Posts

ভারত-চীনের যৌথ সামরিক মহড়া

Image
সন্ত্রাসী মোকাবেলায় শুরু হচ্ছে ভারত-চীন ‘হ্যান্ড ইন হ্যান্ড’ নামে যৌথ সামরিক মহড়া। ছবি: সংগৃহীত। সন্ত্রাসী মোকাবেলায় শুরু হচ্ছে ভারত-চীন যৌথ সামরিক মহড়া। প্রায় একবছর পর মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে শক্তিধর দুই দেশের এ মহড়া। দক্ষিণ-পশ্চিম চীনের চেংডু শহরে হবে এই মহড়া। সন্ত্রাস মোকাবিলা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর উদ্দেশ্যেই এই মহড়া বলে জানিয়েছে ভারত এবং চীন। দুই দেশের তরফে এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘হ্যান্ড ইন হ্যান্ড’, অর্থাত্ হাতে হাত মিলিয়ে কাজ করে যাওয়া। আরো পড়ুন:   জার্মানিতে ধর্মঘটে বিঘ্নিত রেল চলাচল ২০১৭ সালে ভুটানের ডোকলামে চীনের রাস্তা বানানো নিয়ে ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে জটিলতা দেখা দিয়েছিল। তারপর থেকেই দুই দেশের সম্পর্কে চলছিল ভাটার টান। এই বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের পর থেকেই সেই বরফ গলতে শুরু করে। পাশাপাশি ২৪ নভেম্বর ভারত-চীন সীমান্ত বৈঠকে ভারতের তরফে প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অন্যদিকে চীনের তরফে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই বৈঠকেই যৌথ মহড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে...

বাণিজ্য যুদ্ধ অবসানে নতুন আলোচনায় চীন-আমেরিকা

Image
বাণিজ্যযুদ্ধ অবসানে চীন ও আমেরিকার নেতাদের মধ্যে ফোনালাপে আলোচনা হয়। ছবি: সংগৃহীত। বাণিজ্যযুদ্ধ অবসানে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে বৈঠকের পর নতুন আলোচনা সম্পন্ন করেছেন চীন ও আমেরিকা। খবর রয়টার্সের। রয়টার্সের খবরে বলা হয়, বাণিজ্যযুদ্ধ অবসানে একপ্রকার সম্মত হওয়ার পর দেশ দুটি আবার এ আলোচনা করে। তবে তা ছিল দুই দেশের নেতাদের ফোনালাপের মাধ্যমে। চীনের ভাইস প্রিমিয়ার লিউ হি, আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্টিভেন নিচেইন এবং বাণিজ্য রিপ্রেজেন্টেটিভ রবার্ট লিথজার ফোনালাপে এ আলোচনায় করেন। লিথজার বলেন, আগামী ১ মার্চের মধ্যে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সমাধান না হলে চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে। আরো পড়ুন:  ইরানের সঙ্গে চালু হচ্ছে ‘এসপিভি’: ইইউ চীনের বাণিজ্য মন্ত্রী এক বিবৃতিতে বলেন, বাণিজ্য চুক্তি নিয়ে লিউ হি আমেরিকার সঙ্গে কথা বলেছেন। চীনের পক্ষ থেকেও বলা হয়, সকল কিছু বিবেচনা করে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হবে কিন্তু তাতে দুই দেশের মধ্যে একটা ন্যায় সম্মত চুক্তি হতে হবে। ইত্তেফাক/এসআর

ইয়েমেনে মানবিক সহায়তা দিতে ৫শ’ কোটি ডলার চেয়েছে জাতিসংঘ

Image
জাতিসংঘ আগামী বছর ইয়েমেনের প্রায় ২ কোটি মানুষকে মানবিক সহায়তা দিতে ৫শ’ কোটি মার্কিন ডলার চেয়েছে। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। সোমবার জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ২৬ ফেব্রুয়ারি সুইডেন, সুইজারল্যান্ড ও জাতিসংঘের সহায়তায় দাতাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর মার্ক ল’কক বলেন, এই বিশ্ব সংস্থার প্রতি বছর অতিরিক্ত কয়েকশ’ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হয়। দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে বলে মনে হলেও বৈরীতা শেষ হয়নি। তিনি সম্প্রতি ইয়েমেন সফর করে এমন মন্তব্য করেন। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সুইডেনে বিবদমান পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। তিনি ইয়েমেনে মানবিক সহায়তা সরবরাহে বাধার তীব্র নিন্দা করেন। ল’কক বলেন, দেশটির অর্থনীতিকে সচল করতেও সহায়তার প্রয়োজন। তিনি আরো বলেন বলেন, মানবিক সহায়তার জন্য ‘হোদেইদা বন্দরটি গুরুত্বপূর্ণ’। সৌদি আরব ও তাদের মিত্র দেশগুলোর সহযোগিতায় ইয়েমেনের সরকারি বাহিনী দেশটির পুরো নিয়ন্ত্রণ নিতে প্রায় চ...

তুর্কি সামরিক বাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবি, কড়া প্রতিবাদ এরদোগানের

Image
তুরস্কের সেনাবাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবির কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।  তিনি বলেছেন, তুরস্কের সব সরকারি প্রতিষ্ঠানে পোশাক পরার বিষয়ে স্বাধীনতা রয়েছে। যে কেউ যে কোন পোশাক পরে অফিসে আসতে পারে। তুরস্কের সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নি দাবি করেছেন, তুরস্কের সামরিক বাহিনীতে হিজাব পরতে দেওয়া হচ্ছে যা আইনের লঙ্ঘন। তুরস্কে ধর্মনিরপেক্ষতা বজায়ের বিষয়ে যে আইন রয়েছে তাতে হিজাব নিষিদ্ধের কথা বলা হয়েছে।  এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এরদোগান আরও বলেছেন, হিজাব বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মাধ্যমে ওই অ্যাটর্নিই জাতীয় আইন ও নীতিমালা লঙ্ঘন করেছেন। তুরস্কে বর্তমানে ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় রয়েছে। বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৮/আরাফাত

'পাকিস্তান জঙ্গিদের এখনো আশ্রয় দিচ্ছে'

Image
পাকিস্তানকে কানাকড়ি অর্থ দেওয়া উচিৎ না বলে মন্তব্য করেন নিকি হ্যালি। ছবি: সংগৃহীত। পাকিস্তান তাদের ভূখণ্ডে এখনো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। সম্প্রতি এমন মন্তব্য করেছে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি এ মন্তব্য করেছেন। খবর এনডিটিভির। তিনি বলেন, 'পাকিস্তানের আশ্রিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমেরিকার সেনাদের হত্যা করছে।' 'সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে পাকিস্তানকে কানাকড়ি ডলার দেওয়াও উচিৎ না আমেরিকার। আমেরিকার এমন কোন দেশকে টাকা দেওয়া উচিৎ না যেসব দেশ উল্টো আমেরিকার ক্ষতি করে,' 'দ্য আটলান্টিক' মেগাজিনকে এসব কথা বলেন নিকি। আরো পড়ুন:  কানাডাকে কড়া হুঁশিয়ারি চীনের তিনি আরও বলেন আমরা যেসব দেশকে একবার পার্টনার হিসেবে বেছে নিই, তার পিছনে চোখ বন্ধ করে অর্থ খরচ করি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পিছনে আমরা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছি কিন্তু পাকিস্তান উল্টো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে আমাদের দেশের সেনাদের হামলা চালিয়ে মেরেছে। ইত্তেফাক/এসআর

পৃথিবীর বুক চিড়ে দাউ দাউ করে বের হচ্ছে আগুন (ভিডিও) অনলাইন ডেস্ক

Image
নতুন করে জেগে উঠেছে পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরি! আর তার জ্বালামুখ দিয়ে অবিরাম গলগলিয়ে বের হচ্ছে উত্তপ্ত ছাই ও ধোঁয়া। যত সময় গড়াচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে এই আগুন। যদিও প্রায়ই জেগে ওঠে এই আগ্নেয়গিরি। ডিসেম্বরের শুরুতেও হঠাৎই বিকট শব্দে ঘুম ভাঙে এর। অনর্গল ভূগর্ভস্থ লাভা ও ধোঁয়া বের করতে থাকে এটি। তবে এবার এটি জেগে ওঠার পর বেশ সতর্ক রয়েছেন বিজ্ঞানীরা। কড়া নজরদারিতে রয়েছে সাবাঙ্কায়া আগ্নেয়গিরি। অত্যাধুনিক ড্রোন দিয়ে ওপর থেকে ভিডিও করা হচ্ছে। ভয়াবহ এই আগ্নেয়গিরি নিয়ে বিশ্লেষণ চালাচ্ছেন ভূতত্ত্বাবিদরা। পেরুর একটি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, আগ্নেয়গিরিটিকে যে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, তার সেন্সরে ধরা পড়বে অনেক কিছুই। সাবাঙ্কায়ার পেটে কী কী রয়েছে, যা উদগীরণ হতে পারে সে বিষয়ে তথ্য দেবে এই ড্রোন। শুধু তাই নয়, কোন কোন গ্যাস বা কোন কণার সমাহারে এই আগ্নেয়গিরি সে কথাও জানিয়ে দেবে এই ড্রোনের সেন্সর। চলুন দেখে নিই সেই ড্রোন ক্যামেরায় পেরুর ভয়ঙ্কর সেই জীবন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ:-  বিডি প্রতিদিন/কালাম

জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত ৩

Image
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভারতের নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত। ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে সেনা ও জঙ্গিদের গুলি বিনিময়কাল অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের ৩ জনই জঙ্গি বলে জানানো হয়। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে ১১ কিলোমিটার দূরে একটি বাড়িতে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণ চালায় সেনারা। সংঘর্ষে তৎক্ষণাৎ ৩ জন জঙ্গি নিহত হয়। এতে ভারতীয় এক সেনা আহত হয় বলে জানানো হয়। আরো পড়ুন:  ​ ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ দেশটির পুলিশ জানায়, অভিযান চলাকালে ওই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। ইত্তেফাক/এসআর