সরিষার মাঠে ক্ষিতিশ বিশ্বাসের মধু সংগ্রহ
নওপাড়ায় সবচেয়ে বড় সরিষার মাঠে এবার নাটোরের বড় হরিশপুর থেকে এসেছেন মৌচাষী ক্ষিতিশ বিশ্বাস। ছবি: ইত্তেফাক নাটোরের বাগাতিপাড়ায় মৌসুমের শেষ মুহূর্তে সরিষা ফসলের মাঠে মৌচাষীরা বাণিজ্যিকভাবে মধু উৎপাদন ও সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মাস ব্যাপী বিভিন্ন অঞ্চল থেকে মৌমাছির বাক্সসহ তারা এসব মাঠে অবস্থান করছেন। সরিষা ফুল শেষ হয়ে এলেও এ সব মাঠ এখনও যেন মৌমাছির মৌ মৌ গুঞ্জনে মুখরিত হয়ে আছে। একদিকে মৌ-চাষিরা মধু সংগ্রহ করে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন, অন্যদিকে সরিষার ফলনও বাড়ছে। জানা গেছে, উপজেলার বিভিন্ন অঞ্চলে ভ্রমমাণ মৌচাষীরা রবি মৌসুমের শুরুতে সরিষার মাঠে মাঠে মৌমাছির বাক্স নিয়ে হাজির হন। স্থানীয় মৌচাষীদের পাশাপাশি ভ্রমমাণ মৌচাষীরাও বড় আকারের সরিষা মাঠ বেছে নিয়ে অবস্থান নেন। চলতি বছর এ উপজেলায় প্রায় ২৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে। নওপাড়ায় সবচেয়ে বড় সরিষার মাঠে এবার নাটোরের বড় হরিশপুর থেকে এসেছেন মৌচাষী ক্ষিতিশ বিশ্বাস। তার স্থায়ী নিবাস ঠাকুরগাঁও জেলায়। বুধবার দুপুরে বাগাতিপাড়ার নওপাড়া সরিষার মাঠে গিয়ে কথা হয় তার সাথে। তিনি জানালেন, ২০০৫ সালে বাণিজ্যিকভাবে মৌচাষ শু...