Posts

https://sumonblogspot.blogspot.com

https://sumonblogspot.blogspot.com

‘মোদি নয় মাডি, দুর্নীতির ঠাকুরদা’

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: প্রথম আলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এই রাজ্যে চলছে দুর্নীতিবাজদের সরকার।’ মমতাও কম যান না! মোদিকে বিদ্রূপ করে ডাকছেন ‘মাডি’ (কর্দমাক্ত), ‘দুর্নীতির ঠাকুরদা’ বলে। গতকাল শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপির এক জনসভায় ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে তিনি পশ্চিমবঙ্গের মমতা সরকারকে ‘দুর্নীতিবাজ সরকার’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, সারদা, রোজভ্যালি, নারদ—এসব চিটফান্ড দুর্নীতিকাণ্ড থেকে এবার কেউ পার পাবে না। জড়িত আর কাউকে ছাড়া হবে না। হটিয়ে দিতে হবে বাংলার দুর্নীতিবাজ এই মমতা সরকারকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: প্রথম আলো মোদির এই ভাষণের পর তেলেবেগুনে জ্বলে ওঠেন মমতা। গতকাল বিকেলে তড়িঘড়ি করে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলন করে একহাত নেন মোদিকে। বলেন, ‘মোদি তো দুর্নীতির গুরুঠাকুর। ঠাকুরদা। চোরের মায়ের বড় গলা! যিনি দুর্নীতির কথা বলছেন, সেই মোদিই তো দুর্নীতির গুরুঠাকুর। এই রকম এক ব্যক্তিকে ভারতের প্রধ...

নতুন আরও এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান

Image
বৃহস্পতিবার ইরানের রেভল্যুশনারি গার্ডস ‘দেজফুল’ নামের নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। ছবি: এএফপি ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক সপ্তাহের ব্যবধানে ইরান আবারও একটি নতুন ক্ষেপণাস্ত্রের জানান দিয়েছে। বৃহস্পতিবার দেশটির রেভল্যুশনারি গার্ডস ‘দেজফুল’ নামের নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। সরকারি সংবাদ সংস্থা সেপাহ ছবিসহ খবর প্রকাশ করে জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১ হাজার কিলোমিটার। এর আগে গত শনিবার ‘হোভাইজাহ’ নামের নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় তারা। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে একটি মাইলফলক চুক্তি সই হয়। গত বছরের মেতে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যায়। কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওই চুক্তিতে ফাঁক রয়ে গেছে। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধের কোনো কথা নেই। এরপরই ট্রাম্প ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা তাঁর অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত করেন। এ জন্য নতুন অবরোধসহ যুক্তরাষ্ট্রের অব্যাহত কূটনৈতিক চাপে ইরান কিছুটা বিপর্যস্তও। এরই...

হিমাচলে ভয়াবহ তুষারপাত, ১১শ’ সড়ক বন্ধ

Image
সংগৃহীত ছবি কয়েকদিনের অব্যাহত তুষারপাতে ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ১১শ’ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় পানি সরবরাহ লাইনেও জটিলতা দেখা দিয়েছে। এদিকে, আগামী কয়েকদিন তুষারপাত অব্যাহত থাকার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এরইমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।  এদিকে তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল পর্যন্ত বেশ কিছু সড়কে জমে থাকা তুষার সরিয়ে নেওয়া হয়েছে। তবে শনিবারের মধ্যে সব সড়ক যেন যোগাযোগ উপযোগী হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পানি সরবরাহ লাইন ও বিদ্যুৎসংযোগ লাইনের জটিলতা নিরসনে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশনাও দিয়েছেন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর।  এছাড়া জনগণের জন্য প্রয়োজনীয় সেবা চালু রাখতে সরকারের পক্ষ থেকে ৩৫ কোটি রুপি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিডি প্র...

জার্মানিতে ভবনে আগুন, নিহত ৫

Image
সংগৃহীত ছবি পশ্চিম জার্মানিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দেশটির কায়সারস্লাউটার্ন শহরের নিকটবর্তী উপ শহর লামব্রেচটের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, ঘটনাটি টেকনিক্যাল ডিফেক্ট বা অবহেলার কারণেই হয়ে থাকতে পারে। এছাড়া কোনো ষড়যন্ত্রও হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন তারা। দেশটির পুলিশ ও প্রসিকিউটর জানিয়েছেন, রাতে ভবনটির উপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

যুক্তরাষ্ট্রের দেওয়া ত্রাণের দরকার নেই: মাদুরো

Image
কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় আটকে আছে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ সামগ্রী। ছবি: সংগৃহীত। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ত্রাণ প্রত্যাখ্যান করেছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার তিনি যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণকে ‘লোক দেখানো মানবিকতা’ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় আটকে আছে। সেখানে অবস্থানরত স্বেচ্ছাসেবকরাও অবস্থান করছেন। মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র এসব ত্রাণ পাঠানোর অন্তরালে ভেনেজুয়েলায় অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, আমরা মানবিক ত্রাণের এই প্রদর্শনী দেখাতে দেব না। কারণ আমরা কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করি না। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ময়দা, মরিচ, চাল এবং রান্নার তেল এবং ব্যক্তিগত টুথব্রাশ এবং সাবান, পাঠিয়েছে। এসব অনুদান ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর অনুরোধে মার্কিন সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে বলা হয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার একটি হাসপাতাল জানায়, সেখানে গত সপ্তাহে ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশু দূষিত খাবার ও পানির কারণে বিভি...

রং-বেরঙের বই আর ছড়ায় নজর শিশুদের

Image
বাবার কাঁধে বসে বইমেলায় এসেছে এই খুদে পাঠক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম বাংলা একাডেমি যাওয়ার রাস্তাটায় হলুদ শাড়ি পরা মা নাজমুন নাহারের সঙ্গে স্ট্রলারে ছোট্ট ফুটফুটে এক মেয়ে যার পরনেও হলুদ জামা। সঙ্গে ছিল চার বছরের আরেক মেয়ে নায়রা। মা-মেয়ে সবাই হলুদ পরেছে। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে তাঁরা যাবেন। নায়রা উন্মুখ হয়ে আছে কখন সিসিমপুরের ইকরিরা হাজির হবে। অমর একুশে গ্রন্থমেলায় ছুটির দিনগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে শিশু প্রহর। এ সময়টায় মা–বাবার হাত ধরে মেলায় আসে ছোট্ট বইপ্রেমীরা। কেউ কেউ বই পড়তে না জানলেও পরিবেশের সঙ্গে পরিচিত করার জন্য শিশুদের নিয়ে আসেন অভিভাবকেরা। বইমেলার এক সপ্তাহ পার হলো। আজ শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয় শিশু প্রহর। একটি স্টলে সাজানো অনেক বই থেকে নিজের বইটি খুঁজে নিচ্ছে একজন। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে সোজা গেলেই শিশু চত্বর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। একই রঙের পোশাক পরে আসা সেই মা নাজমুন নাহার প্রথম আলোকে জানান, তাঁর ...