মোদির মতোই দেশ চালাচ্ছেন ট্রাম্প: যোগী আদিত্যনাথ

ফাইল ছবি।
নির্বাচনী প্রচারণায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মত প্রশাসন চালানোর কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি মোদিকে অনুসরণ করেই আমেরিকা চালাচ্ছেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের পুরুলিযার এক জনসভায় এমনটাই দাবি করলে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জনসভায় আদিত্যনাথ বলেন, ২০১৬ সালে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তাঁর এক ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব যে ভাবে ভারতে কাজ হচ্ছে, সেই একই ভাবে তিনি আমেরিকায় কাজ করবেন। তার দাবি ক্ষমতায় যাওয়ার পরও সেই প্রতিশ্রুতি মেনে চলছেন ট্রাম্প।
মঙ্গলবার রাজ্যের দুই জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দুটি সভা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যানাথের। দুটিতেই হেলিকপ্টার নামার নির্দেশ দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। পরে সড়ক পথে পুরুলিয়ার জনসভায় যান যোগী।
পশ্চিমবঙ্গ প্রশাসন যোগী আদিত্যনাথের হেলিকপ্টার ল্যান্ড করার অনুমতি না দেয়ার পর থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি।

জনসভায় দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোর আক্রমণ করেন আদিত্যনাথ। সারাদ চিটফান্ড কেলেংকারি প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্থ আধিকারিকদের সিবিআই-এর হাত থেকে বাঁচাতে চাইছেন। যার জন্য তিনি সিবিআই এর বিরুদ্ধে ধর্নায় বসেছেন। এই ঘটনা খুবই নিন্দনীয় ও লজ্জার।’
ইত্তেফাক/টিএস
Comments