যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ, ভারত ও মমতার শোক/২০:৪৭, ২১ ফেব্রুয়ারি, ২০১৯

যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ, ভারত ও মমতার শোক
ঢাকার চকবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আল-জাজিরা।
যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ, ভারত ও মমতার শোক
ঢাকার চকবাজারে আগুন লেগে সরকারি হিসেবে ৮১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে ভারত, যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আলাদা বিবৃতিতে শোক জানান তারা। টুইটার।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারে মন্ত্রী পেনি মরডান্ট বলেন, ‘ঢাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ আগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। চলতি সপ্তাহের শুরুতেই আমি ঢাকা সফর করেছিলাম।’
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে শোক বার্তা পাঠিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাসেনকো। তিনি বলেন, ‘আক্রান্তদের মাঝেই রয়েছে আমাদের হৃদয়।’
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শোকবার্তা পাঠিয়েছেন কুয়েত জাতীয় পরিষদের স্পিকার মারজুক আল-ঘানিম।
শোক জানিয়েছে ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘ঢাকায় মর্মান্তিক আগুনে প্রাণহানির ঘটনায় ভারত শোকাহত। আমরা হতাহতদের স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। ঘনিষ্ঠ প্রতিবেশী ও পার্টনার হিসেবে একই শোকের সময়ে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে আছি।’
যুক্তরাজ্য, কুয়েত, বেলারুশ, ভারত ও মমতার শোক

বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে পুড়ে ৮১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান। তবে পরে তিনি সংশোধন করে ৬৭ জনের মৃত্যুর কথা জানান। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য