রং-বেরঙের বই আর ছড়ায় নজর শিশুদের
- Get link
- X
- Other Apps
বাংলা একাডেমি যাওয়ার রাস্তাটায় হলুদ শাড়ি পরা মা নাজমুন নাহারের সঙ্গে স্ট্রলারে ছোট্ট ফুটফুটে এক মেয়ে যার পরনেও হলুদ জামা। সঙ্গে ছিল চার বছরের আরেক মেয়ে নায়রা। মা-মেয়ে সবাই হলুদ পরেছে। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে তাঁরা যাবেন। নায়রা উন্মুখ হয়ে আছে কখন সিসিমপুরের ইকরিরা হাজির হবে।
শিশু চত্বরে খেলার একটি জায়গা করা হয়েছে। সাড়ে ১১টার পর সেখানে আসেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহযোগিতায় পরিচালিত জনপ্রিয় কার্টুন সিসিমপুরের চরিত্রদের নিয়ে মিলার শিশুদের সঙ্গে মজার সময় কাটান। চোখের সামনে শিকু, ইকরি, হালুম ও টুকটুকিকে পেয়ে শিশুরা বেশ আনন্দিত হয়।
অভিভাবকদের সঙ্গে ছাড়াও কয়েকটি স্কুলের শিক্ষার্থীদেরও নিয়ে এসেছেন শিক্ষকেরা। বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এসেছে। ওই স্কুলের রিয়াদ আহমেদ বলে, প্রতিবছরই ওদের স্কুল থেকে বইমেলায় নিয়ে আসা হয়। পছন্দমতো বই কেনে ওরা।
একটি স্টলে বই দিয়ে ম্যাজিক দেখানো হচ্ছিল। সেটা দেখে শিশুরা বেশ মজা পাচ্ছিল। নাঈম ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘এবার বইমেলায় শিশু চত্বরের পরিসরটা বেশ ভালো হয়েছে। একদম ছোট বাচ্চারা হয়তো বই পড়তে পারে না। কিন্তু এই পরিবেশের সঙ্গে অভ্যস্ত করানোর জন্যও ওদের আনা উচিত। দেখতে দেখতেই আগ্রহী হবে।’
পছন্দের বইটি হাতে আঁকড়ে ধরে আছে ছোট্ট মুহাইমিনা তানিম। এক স্টল থেকে সে অনেকগুলো বই কিনেছে। কিন্তু ওই বইটি ছাড়া সে বাসায় যাবে না। মা সেলিনা খানম বলেন, ‘একই বই আরও একটা আছে। আরও স্টল ঘুরিয়ে অন্যান্য বই কেনার জন্য বললাম, কিন্তু বায়না ধরে আছে সে এই বই ছাড়া নড়বে না।’

- Get link
- X
- Other Apps
Comments