাজ করতে এসে চরবৃত্তি! গ্রেফতার সন্দেহভাজন যুবক

Image
ধৃত নির্মল রাই। ছবি: টুইটার থেকে সংগৃহীত। পাকিস্তানে র হয়ে  চরবৃত্তি র সন্দেহ। সেনা আধিকারিকদের হাতে গ্রেফতার এক যুবক। ইন্দো-চিন সীমান্তের  অরুণাচল প্রদেশ থেকে ৬ জানুয়ারি গ্রেফতার করা হয়েছে তাকে। তুলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের হাতে। ধৃতের নাম নির্মল রাই। অসমের তিনসুকিয়া জেলার অম্বিকাপুর গ্রামের বাসিন্দা সে। গতবছর অক্টোবর থেকে অরুণাচলের আনজ-এ সেনাবাহিনীর মালবাহক হিসাবে কাজ করছিল। রাজ্য পুলিশের ডিজি এসবিকে সিংহ জানান, ‘‘নির্মল আদতে নেপালি। ২০১৬ থেকে ২০১৮ সালের মাঝামাঝি সময় পর্যন্ত দুবাইয়ে একটি বার্গার রেস্তঁরায় কাজ করত। সেখানেই পাকিস্তানি চরদের সঙ্গে আলাপ তার। ফিরে এসে অরুণাচলে সেনাবাহিনীর মালবাহক হিসাবে কাজ করতে শুরু করে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন (এলএসি) কিবিতু এবং দিচু পোস্টেই মূলত কাজ করত সে। সেখান থেকেই দুবাইয়ে পাকিস্তানি হ্যান্ডলারদের সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করত।’’  সেনা সূত্রে সংবাদমাধ্যম পিটিআইকে জানানো হয়েছে, দুবাইতেই গোপনে ছবি ও ভিডিয়ো তোলার প্রশিক্ষণ দেওয়া হয় নির্মলকে। তার পর তাকে পাঠানো হয় অরুণাচলপ্রদেশে। সেখানে ওই কাজের জন...

কালি-৫০০০: পাকিস্তান তো বটেই, কেন চিনও উদ্বিগ্ন ভারতে তৈরি এই যুদ্ধাস্ত্রে

Image
দেশ শত্রুপক্ষের আক্রমণকে প্রতিহত করতে বারেবারেই নানা ধরনের অস্ত্র আবিষ্কার করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এখন তাঁদের ভরসা ‘কালি’।

ভারত-পাকিস্তান ‘শত্রুতার’ রাজনীতি!

Image
পাকিস্তানের দিকে আঙুল তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পুলওয়ামায় হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ছবি: এএফপি চলতি মাসে বেশ বেকায়দায় পড়ে গেছে পাকিস্তান। প্রতিবেশীরা দেশটির দিকে ‘সীমান্ত সন্ত্রাসে’র অভিযোগ তুলেছে। এর মধ্যে আছে ‘চিরশত্রু’ ভারতও। ইরান ও আফগানিস্তান এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে। আর ভারত দিয়েছে শাস্তি দেওয়ার হুমকি! কিন্তু আদতেই শেষ পর্যন্ত কী হবে? ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের দিকে প্রথম আঙুল তোলে ইরান। সেদিন এক গাড়িবোমা হামলায় ইরানের এলিট নিরাপত্তা বাহিনীর ২৭ জন সদস্য নিহত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ বলছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে চালানো ওই আত্মঘাতী হামলায় পাকিস্তানের মদদ রয়েছে। ওই অঞ্চলে অনেক দিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের আনাগোনা আছে। ইরানের দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, এই বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে পাকিস্তান। সীমান্তের ওপারেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে এবং সীমান্ত অতিক্রম করে ইরানে ঢুকে হামলা চালানো হয়। ইরানের অভিযোগ, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ওই সব বিচ্ছিন্নতাবাদীকে নানা সহায়তা দিচ্ছে। যদি পাকিস্তান এর বিরুদ্ধে ব্যবস্থা...

উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষোভকারীরা

Image
ভারতের অরুণাচলে আগুন দিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। ছবি: এনডিটিভি। বিক্ষোভে জ্বলছে ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। আগুন দিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর বাড়িও পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তবে সেই সময় সেখানে ছিলেন না উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেইন। শুধু উপ মুখ্যমন্ত্রীর বাড়িতেই নয়, বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে জেলা কমিশনারের বাড়িতেও। আহত হয়েছেন পুলিশ কমিশনার পদমর্যাদার আরো এক অফিসার। নতুন করে শহরের বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। কার্ফু জারি করা হয়েছে শহরে। টহল দিচ্ছে সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে ইটানগরের ইন্টারনেট সেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি হয়নি। ঘটনার সূত্রপাত স্থায়ী বাসিন্দা হিসেবে প্রশংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে। রাজ্য সরকার অরুণাচলের ছয় সম্প্রদায়কে স্থায়ী বাসিন্দা প্রশংসাপত্র দেওয়ার কথা জানায়৷ সরকার নিযুক্ত প্যানেল এই মর্মে সুবিধাভোগীদের তালিকাও প্রকাশ করে৷ এই প্রকাশিত তালিকারই বিরোধী...

গুজব নিয়ে সরব মমতা

Image
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএনআই ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জেরে দেশটির বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। গুজবের কারণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এমন প্রেক্ষাপটে গুজবের বিরুদ্ধে তৎপর হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার রাজ্যবাসীর উদ্দেশে মমতা বলেছেন, ‘গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। সন্দেহজনক কিছু নজরে এলে পুলিশকে জানান।’ মমতার বক্তব্যের আগে রাজ্য পুলিশের মহাপরিচালকও গতকাল পশ্চিমবঙ্গবাসীকে গুজবের ব্যাপারে সতর্ক করেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে কেউ যদি গুজব ছড়িয়ে শান্ত রাজ্যকে অশান্ত করার পাঁয়তারা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য পুলিশের মহাপরিচালক বলেন, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো কিছু শেয়ার করার আগে সাবধান। সোশ্যাল মিডিয়ায় কোনো গুজব ছড়ানো হলে কেউ রেহাই পাবে না। তাদের গ্রেপ্তার করবে পুলিশ। সিএবি দপ্তরের কাছে বিক্ষোভ। ছবি: ভাস্কর মুখার্জি পাশাপাশি ডিজি প্রত্যেক জেলার পুলিশ সুপারদের যেকোনো গুজবের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি...

'পাকিস্তান একটা বোমা ফেললে, ভারত ২০টা ফেলবে'

Image
পুলওয়ামা হামলার পর ইমরান খানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরোধিতায় সরব হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ। তার তিনদিনের মধ্যেই ফের সুর বদল করেছেন তিনি।  পারভেজ মোশাররফ বলেছেন, পাকিস্তান ভারতে একটা পরমাণু বোমা ফেললে, ভারত পাল্টা ২০টা পরমাণু বোমা ফেলবে। রবিবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডনকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আবার চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এসময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, 'পাকিস্তান যদি একটি পরমাণু বোমা ভারতে ফেলে তাহলে ভারত পাল্টা ২০টি পরমাণু বোমা ফেলে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দেবে। তাই পাকিস্তান যদি প্রথমেই ৫০টি পরমাণু বোমা দিয়ে হামলা চালায় তাহলে আর ভারত ২০টি পরমাণু বোমা ফেলার সুযোগ পাবে না।' বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত

এবার 'আত্মঘাতী ড্রোন' আনছে সেই কালাশনিকভ

Image
সংগৃহীত ছবি এক সময় বিশ্বকে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল দিয়েছিল তারা। এবার সেই রুশ কোম্পানি কালাশনিকভ বিশ্ববাজারে আনছে আত্মঘাতী ড্রোন। গত সপ্তাহে আবুধাবিতে সম্পন্ন হওয়া প্রতিরক্ষা প্রদর্শনীতে সেই আত্মঘাতী ড্রোনের ছোট মডেল প্রকাশ করল কালাশনিকভ। ওই প্রদর্শনীতে বিশ্বের তাবড় অস্ত্র কোম্পানিগুলি তাদের নতুন এবং আধুনিক অস্ত্রের প্রদর্শন করে। এই আত্মঘাতী ড্রোনের নাম দেওয়া হয়েছে কেইউবি-ইউএভি। চার ফুট চওড়া, ৩০ মিনিটে ঘণ্টায় ৮০ মাইল বেগে উড়তে পারে। ছয় পাউন্ড বিস্ফোরক বহনের ক্ষমতা আছে এই ড্রোনের।  কালাশনিকভের শরিক রাশিয়ার জাতীয় অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি রস্টেকের চেয়ারম্যান সের্গেই কেমেজোভ বললেন, কালাশনিকভের যুগান্তকারী রাইফেল একে-৪৭'র মতোই কেইউবি-ইউএভিও হাল্কা, সস্তা এবং সহজে চালিত করা যাবে। যুদ্ধক্ষেত্রে এটা একটা নতুন পদক্ষেপ হবে বলেই আশা কেমেজোভের। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর