Posts

তুর্কি সামরিক বাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবি, কড়া প্রতিবাদ এরদোগানের

Image
তুরস্কের সেনাবাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবির কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।  তিনি বলেছেন, তুরস্কের সব সরকারি প্রতিষ্ঠানে পোশাক পরার বিষয়ে স্বাধীনতা রয়েছে। যে কেউ যে কোন পোশাক পরে অফিসে আসতে পারে। তুরস্কের সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নি দাবি করেছেন, তুরস্কের সামরিক বাহিনীতে হিজাব পরতে দেওয়া হচ্ছে যা আইনের লঙ্ঘন। তুরস্কে ধর্মনিরপেক্ষতা বজায়ের বিষয়ে যে আইন রয়েছে তাতে হিজাব নিষিদ্ধের কথা বলা হয়েছে।  এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এরদোগান আরও বলেছেন, হিজাব বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মাধ্যমে ওই অ্যাটর্নিই জাতীয় আইন ও নীতিমালা লঙ্ঘন করেছেন। তুরস্কে বর্তমানে ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় রয়েছে। বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৮/আরাফাত

'পাকিস্তান জঙ্গিদের এখনো আশ্রয় দিচ্ছে'

Image
পাকিস্তানকে কানাকড়ি অর্থ দেওয়া উচিৎ না বলে মন্তব্য করেন নিকি হ্যালি। ছবি: সংগৃহীত। পাকিস্তান তাদের ভূখণ্ডে এখনো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। সম্প্রতি এমন মন্তব্য করেছে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি এ মন্তব্য করেছেন। খবর এনডিটিভির। তিনি বলেন, 'পাকিস্তানের আশ্রিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমেরিকার সেনাদের হত্যা করছে।' 'সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে পাকিস্তানকে কানাকড়ি ডলার দেওয়াও উচিৎ না আমেরিকার। আমেরিকার এমন কোন দেশকে টাকা দেওয়া উচিৎ না যেসব দেশ উল্টো আমেরিকার ক্ষতি করে,' 'দ্য আটলান্টিক' মেগাজিনকে এসব কথা বলেন নিকি। আরো পড়ুন:  কানাডাকে কড়া হুঁশিয়ারি চীনের তিনি আরও বলেন আমরা যেসব দেশকে একবার পার্টনার হিসেবে বেছে নিই, তার পিছনে চোখ বন্ধ করে অর্থ খরচ করি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পিছনে আমরা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছি কিন্তু পাকিস্তান উল্টো সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে আমাদের দেশের সেনাদের হামলা চালিয়ে মেরেছে। ইত্তেফাক/এসআর

পৃথিবীর বুক চিড়ে দাউ দাউ করে বের হচ্ছে আগুন (ভিডিও) অনলাইন ডেস্ক

Image
নতুন করে জেগে উঠেছে পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরি! আর তার জ্বালামুখ দিয়ে অবিরাম গলগলিয়ে বের হচ্ছে উত্তপ্ত ছাই ও ধোঁয়া। যত সময় গড়াচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে এই আগুন। যদিও প্রায়ই জেগে ওঠে এই আগ্নেয়গিরি। ডিসেম্বরের শুরুতেও হঠাৎই বিকট শব্দে ঘুম ভাঙে এর। অনর্গল ভূগর্ভস্থ লাভা ও ধোঁয়া বের করতে থাকে এটি। তবে এবার এটি জেগে ওঠার পর বেশ সতর্ক রয়েছেন বিজ্ঞানীরা। কড়া নজরদারিতে রয়েছে সাবাঙ্কায়া আগ্নেয়গিরি। অত্যাধুনিক ড্রোন দিয়ে ওপর থেকে ভিডিও করা হচ্ছে। ভয়াবহ এই আগ্নেয়গিরি নিয়ে বিশ্লেষণ চালাচ্ছেন ভূতত্ত্বাবিদরা। পেরুর একটি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, আগ্নেয়গিরিটিকে যে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, তার সেন্সরে ধরা পড়বে অনেক কিছুই। সাবাঙ্কায়ার পেটে কী কী রয়েছে, যা উদগীরণ হতে পারে সে বিষয়ে তথ্য দেবে এই ড্রোন। শুধু তাই নয়, কোন কোন গ্যাস বা কোন কণার সমাহারে এই আগ্নেয়গিরি সে কথাও জানিয়ে দেবে এই ড্রোনের সেন্সর। চলুন দেখে নিই সেই ড্রোন ক্যামেরায় পেরুর ভয়ঙ্কর সেই জীবন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ:-  বিডি প্রতিদিন/কালাম

জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত ৩

Image
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভারতের নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত। ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে সেনা ও জঙ্গিদের গুলি বিনিময়কাল অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের ৩ জনই জঙ্গি বলে জানানো হয়। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে ১১ কিলোমিটার দূরে একটি বাড়িতে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণ চালায় সেনারা। সংঘর্ষে তৎক্ষণাৎ ৩ জন জঙ্গি নিহত হয়। এতে ভারতীয় এক সেনা আহত হয় বলে জানানো হয়। আরো পড়ুন:  ​ ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ দেশটির পুলিশ জানায়, অভিযান চলাকালে ওই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। ইত্তেফাক/এসআর

মুম্বাই হামলায় জঙ্গিরাই জড়িত, স্বীকারোক্তি ইমরান খানের

Image
মুম্বাই হামলায় জঙ্গিরাই জড়িত বলে স্বীকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত। নিজেদের স্বার্থেই মুম্বাই হামলার ঘটনার মামলার দ্রুত নিস্পত্তি চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের ভাষ্য, শিগগিরই ওই মামলার নিষ্পত্তি হওয়া উচিৎ। ইমরান খান বলেন, মুম্বাইয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে। আমরাও চাই ওই হামলার জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ১০ জন লস্কর জঙ্গি হামলা চালায়। ওই হামলায় জঙ্গিসহ অন্তত ১৭৪ জন নিহত হয়েছে। আরো পড়ুন:  ট্রাম্পের চাপে পদত্যাগ করছেন কেলি ভারতের অভিযোগ, ওই হামলার মূল হোতা হাফিজ মহম্মদ সইদ, জাকিউর রহমান লকভির মতো লস্কর নেতারা।তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ বহুবার পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান লস্কর নেতাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করেনি বলে দাবি দিল্লির। লস্কর নেতাদের বিরুদ্ধে ভারতে মামলা চললেও পাকিস্তানে অবাধেই ঘুরে বেড়াচ্ছে। গত কাল শনিবার এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমাদের প্রশাসনকে মুম্বাই হামলার মামলা সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছি। মুম্বাইয়ে জঙ্গিরা হাম...

এক সঙ্গে লড়বে ইরান-পাকিস্তান

Image
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের সঙ্গে বৈঠকে ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি ইরান এবং পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। গত কয়েক বছর ধরে দুই দেশই সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে বলে তেহরান ও ইসলামাবাদ অভিমত প্রকাশ করেছে। শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের সঙ্গে বৈঠকে ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ অঞ্চলের বহু দেশের ব্যাপক ক্ষতি করেছে। তাই সবারই সম্মিলিতভাবে এসব গোষ্ঠীকে মোকাবেলা করতে হবে। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের কবলে এখনো ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা জিন্মি রয়েছেন এ কথা উল্লেখ করে লারিজানি বলেন, পাকিস্তানের সরকারের সহযোগিতায় শিগগিরই তাদের মুক্তি লাভের বিষয়ে আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। ১৫ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তের মিরজাভার জিরো পয়েন্ট থেকে ১২ সীমান্তরক্ষীকে অপহরণ করে ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা। অপহরণের পর তাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অপহৃত পাঁচ ইরান...

হীরা দিয়ে খচিত বিমান!

Image
টুইটার হ্যান্ডেলে এমিরেটস এয়ারলাইন সংস্থা ছবিটি পোস্ট করতেই চিন্তায় পড়েছেন নেটিজেনরা। সবার মুখে প্রশ্ন একটাই, এটা সত্যি। যদিও ক্যাপশনে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে ছবিটি বানিয়েছেন সারা শাকিল নামে এক শিল্পী। কিন্তু সেদিকে চোখ যাবেই বা কি করে! তখন কয়েক লক্ষাধিক হিরের ঝলকানিতে নেটিজেনদের চোখ গেছে আটকে। বিষয়টি খোলসা করা যাক। গত মঙ্গলবার ‘ব্লিং৭৭৭’ নামে একটি হীরা খচিত বিমানের ছবি পোস্ট করে এমিরেটস এয়ারলাইন সংস্থা। ছবিটি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কৌতূহল, বিমানের গায়ে সত্যিই কি হিরে বসানো হয়েছে! সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কৌতূহল চরমে ওঠায় এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি বানানো হয়েছে। জানা গেছে, ছবিটি বানিয়েছেন ক্রাইস্টাল শিল্পী সারা শাকিল। তার ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন শাকিল। মনে ধরে এমিরেটস এয়ারলাইন সংস্থা। শাকিলের অনুমতি নিয়ে ওই ছবি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে। ক্রাইস্টাল শিল্পী হিসাবে সোশ্যাল মিডিয়া শাকিল অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৪.৮ লাখ। বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৮/আরাফাত