কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ আগামী কয়েক দিনের মধ্যে কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি একথা জানান।
জেনারেল হাতামি বলেন, ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপনের আগেই ইরান এ স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে। 
তিনি জানান, ইরানের তৈরি সাফির ক্যারিয়ারে করে নতুন এ স্যাটেলাইট পাঠানো হবে এবং এটি মহাকাশের ২৬০ কিলোমিটার গভীরে যাবে। এছাড়া, চলতি মাসে ইরান একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠায় কিন্তু শেষ মুহূর্তে কিছু ত্রুটির কারণে তা সফল হয় নি। জেনারেল হাতামি বলেন, ওই স্যাটেলাইটের ত্রুটি চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরি তা আবারো উৎক্ষেপণ করা হবে।
কয়েক দিন আগে ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের উপদেষ্টা সাইয়্যেদ হোসেইনি মুসাভি জানিয়েছিলেন, ইরান শিগগিরিই ‘পাইয়াম’ (বার্তা) এবং ‘দোস্তি’ (বন্ধুত্ব) নামে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৯/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা