বরফে ঢাকা ৬ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বিয়ের আসরে বরযাত্রী!
বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল বেশ কয়েকমাস আগে। অতিথিদের তালিকাও ছিল যথেষ্ট লম্বা। কিন্তু বিয়ের দিন যতই এগিয়ে আসতে থাকে, ততই তুষারে ঢেকে যেতে শুরু করল চতুর্দিক। তা দেখে অতিথিরা অনেকেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন। কিন্তু বরযাত্রীরা ঘটালেন অবাক কাণ্ড। ৬ কিলোমিটার রাস্তা হেঁটে বিয়ের আসরে পৌঁছলেন তারা। ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। ত্রিইয়ুগিনারায়ণ গ্রাম থেকে প্রায় ৮০ জন বরযাত্রী রওনা দিয়েছিলেন বিয়ের আসরের উদ্দেশে। হঠাৎই তুষারপাত শুরু হয়। আটকে পড়ে গাড়ি। কিন্তু সময়ের মধ্যে বিয়ের আসরে পৌঁছাতে না পারলে অনুষ্ঠানই যে পণ্ড হয়ে যাবে! তাই বাধ্য হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে হেঁটে স্ত্রীর বাড়ির উদ্দেশে রওনা দিলেন হবু বর। বরযাত্রীর দলে ছিলেন পাত্রের মামা, বোনসহ মাত্র ২৫ জন। বরযাত্রীর দলে ছিল বেশ কয়েকজন খুদেও। পাত্রের পিছু পিছু গাড়ি থেকে নেমে বাধ্য হয়ে হাঁটতে শুরু করে তারাও। তাতে যদিও কিছুই আসে যায় না শিশুদের। বরং বরফের মাঝে হাঁটতে বেশ আনন্দই পায় তারা। দিব্যি খেলা করতে করতেই গন্তব্যে পৌঁছায় শিশুরা। বরের ভাই আশিষ গায়...