সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে পাকিস্তান

সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে পাকিস্তান
পাকিস্তান, চীন ও আফগানিস্তানের বিদেশমন্ত্রী সন্ত্রাস দমনে নতুন চুক্তিতে সাক্ষর করেছে। ছবি: সংগৃহীত।
সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে সাক্ষর করলো পাকিস্তান। চীন, পাকিস্তান ও আফগানিস্তান মধ্যে সন্ত্রাসবাদ মোকাবেলায় শনিবার এ চুক্তি হয়েছে।
তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে সাক্ষরিত হয়েছে ‘মৌ’ চুক্তি। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগামিস্তানের বিদেশমন্ত্রী সালাউদ্দিন রব্বানি।এছাড়া চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি।
সন্ত্রাস মোকাবেলায় সকল ধরণের পদক্ষেপ গ্রহণে তিন দেশের প্রতিনিধিই সম্মত হয়েছে। এছাড়া দেশ ৩টি নিজেদের পারস্পরিক উন্নতিতে পরস্পরের সহযোগীতার আহ্বান করেন।
এই চুক্তিতে সন্ত্রাস দমনসহ অন্য বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তান লাভবান হবে বলে জানিয়েছে চীনের চীনের বিদেশমন্ত্রী ওয়াসয়ে। তথ্য সূত্র: রেডিও পাকিস্তান।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য