Posts

সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে পাকিস্তান

Image
পাকিস্তান, চীন ও আফগানিস্তানের বিদেশমন্ত্রী সন্ত্রাস দমনে নতুন চুক্তিতে সাক্ষর করেছে। ছবি: সংগৃহীত। সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে সাক্ষর করলো পাকিস্তান। চীন, পাকিস্তান ও আফগানিস্তান মধ্যে সন্ত্রাসবাদ মোকাবেলায় শনিবার এ চুক্তি হয়েছে। তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে সাক্ষরিত হয়েছে ‘মৌ’ চুক্তি। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগামিস্তানের বিদেশমন্ত্রী সালাউদ্দিন রব্বানি।এছাড়া চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি। আরো পড়ুন:  তাইওয়ানে ৫.২ মাত্রার ভূমিকম্প সন্ত্রাস মোকাবেলায় সকল ধরণের পদক্ষেপ গ্রহণে তিন দেশের প্রতিনিধিই সম্মত হয়েছে। এছাড়া দেশ ৩টি নিজেদের পারস্পরিক উন্নতিতে পরস্পরের সহযোগীতার আহ্বান করেন। এই চুক্তিতে সন্ত্রাস দমনসহ অন্য বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তান লাভবান হবে বলে জানিয়েছে চীনের চীনের বিদেশমন্ত্রী ওয়াসয়ে। তথ্য সূত্র: রেডিও পাকিস্তান। ইত্তেফাক/এসআর

আতঙ্ক ছড়িয়ে সিরিয়ায় সেনা ঘাঁটি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র

Image
ফাইল ছবি সিরিয়ার মানবাধিকার সংস্থা জানিয়েছে, রাকা প্রদেশের তেল আবিয শহরের অদূরে দু’টি নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলে মার্কিন ঘাঁটির সংখ্যা দাঁড়ালো ২১। গত ১৭ দিনে সেখানে তিনটি ঘাঁটি নির্মাণ করেছে মার্কিন বাহিনী। এর আগে গত ২৭ নভেম্বর সিরিয়ার তুর্কি সীমান্তের অদূরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়। ঘাঁটি নির্মাণের পরপরই তাড়াহুড়ো করে সেখানে উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়। তুর্কি বাহিনী সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে ঠিক তখনি মার্কিন ঘাঁটি নির্মাণের খবর এলো। উল্লেখ্য, সিরিয়া সরকারের কোনো অনুমতি না নিয়েই সেদেশে সেনা মোতায়েন করেছে এবং সেখানে নিয়মিত মানুষ হত্যা করছে যুক্তরাষ্ট্র- এমন অভিযোগ উঠতে শুরু করেছে। আইএস জঙ্গি দমনের কথা বলে সেদেশে ঢুকলেও কার্যত সেদেশে তৎপর সন্ত্রাসীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এই অভিযোগও উঠছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়া

Image
পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত। পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার এ ঘোষণা দেন। খবর রয়টার্সের। রয়টার্সের খবরে বলা হয়, পশ্চিম জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিলেও অস্ট্রেলিয়ার দূতাবাস শিগগিরই সেখান থেকে সরানো হচ্ছে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'পশ্চিম জেরুজালেমের পরিস্থিতি ও অবস্থা পর্যালোচনা করে আমরা আমাদের দূতাবাস স্থানান্তর করার সিদ্ধান্ত নিব।' চলতি বছরের মে মাসে তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেসময় ট্রাম্পের এমন সিদ্ধান্তে ইসরায়েল খুশি হলেও ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিন, আরব বিশ্ব ও পশ্চিমা কয়েকটি দেশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার আগেও গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেন ট্রাম্প। আরো পড়ুন:  ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু, অসুস্থ ৮২ উল্লেখ্য, জেরুজালেম ইহুদি...

২০১৮ সালে গুগলে কাকে বেশি খুঁজেছেন বাংলাদেশিরা?

Image
প্রতীকী ছবি বিদায়ের মুখে ২০১৮ সাল। দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০১৯। চলতি বছরে আবহাওয়া, সমাজ, রাজনীতিতে একাধিক পরিবর্তন ঘটেছে। ২০১৮ সালে কাদের বেশি করে গুগলে খুঁজেছে বাংলাদেশিরা? উত্তর হুট করে বলা সম্ভব নয়। তবে সেই উত্তরের তালিকা বলে দিচ্ছে গুগলই। সার্চ, পিপল ও মুভি। বাংলাদেশের ক্ষেত্রে এই তিন ক্যাটাগরির ওপর ভিত্তি করেই তালিকা দিয়েছে গুগল।  পিপল বা ব্যক্তি তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছেন ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার কিতারোভিচ। ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের নজর কাড়েন তিনি। তার বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। বাংলাদেশিরা এ বছর তাকে সবচেয়ে বেশিবার সার্চ দিয়েছেন।  এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। চোখ দিয়ে ইশারা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যান প্রিয়া। ভারতের দক্ষিণী অভিনেত্রীকে গুগলে বেশ ভালোই সার্চ করেছেন বাংলাদেশিরা।  সার্চের ব্যক্তি তালিকায় তৃতীয় স্থানে আছেন মেগান মর্কেল। ব্রিটিশ রাজপরিবারের ছোট বউকে নিয়ে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশিরা। তাকে নিয়েও সার্চ হয়েছে বাংলাদেশে। এই তালিকায় শীর্ষ দশে আরও রয়েছেন মিয়া খলিফ...

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল কানাডা বিশ্ব

Image
ফাইল ছবি। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বহিঃসমর্পণের মামলাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের সিএফও মেং ওয়ানঝৌকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরে ওয়াশিংটনের অনুরোধে হস্তক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের একদিন পর অটোয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হুয়াওয়ের প্রতিষ্ঠা-তার কন্যা মেংয়ের বিরুদ্ধে বহুজাতিক বিভিন্ন ব্যাংককে ইরানের সঙ্গে লেনদেন বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওয়াশিংটনের। ওইসব ভুল তথ্যের জন্য ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘন ও বিশাল অংকের ক্ষতিপূরণ দেওয়ার ঝুঁকিতে রয়েছে। মেং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। হুয়াওয়ের এ প্রধান অর্থনৈতিক কর্মকর্তাকে গ্রেফতারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বেইজিং। এদিকে মঙ্গলবার রয়টার্সের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে কিংবা চীনের সঙ্গে কোনো চুক্তিতে সাহায্য করবে এমন সম্ভাবনা থাকলে মেংয়ের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের মামলায় তিনি হস্তক্ষে...

আমেরিকার ব্ল্যাকলিস্টে পাকিস্তান

Image
ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে পাকিস্তানকে ব্ল্যাকলিস্টে ফেলেছে আমেরিকা। ছবি: সংগৃহীত। পাকিস্তান ও চীনসহ ১২ টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ব্ল্যাকলিস্টে ফেলেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেন। তবে পাকিস্তান আমেরিকার এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। ইরান, চীন ও রাশিয়াসহ ১২টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে আমেরিকা।এই তালিকায় রয়েছে ইরান, চিন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরব। আরো পড়ুন:  রাশিয়ার বিরুদ্ধে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি বিবৃতিতে পম্পেও আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার সুযোগ উন্মোচন করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। দবে অভিযুক্ত দেশগুলোর দাবি, আমেরিকার এ রিপোর্ট ভুলভাবে করা হয়েছে এবং সম্পূর্ণ পক্ষপাতের ভিত্তিতে করা হয়েছে। তথ্য সূত্র: এনডিটিভি/ইন্ডিয়ান এক্সপ্রেস। ইত্তেফাক/এসআর

কানাডার আরেক নাগরিককে আটক করেছে চীন

Image
চীনে আটক কানাডার নাগরিক মাইকেল স্পেভরক। জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার অভিযোগে সাবেক কূটনীতিক মাইকেল করভিগের পর কানাডার আরেক নাগরিককে আটক করেছে চীন। এ ঘটনার বিষয়ে নিশ্চিত না হলেও কানাডার নাগরিক মাইকেল স্পেভরককে আটকের বিষয়ে আশঙ্কা করেছিল অটোয়া। তবে বৃহস্পতিবার নিশ্চিত হওয়া গেছে যে, সাবেক কূটনীতিক মাইকেল করভিগ ছাড়াও ব্যবসায়ী মাইকেল স্পেভরককে আটক করা হয়েছে। এ নিয়ে চীন ও কানাডার মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। করভিগের পর বুধবার স্পেভরকে আটক করার খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে নিখোঁজ এ কানাডীয়র সঙ্গে যোগাযোগের জোর চেষ্টা চলছে বলেও বুধবার মন্ত্রণালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে। চীন এর আগে গত সপ্তাহে কানাডার সাবেক কূটনীতিক মাইকেল করভিগকে আটক করার কথা জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতারের প্রতিবাদে বেইজিং এ দুই কানাডিয়ানকে আটক করেছে বলে বিশ্লেষকরা ধারণা করছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি সপ্তাহে তাদের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছিলেন স্পেভরক। এরপর থেকেই তার আর কোনো খোঁ...