৩ দিবসকে কেন্দ্র করে বগুড়ায় ফুল বিকিকিনির মহোৎসব

পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই বগুড়ায় ফুল ব্যবসায়ীদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। ছবি: ইত্তেফাক
জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’ দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়ো, হে অনুরাগী! ছন্দের যাদুকর সতেন্দ্রনাথ দত্তের এই লাইন গুলো বাঙালির ওপর যেন বিশেষভাবে ভর করে ফেব্রুয়ারি মাসেই। এ মাসেই থাকে বসন্ত বরণ, ভালোবাসা দিবস। থাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো বড় আয়োজন। আর এই দিন গুলো উদযাপনের অন্যতম অনুষঙ্গ হলো ফুল। তাই ফেব্রুয়ারি মাসকে ঘিরে বগুড়ায় চলে ফুল বিকিকিনির এক মহোৎসব।
ফুল ব্যবসায়ীদের কাছে পুরো ফেব্রুয়ারি মাস বিশেষ উৎসবের। তিনটি দিবসকে ঘিরে চাহিদা পূরণে বগুড়ার ফুল ব্যবসায়ীরা বাহির থেকে ফুল আমদানি করে থাকেন। মাসব্যাপী তাদের থাকে বিশেষ প্রস্তুতি।
বগুড়ার ফুল ব্যবসায়ীদের তথ্যমতে, এ বছর অর্ধ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বগুড়ার কয়েকশ ফুল চাষি ৩০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার ফুল চাষের সঙ্গে সম্পৃক্ত। তারা জারবেরা, গাঁদা, জিপসি, রডস্টিক, চন্দ্র মল্লিকাসহ নয় ধরণের ফুলের চাষ করে থাকেন।
আরো পড়ুন: ‘বসন্ত ভালোবাসায় খুশির উৎসব’
শহরের শহীদ খোকন পার্ক সংলগ্ন একটি মাত্র ফুলের মার্কেট বগুড়ায়। ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ দাস জানান, বগুড়ায় ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে চাহিদা অনুযায়ী ফুল সরবরাহ করতে তাদের হিমশিম খেতে হয়। নিজেদের চাষ করা ফুল ছাড়াও যশোর থেকে ফুল আমদানি করে চাহিদা মেটানো হয়।
ইত্তেফাক/অনি
Comments