Posts

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে সাংবাদিক সমাজ ভূমিকা রাখতে পারে’

Image
শিল্পমন্ত্রণালয়ে বিজেএফসিআই কর্মকর্তাদের সাথে মতবিনিয় সভা। ছবি: ইত্তেফাক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সাংবাদিক সমাজ বিশেষ ভূমিকা রাখতে পারে। শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাথে সাংবাদিকদের একসাথে কাজ করার আহ্বান তিনি। বৃহস্পতিবার শিল্পমন্ত্রণালয়ে সিনিয়র সাংবাদিকদের সংগঠণ বাংলাদেশ জার্নালিস্ট ফাউন্ডেশন ফর কনজুমারস অ্যান্ড ইনভেস্টরসের (বিজেএফসিআই) কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় বিজেএফসিআই-এর চেয়ারম্যান ফারুক আহমেদ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সুষ্ঠু সমাজ গঠনে এবং দেশের প্রবৃদ্ধি অর্জনে সাংবাদিকদের ভূমিকাকে আরো বেগমান ও ইতিবাচক দিকে প্রবাহিত করার জন্য বিজেএফসিআই কাজ করে যাচ্ছে। আরো পড়ুন:  বাবার মরদেহ বাড়িতে, কান্না চেপে পরীক্ষায় অংশ নিলো তাওসিফ দেশকে একটি সমৃদ্ধ ও মধ্যম আয়ের দেশে উন্নীত করতে বিজেএফসিআই’র সদস্যরা সরকার ও উন্নয়ন সহযোগীদের সাথে একসাথে কাজ করতে বদ্ধপরিকর। সভায় অন্যান্যদের মধ্যে বিজেএফসিআই’র ভারপ্রাপ্ত মহাসচিব দীপক আচার্য, ভাইস...

স্ত্রীর পরকীয়া সইতে না পেরে এবার রাজবাড়ীতে স্বামীর 'আত্মহত্যা'

Image
প্রতীকী ছবি চট্টগ্রামের পর এবার রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর পরকীয়া প্রেম সইতে না পেরে ২ সন্তানের জনক ফিরোজ শেখ নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরকীয়া প্রেমিক আব্দুর রব শেখকে গ্রেফতার করেছে পুলিশ।  ফিরোজ শেখের ভাতিজা মাহফুজুর রহমান মিলন গণমাধ্যমকে জানিয়েছেন, নিজের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক মেনে নিতে না পেরে গত শুক্রবার বিকেলে তার চাচা ফিরোজ শেখ কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে কয়েকটি হাসপাতাল ঘুরে গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে পার্শ্ববর্তী গ্রামের ইজিবাইক চালক আব্দুর রব শেখের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ফিরোজ শেখের স্ত্রী তাসলিমা। এরপর তারা পালিয়ে অন্যত্র চলেও যায়। কিন্তু সপ্তাহখানেক পর স্থানীয়দের চাপে আব্দুর রব তাসলিমাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিতে বাধ্য হয়। এরপরও তাসলিমা ও আব্দুর রব যথারীতি পরকীয়া স...

বইমেলায় হিরো আলমের লেখা বই

Image
'দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো' না, এটা কোনো স্লোগান নয়। এটি একটি বইয়ের নাম। আর জীবনী বিষয়ক সেই বইটি লিখেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সৌরভ আলম সাবিদের সম্পাদনায় বইটি বাজারে এনেছে তরফদার প্রকাশনী। এটি অমর একুশে গ্রন্থমেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটিতে হিরো আলমের জীবনের উত্থান-পতনের নানা দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আগামী ১১ তারিখ থেকে হিরো আলম বইমেলায় বসে ভক্তদের অটোগ্রাফ দেবেন বলেও জানিয়েছেন লেখক নিজেই। বই লেখার বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেছেন, 'আমার সম্পর্কে না জেনেই আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়। কিন্তু পর্দার ওপারে হিরো আলমকে কয়জন চেনেন?'  বইটি অন্তত একবার পড়া কিংবা খুলে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'আমার জীবনটা কতটুকু কষ্টের মধ্যে পার হয়েছে এবং কতটুকু পরিশ্রমের মাধ্যমে আমি হিরো আলম হয়েছি সেটা কেবল আমি জানি। তবে বইটি পড়লে আপনারাও সেটা জানতে পারবেন। এতটুকু পারি, বইটি পড়ার পর আপনারা আমাকে নিয়ে আর হাসি-ঠাট্টার পরিবর্তে উৎসাহ দেবেন। বইমেলার পাশপাশি বইটি অনলাইন বিপনন প্রতিষ্ঠান রকমারি ডটকমে ( https://www.rokomari.com/bo...

যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় বিমানবাহী পরমাণু রণতরি নির্মাণ করছে চীন

Image
ফাইল ছবি মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে পরমাণু সক্ষমতা সম্পন্ন চারটি বিমানবাহী রণতরি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে চীন। ২০৩৫টি সালের মধ্যে ছয়টি বিমানবাহী রণতরি পানিতে নামাবে এবং এর মধ্যে চারটির পরমাণু সক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীকে আধুনিকায়নের পর্ব এরই মধ্যে দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে দেশটি। এরই অংশ হিসেবে চীনা নৌবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ এবং মোকাবেলা করার উচ্চাভিলাষী পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে। বর্তমানে চীনের একটি মাত্র বিমানবাহী রণতরি রয়েছে। কয়েক দশকব্যাপী নিরলস তৎপরতার মধ্য দিয়ে চীনের গণমুক্তি ফৌজ নৌবাহিনী বিশ্বের পরাশক্তিমানের প্রায় সমতুল্য বিমানবাহী রণতরি প্রযুক্তি অর্জন করেছে। কিন্তু এখনো চীন এ ক্ষেত্রে যুদ্ধ অভিজ্ঞতার বিষয়ে পিছিয়ে রয়েছে। গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরে কোনো কোনো দ্বীপের ওপর চীনের সার্বভৌমত্বের দাবির বিরোধিতা করছে আঞ্চলিক এক বা একাধিক দেশ। যুক্তরাষ্ট্র এসব দেশকে সমর্থন যুগিয়ে চলেছে। সূত্র : পার্সটুডে বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

উ. কোরিয়ার সঙ্গে দ্বিতীয় বৈঠকের ঘোষণা ট্রাম্পের

Image
স্টেট ওব দ্য ইউনিয়নে ৮২ মিনিট ধরে বক্তৃতা দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত। স্টেট অব দ্য ইউনিয়নে ৮২ মিনিট ধরে বক্তৃতা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা দেন। ট্রাম্প স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণকালে চলতি মাসে উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা দেন। ভিয়েতনামে এ মাসের ২৭-২৮ তারিখ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এছাড়া ভাষণে ট্রাম্প রাজনৈতিক ঐক্যের ডাক দেন। এসময় ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে দেয়াল অবশ্যই নির্মাণ করতে হবে বলে ট্রাম্প উল্লেখ করেন। ভাষণে ট্রাম্প বলেন, আমাদের অবশ্যই দেয়াল নির্মাণ করতে হবে। বক্তৃতাকালে কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষধের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইত্তেফাক/এসআর

মোদির মতোই দেশ চালাচ্ছেন ট্রাম্প: যোগী আদিত্যনাথ

Image
ফাইল ছবি। নির্বাচনী প্রচারণায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মত প্রশাসন চালানোর কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি মোদিকে অনুসরণ করেই আমেরিকা চালাচ্ছেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের পুরুলিযার এক জনসভায় এমনটাই দাবি করলে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর টাইমস অব ইন্ডিয়ার। জনসভায় আদিত্যনাথ বলেন, ২০১৬ সালে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তাঁর এক ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব যে ভাবে ভারতে কাজ হচ্ছে, সেই একই ভাবে তিনি আমেরিকায় কাজ করবেন। তার দাবি ক্ষমতায় যাওয়ার পরও সেই প্রতিশ্রুতি মেনে চলছেন ট্রাম্প। মঙ্গলবার রাজ্যের দুই জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দুটি সভা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যানাথের। দুটিতেই হেলিকপ্টার নামার নির্দেশ দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। পরে সড়ক পথে পুরুলিয়ার জনসভায় যান যোগী। পশ্চিমবঙ্গ প্রশাসন যোগী আদিত্যনাথের হেলিকপ্টার ল্যান্ড করার অনুমতি না দেয়ার পর থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝা...