উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষোভকারীরা

উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষোভকারীরা
ভারতের অরুণাচলে আগুন দিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। ছবি: এনডিটিভি।
বিক্ষোভে জ্বলছে ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। আগুন দিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর বাড়িও পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তবে সেই সময় সেখানে ছিলেন না উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেইন।
শুধু উপ মুখ্যমন্ত্রীর বাড়িতেই নয়, বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে জেলা কমিশনারের বাড়িতেও। আহত হয়েছেন পুলিশ কমিশনার পদমর্যাদার আরো এক অফিসার। নতুন করে শহরের বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়িয়েছে।
কার্ফু জারি করা হয়েছে শহরে। টহল দিচ্ছে সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে ইটানগরের ইন্টারনেট সেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি হয়নি।
ঘটনার সূত্রপাত স্থায়ী বাসিন্দা হিসেবে প্রশংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে। রাজ্য সরকার অরুণাচলের ছয় সম্প্রদায়কে স্থায়ী বাসিন্দা প্রশংসাপত্র দেওয়ার কথা জানায়৷ সরকার নিযুক্ত প্যানেল এই মর্মে সুবিধাভোগীদের তালিকাও প্রকাশ করে৷ এই প্রকাশিত তালিকারই বিরোধীতা করছে অন্যান্য সম্প্রদায়৷ তাদের দাবি, কেন ওই ছয়’সম্প্রদায় ছাড়া অন্যান্যরা স্থায়ী বাসিন্দা প্রশংসাপত্র পাবে না? প্রকাশিত তালিকা পালটাতে হবে।
উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষোভকারীরা

দাবি আদায়ে শুক্রবার ইটানগরে রাজ্যের সচিবালয় ঘেরাও করেন আন্দোলনকারীরা। ভেতরে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে৷ পরে তা অগ্নিগর্ভ রূপ নেয়। আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ৷ পুলিশের গুলিতে নিহত হন এক আন্দোলনকারী।
বিক্ষোভের মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। মানুষ বিভ্রান্ত হয়েছে উল্লেখ করে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা