Posts

যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ, ভারত ও মমতার শোক/২০:৪৭, ২১ ফেব্রুয়ারি, ২০১৯

Image
ঢাকার চকবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আল-জাজিরা। ঢাকার চকবাজারে আগুন লেগে সরকারি হিসেবে ৮১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে ভারত, যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলাদা বিবৃতিতে শোক জানান তারা। টুইটার। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারে মন্ত্রী পেনি মরডান্ট বলেন, ‘ঢাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ আগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। চলতি সপ্তাহের শুরুতেই আমি ঢাকা সফর করেছিলাম।’ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে শোক বার্তা পাঠিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাসেনকো। তিনি বলেন, ‘আক্রান্তদের মাঝেই রয়েছে আমাদের হৃদয়।’ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শোকবার্তা পাঠিয়েছেন কুয়েত জাতীয় পরিষদের স্পি...

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

Image
পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তার প্রমাণ পেয়েছে দাবি টাইমস অব ইন্ডিয়ার। ছবি: সংগৃহীত। পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। কাশ্মীরের পুলওয়ামা হামলার পর ভারত  চরম প্রতিশোধ নিতে পারে এমন আশঙ্কায় পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এছাড়া ভারতীয় চাপের মুখে পাকিস্তান যাতে কোনও ভাবেই নতি স্বীকার না করে, ইমরান খানের সরকারকে সেই কথাই বলেছে জইশ-ই-মোহাম্মদ এর প্রধান মাসুদ আজহার। পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তার প্রমাণ পেয়েছে বলে দাবি ভারতীয় সংবাদ সংস্থা টাইমস অব ইন্ডিয়া (টওআই)। এ সংক্রান্ত দুইটি সরকারি নথি তাদের হাতে এসেছে। নথি দুটির মধ্যে একটি বেলুচিস্তানের পাকিস্তানি সেনাঘাটির এবং অপরটি পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় প্রশাসনকে (পিওকে) দেওয়া একটি নোটিশ। গত ২০ ফেব্রুয়ারি জিলানি হাসপাতালকে চিঠি দিয়ে জরুরি অবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছে কোয়েটার পাক সেনাঘাঁটি। ...

চকবাজারে অগ্নিকাণ্ড: বাদ জুম্মা দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত

Image
আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চকবাজার এলাকা। ছবি : ফোকাস বাংলা ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু আরোগ্য কামনায় আজ শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে বিশেষ দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এছাড়া তিনি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার করার জন্য অনুরোধ জানিয়েছেন। আরো পড়ুন:  ৪৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ইত্তেফাক/মোস্তাফিজ

ব্রিটিশ নাগরিকত্ব হারাচ্ছেন আইএস বধূ শামিমা/১৭:১৭, ২০ ফেব্রুয়ারি, ২০১৯

Image
২০১৫ সালে আইএসে যোগ দেয় ব্রিটিশ-বাংলাদেশি কিশোরী শামিমা বেগম। ছবি: ডেইলি মেইল। লন্ডন থেকে আইএসে যোগ দেয়া শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। তার এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দ্বৈত নাগরিক থেকে কেবল বাংলাদেশি নাগরিক হবেন শামিমা। বিবিসি। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আইএসের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছিলো বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা। পরে সিরিয়ায় আইএসের নেদারল্যান্ড থেকে আসা এক জিহাদিকে বিয়ে করে সে। আগের দুই সন্তান নষ্ট হওয়ার পর গেল সপ্তাহে শামিমা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। শামিমার নাগরিকত্ব বাতিল ঠেকাতে আইনি লড়াইয়ের কথা জানিয়েছে, তার পরিবার। তবে ব্রিটিশ নাগরিকত্ব আইন ১৯৮১ অনুযায়ী, রাষ্ট্রহীন হওয়ার শঙ্কা না থাকলে নাগরিকত্ব বাতিল করার সুযোগ রয়েছে। ব্রিটিশ আইনবিদ লর্ড ক্যারলি বলেন, শামিমা বেগমের মা বাংলাদেশের নাগরিক। সে হিসেবে বাংলাদেশি আইন অনুযায়ী শামিমাও বাংলাদেশি নাগরিক। সুতরাং ব্রিটিশ নাগরিকত্ব হারালে শামিমার রাষ্ট্রহীন হওয়ার সুযোগ নেই। ক্যালরি বলেন, এক্ষেত্রে আইনি লড়াই জটিল রূপ নেবে। শামিমার সন্তান কোন দেশের ন...

৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তি দেবে সৌদি

Image
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি সৌদি আরবের কারাগারে বন্দি ৮৫০ ভারতীয়কে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে যুবরাজ মোহাম্মদ এই নির্দেশ দেন বলে নয়াদিল্লি জানিয়েছে। খবর এনডিটিভি ও আল-জাজিরা’র ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বুধবার রাতে এক টুইটার বার্তায় জানান, আরেকটি বড় অর্জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের কারাগারে সাড়ে ৮শ’ ভারতীয় বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া ভারত থেকে দুই লাখ হজযাত্রী সৌদিতে যেতে পারবেন বলেও জানিয়েছেন যুবরাজ। এর আগে বুধবার প্রধানমন্ত্রী মোদী এবং যুবরাজ বিন সালমান দ্বিপাক্ষিক বৈঠক করেন। তারা সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দেন। যুবরাজ কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার নিন্দা জানান। গত মঙ্গলবার রাতে দিল্লিতে আসেন যুবরাজ বিন সালমান। এর আগে তিনি পাকিস্তান সফর করেন। আরো পড়ুন:  পাক-ভারত ইস্যুতে আতিফের গান মুছে দিলো টি-সিরিজ সৌদি যুবরাজ গতকাল চীনে পৌঁছান। চীনের প্রেসিডে...

সৌদি থেকে পালানো দুই ইসলামত্যাগী কিশোরী আটক

Image
সৌদি আরবে তাদের ওপর অনেক নির্যাতন চালানো হয় বলে উল্লেখ করেছেন ওই দুই কিশোরী। ছবি: সংগৃহীত। আবারো বাড়ি থেকে পালানো দুই ইসলামত্যাগী সৌদি তরুণীকে হংকংয়ের বিমান বন্দরে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ওই দুই তরুণী জানায়, তারা হংকং থেকে অস্ট্রেলিয়ায় যাচ্ছিলো এমন সময় সৌদি কর্তৃপক্ষ তাদের আটকে দেয়। ওই দুই তরুণী এক বিবৃতিতে জানায়, তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছেন এবং তাদের সৌদিতে নিয়ে গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই দুই সৌদি তরুণীর একজনের বয়স ২০ আরেক জনের বয়স ১৮। তারা একে অপরের বোন। ওই দুই তরুণীর প্রতিনিধি জানায়, গত বছরের সেপ্টেম্বরে সৌদি থেকে হংকংয়ে তারা পালিয়ে আসে এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার পরিকল্পনা করেন। তারা দীর্ঘ দিন ধরে সৌদিতে নানা নির্যাতনের স্বীকার হয়েছেন বলে উল্লেখ করেছেন। হংকংয়ে ৬ মাস ধরে লুকিয়ে বসবাস করছিলেন তারা। এক বিবৃতিতে ওই দুই তরুণী জানান, আমরা আমাদের নিরাপত্তার জন্য বাড়ি থেকে পালিয়েছি, আমরা আশা করছি আমরা এমন একটি দেশে আশ্রয় পাবো যেখানে নারীদের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং নারীদের সমান চোখে দেখা হয়। বিবৃতিটি বিশিষ্ট আইনজীবী মাইকেল ভিলার শেয়ার করেছেন। এর আগেও সৌ...

সিরিয়ায় ২শ’ মার্কিন সৈন্য থাকবে: হোয়াইট হাউস

Image
গত বছর সিরিয়া থেকে প্রায় দুই হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৈন্য প্রত্যাহার করে নেয়ার পরও দেশটিতে প্রায় ২শ’ মার্কিন সৈন্য থেকে যাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ সেন্ডার্স বলেন, ‘সিরিয়ায় একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রায় ২শ’ সৈন্যের ছোট একটি শান্তিরক্ষী দল থেকে যাবে।’ ট্রাম্পের ৩০ এপ্রিলের মধ্যে সিরিয়া থেকে ২ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণাটির যখন তীব্র সমালোচনা হচ্ছে ঠিক তখনই হোয়াইট হাউস একথা জানালো। ট্রাম্পের নিজের রিপাবলিকান দলীয় সদস্যরা তার ওই ঘোষণার সমালোচনা করেছেন। আরো পড়ুন:  যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান আইএস পরাজিত হয়েছে উল্লেখ করে ডিসেম্বর মাসে ট্রাম্প সিরিয়া থেকে প্রায় দুই হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও এখনো কয়েক হাজার জিহাদি সিরিয়ায় তাদের শেষ ঘাঁটি দখলে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ইত্তেফাক/এসআর