ভারত-চীনের যৌথ সামরিক মহড়া

ভারত-চীনের যৌথ সামরিক মহড়া
সন্ত্রাসী মোকাবেলায় শুরু হচ্ছে ভারত-চীন ‘হ্যান্ড ইন হ্যান্ড’ নামে যৌথ সামরিক মহড়া। ছবি: সংগৃহীত।
সন্ত্রাসী মোকাবেলায় শুরু হচ্ছে ভারত-চীন যৌথ সামরিক মহড়া। প্রায় একবছর পর মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে শক্তিধর দুই দেশের এ মহড়া। দক্ষিণ-পশ্চিম চীনের চেংডু শহরে হবে এই মহড়া।
সন্ত্রাস মোকাবিলা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর উদ্দেশ্যেই এই মহড়া বলে জানিয়েছে ভারত এবং চীন। দুই দেশের তরফে এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘হ্যান্ড ইন হ্যান্ড’, অর্থাত্ হাতে হাত মিলিয়ে কাজ করে যাওয়া।
২০১৭ সালে ভুটানের ডোকলামে চীনের রাস্তা বানানো নিয়ে ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে জটিলতা দেখা দিয়েছিল। তারপর থেকেই দুই দেশের সম্পর্কে চলছিল ভাটার টান। এই বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের পর থেকেই সেই বরফ গলতে শুরু করে। পাশাপাশি ২৪ নভেম্বর ভারত-চীন সীমান্ত বৈঠকে ভারতের তরফে প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
অন্যদিকে চীনের তরফে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই বৈঠকেই যৌথ মহড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। ১১ ডিসেম্বর থেকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। ভারত ও চীনের পক্ষ থেকে ১০০ জন করে সেনা এতে অংশ নেবেন। তথ্য সূত্র: আনন্দবাজার
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা