উ. কোরিয়ার সঙ্গে দ্বিতীয় বৈঠকের ঘোষণা ট্রাম্পের

স্টেট ওব দ্য ইউনিয়নে ৮২ মিনিট ধরে বক্তৃতা দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত।
স্টেট অব দ্য ইউনিয়নে ৮২ মিনিট ধরে বক্তৃতা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা দেন।
ট্রাম্প স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণকালে চলতি মাসে উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা দেন।
ভিয়েতনামে এ মাসের ২৭-২৮ তারিখ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এছাড়া ভাষণে ট্রাম্প রাজনৈতিক ঐক্যের ডাক দেন। এসময় ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে দেয়াল অবশ্যই নির্মাণ করতে হবে বলে ট্রাম্প উল্লেখ করেন। ভাষণে ট্রাম্প বলেন, আমাদের অবশ্যই দেয়াল নির্মাণ করতে হবে।
বক্তৃতাকালে কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষধের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসআর
Comments