Posts

আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা জুলাইয়ে

Image
আসামের নাগরিকপঞ্জির সংশোধনের আবেদন জমা নিচ্ছেন এক নারী কর্মী। ফাইল ছবি। আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের দিনক্ষণ ঠিক করে দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে এ তালিকা করতে হবে। এবং এরপর আর সময় বাড়ানো হবে না। বৃহস্পতিবার এ আদেশ দেয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি। বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশকারী চিহ্নিত করতে এ তালিকা তৈরি করা হয়। ২০১৮ সালের জুলাইয়ে আসামে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন বা নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। তাতে দেখা যায় প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। যাদের বেশিরভাগই বাংলাভাষী মুসলিম। তাদের অবৈধ বাংলাদেশি হিসেবে দেখা চায় বিজেপি। তালিকাটির ব্যাপারে অভিযোগ জানানো এবং সংশোধনের আবেদন করার শেষ সময় দেয়া হয় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এখন যাচাই-বাছাই শেষে ৩১ জুলাইয়ের মধ্যে তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেয়া হলো। মোট ৩.২৯ কোটির মধ্যে ২.৮৯ কোটি মানুষের নাম ওঠে তালিকায়। বিরোধীদের অভিযোগ, মুসলিমদের দেশছাড়া করতে আসামে এই পন্থা নিয়েছে বিজেপি সরকার। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, বৈধ নাগরিকদের চিহ্নিত করতেই তারা এই উদ্যোগ নিয়...

‘ফুটবলার সালাকে উদ্ধারের কোন আশা নেই’

Image
ইংলিশ প্রিমিয়ার লিগের আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা। ফাইল ছবি। ইংলিশ প্রিমিয়ার লিগের আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার বিধ্বস্ত হওয়া বিমানের খোঁজে চালানো উদ্ধার অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিমানটি খুঁজে পাওয়ার তেমন আশা নেই বলেও মন্তব্য করেছেন এক উদ্ধারকর্মী। খবর বিবিসির। সোমবার (২১ জানুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার উদ্দেশে ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফ যাত্রা সালার বিমান। পরে ইংলিশ চ্যানেলের পর রাডার থেকে নিখোঁজ হয় এটি। বিমান কেবল পাইলট আর সালা ছিলেন। ব্রিটেনের গুয়ের্নসে পুলিশ জানায়, অনেক খোঁজাখুঁজির পরও বিমানটির কোন চিহ্ন পাওয়া যায়নি। এক উদ্ধারকর্মী বলেন, ‘পাইলট বা ফুটবলার সালাকে জীবিত উদ্ধারের কোন আশা নেই। সর্বোচ্ছ শক্তিশালী মানুষও এই পরিবেশের মধ্যে মাত্র কয়েকঘণ্টা জীবিত থাকতে পারবেন।’ আরও পড়ুনঃ  ফখরুলের সঙ্গে বাকবিতণ্ডায় বগুড়ার বিএনপি সভাপতি দুর্ঘটনার আগে হোয়াটস অ্যাপের মাধ্যমে তার শেষ অডিও বার্তা প্রকাশ করেন এই ফুটবলার। অডিও বার্তায় সালা বলেন, 'হ্যালো! ছোট ভাইয়েরা, তোমরা কেমন আছো? আমি মারা গেছি। আমি একটি প্লেনে আছি যেটি ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে।...

কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

Image
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ আগামী কয়েক দিনের মধ্যে কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি একথা জানান। জেনারেল হাতামি বলেন, ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপনের আগেই ইরান এ স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে।  তিনি জানান, ইরানের তৈরি সাফির ক্যারিয়ারে করে নতুন এ স্যাটেলাইট পাঠানো হবে এবং এটি মহাকাশের ২৬০ কিলোমিটার গভীরে যাবে। এছাড়া, চলতি মাসে ইরান একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠায় কিন্তু শেষ মুহূর্তে কিছু ত্রুটির কারণে তা সফল হয় নি। জেনারেল হাতামি বলেন, ওই স্যাটেলাইটের ত্রুটি চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরি তা আবারো উৎক্ষেপণ করা হবে। কয়েক দিন আগে ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের উপদেষ্টা সাইয়্যেদ হোসেইনি মুসাভি জানিয়েছিলেন, ইরান শিগগিরিই ‘পাইয়াম’ (বার্তা) এবং ‘দোস্তি’ (বন্ধুত্ব) নামে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৯/আরাফাত

১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

Image
তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার বিকালে বিশ্ব ইজতেমার এ তারিখ ঘোষণা করা হয়। এর আগে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তাবলীগ জামাতের দুই পক্ষের বৈঠক হয়। বৈঠকে দুই পক্ষের সমঝোতা হয়। এবারের ইজতেমায় ভারতের বিতর্কিত মাওলানা সাদ কান্দালভি অংশ নিচ্ছেন না।

প্রিন্ট করুন চীনে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ব্লগার আটক

Image
অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, তাদের নিখোঁজ হওয়া ব্লগার ইয়াং হেংজুনকে চীনে আটক করা হয়েছে। ইয়াং হেংজুন চীনের সাবেক কূটনীতিক ও অস্ট্রেলিয়ার নাগরিক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শনিবার চীনের গুয়াংজু শহরে পৌঁছার পরপরই তাকে আটক করা হয়। চীন অস্ট্রেলিয়াকে জানিয়েছে, ৫৩ বছর বয়সী জনপ্রিয় এই ব্লগারকে বিচারের আওতায় নেয়া হয়েছে তবে তার কারণ জানানো হয়নি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মরিস পেইন বিষয়টি স্বচ্ছতা ও নিরপেক্ষতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে। ব্লগার ইয়াং হেংজুনের স্ত্রী ইউয়ান রুই জুয়ান চীনের নাগরিক। তাকেও চীনের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গেছে। ব্লগার ইয়াং হেংজুনকে আটকের খবর অস্ট্রেলিয়ার কাছে স্বীকারের পর থেকে চীনের সংশ্লিষ্ট কর্তকর্তারা এ বিষয়ে এখনো কিছু জানাননি। সূত্র: বিবিসি বিডি প্রতিদিন/ফারজানা

বৈঠকের প্রাক্কালে ট্রাম্পের চিঠি, মহা খুশি কিম

Image
ফাইল ছবি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি গ্রহণের পর ‘মহা সন্তুষ্টি’ প্রকাশ করেছেন। এ দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠকের প্রাক্কালে ট্রাম্প তাকে এ চিঠি দিলেন। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, এ বৈঠকের জন্য কিম ‘ভাল প্রস্তুতি’ নিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া পিয়ংইয়ং এই প্রথমবারের মতো আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকের ব্যাপারে মন্তব্য করলো। চিঠিটি কিমের ডান হাত হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল দেশটির নেতার কাছে হস্তান্তর করেন। চোল গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশ দু’টি নিরস্ত্রীকরণ চুক্তি করার চেষ্টা করছে যাতে দশকের পর দশক ধরে চলা এ দু’দেশের মধ্যকার শত্রুতার নিরসন ঘটানো যায়। কেসিএনএ জানায়, ‘কিম ট্রাম্পের অনেক প্রশংসা করেন এবং উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সম্মেলনের বৃহৎ স্বার্থে নিরস্ত্রীকরণের বিষয়টি নিরসনের ইচ্ছা ব্যক্ত করেন।’ ওই বার্তা সংস্থা আরো জানায়, উত...

মার্কিন কারাগার থেকে মুক্তি পেলেন সেই ইরানি সাংবাদিক

Image
১০ দিন কারাভোগের পর  ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির নারী সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার মারজিয়া হাশেমি মুক্তি পেয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেলে তিনি আদালতের নির্দেশে মুক্তি পান। বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে ২৩ সদস্যের জুরি বোর্ডে মারজিয়ার বিরুদ্ধে অভিযোগে গঠনের শুনানিতে কোনো অভিযোগই প্রমাণিত না হওয়ায় তাকে মুক্তি দেয়ার আদেশ দেন গ্রান্ড জুরি। এরপর কারাগারের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে জন্মগ্রহণকারী মারজিয়ার আগের নাম ছিল মেলানি ফ্রাঙ্কলিন। খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা ওই নারী পরে ইসলাম গ্রহণ করেন। একজন ইরানি নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি নিজের জন্য মারজিয়া হাশেমি নাম বেছে নেন। বেশ কয়েক বছর ধরে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।  গত রোববার আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত পরিবারের সঙ্গে তাকে যোগায...