Posts

জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত ৩

Image
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভারতের নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত। ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে সেনা ও জঙ্গিদের গুলি বিনিময়কাল অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের ৩ জনই জঙ্গি বলে জানানো হয়। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে ১১ কিলোমিটার দূরে একটি বাড়িতে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণ চালায় সেনারা। সংঘর্ষে তৎক্ষণাৎ ৩ জন জঙ্গি নিহত হয়। এতে ভারতীয় এক সেনা আহত হয় বলে জানানো হয়। আরো পড়ুন:  ​ ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ দেশটির পুলিশ জানায়, অভিযান চলাকালে ওই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। ইত্তেফাক/এসআর

মুম্বাই হামলায় জঙ্গিরাই জড়িত, স্বীকারোক্তি ইমরান খানের

Image
মুম্বাই হামলায় জঙ্গিরাই জড়িত বলে স্বীকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত। নিজেদের স্বার্থেই মুম্বাই হামলার ঘটনার মামলার দ্রুত নিস্পত্তি চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের ভাষ্য, শিগগিরই ওই মামলার নিষ্পত্তি হওয়া উচিৎ। ইমরান খান বলেন, মুম্বাইয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে। আমরাও চাই ওই হামলার জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ১০ জন লস্কর জঙ্গি হামলা চালায়। ওই হামলায় জঙ্গিসহ অন্তত ১৭৪ জন নিহত হয়েছে। আরো পড়ুন:  ট্রাম্পের চাপে পদত্যাগ করছেন কেলি ভারতের অভিযোগ, ওই হামলার মূল হোতা হাফিজ মহম্মদ সইদ, জাকিউর রহমান লকভির মতো লস্কর নেতারা।তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ বহুবার পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান লস্কর নেতাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করেনি বলে দাবি দিল্লির। লস্কর নেতাদের বিরুদ্ধে ভারতে মামলা চললেও পাকিস্তানে অবাধেই ঘুরে বেড়াচ্ছে। গত কাল শনিবার এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমাদের প্রশাসনকে মুম্বাই হামলার মামলা সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছি। মুম্বাইয়ে জঙ্গিরা হাম...

এক সঙ্গে লড়বে ইরান-পাকিস্তান

Image
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের সঙ্গে বৈঠকে ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি ইরান এবং পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। গত কয়েক বছর ধরে দুই দেশই সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে বলে তেহরান ও ইসলামাবাদ অভিমত প্রকাশ করেছে। শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের সঙ্গে বৈঠকে ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ অঞ্চলের বহু দেশের ব্যাপক ক্ষতি করেছে। তাই সবারই সম্মিলিতভাবে এসব গোষ্ঠীকে মোকাবেলা করতে হবে। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের কবলে এখনো ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা জিন্মি রয়েছেন এ কথা উল্লেখ করে লারিজানি বলেন, পাকিস্তানের সরকারের সহযোগিতায় শিগগিরই তাদের মুক্তি লাভের বিষয়ে আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। ১৫ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তের মিরজাভার জিরো পয়েন্ট থেকে ১২ সীমান্তরক্ষীকে অপহরণ করে ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা। অপহরণের পর তাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অপহৃত পাঁচ ইরান...

হীরা দিয়ে খচিত বিমান!

Image
টুইটার হ্যান্ডেলে এমিরেটস এয়ারলাইন সংস্থা ছবিটি পোস্ট করতেই চিন্তায় পড়েছেন নেটিজেনরা। সবার মুখে প্রশ্ন একটাই, এটা সত্যি। যদিও ক্যাপশনে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে ছবিটি বানিয়েছেন সারা শাকিল নামে এক শিল্পী। কিন্তু সেদিকে চোখ যাবেই বা কি করে! তখন কয়েক লক্ষাধিক হিরের ঝলকানিতে নেটিজেনদের চোখ গেছে আটকে। বিষয়টি খোলসা করা যাক। গত মঙ্গলবার ‘ব্লিং৭৭৭’ নামে একটি হীরা খচিত বিমানের ছবি পোস্ট করে এমিরেটস এয়ারলাইন সংস্থা। ছবিটি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কৌতূহল, বিমানের গায়ে সত্যিই কি হিরে বসানো হয়েছে! সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কৌতূহল চরমে ওঠায় এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি বানানো হয়েছে। জানা গেছে, ছবিটি বানিয়েছেন ক্রাইস্টাল শিল্পী সারা শাকিল। তার ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন শাকিল। মনে ধরে এমিরেটস এয়ারলাইন সংস্থা। শাকিলের অনুমতি নিয়ে ওই ছবি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে। ক্রাইস্টাল শিল্পী হিসাবে সোশ্যাল মিডিয়া শাকিল অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৪.৮ লাখ। বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৮/আরাফাত

মার্কিন আদালতে হিজবুল্লাহ’র প্রধান অর্থদাতার স্বীকারোক্তি

Image
হিজবুল্লাহ লেবাননের একটি শিয়া রাজনৈতিক দল ও উগ্রপন্থী গ্রুপ। ফাইল ছবি। লেবাননের ব্যবসায়ী কাশিম তাজিদীন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়ানো সংক্রান্ত অভিযোগের ব্যাপারে দোষ স্বীকার করেছেন। মার্কিন কর্তৃপক্ষ তাকে হিজবুল্লাহ’র প্রধান অর্থদাতা হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে একথা বলা হয়। এএফপি। ৬৩ বছর বয়সী ব্যবসায়ী তাজিদীন ওয়াশিংটনের একটি আদালতে তার দোষ স্বীকার করেন। এতে তার পাঁচ বছরের সাজা হতে পারে। মার্কিন অর্থ বিভাগ ২০০৯ সালের মে মাসে হিজবুল্লাহ’র সাথে জড়িত থাকা প্রশ্নে আন্তর্জাতিক মানের সন্ত্রাসী হিসেবে তাজিদীনের নাম প্রকাশ করে। উল্লেখ্য, হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটি শিয়া রাজনৈতিক দল ও উগ্রপন্থী গ্রুপ। আরও পড়ুনঃ  মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ বিবৃতিতে আরো বলা হয়, বিদেশে গ্রেফতার হওয়ার পর ২০১৭ সালের মার্চ মাসে তাজিদীনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। আর তারপর থেকেই তিনি বন্দি রয়েছেন। সূত্র: বাসস ইত্তেফাক/টিএস

উত্তেজনা বাড়িয়ে আরও ভয়ঙ্কর হচ্ছে ইরান

Image
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া। আর তারই জের ধরে সম্প্রতি ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ জানিয়েছেন, ইরান তাদের আকাশে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির বিচরণ আরও বাড়াবে। এ ব্যাপারে আজিজ মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে ক্ষেপণাস্ত্র ও গোলাগুলির পাল্লা বাড়ানো। আর সেটা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের দেশের বিমান বাহিনীকেও অনেক শক্তিশালী করে তুলতে চাই।' এ সময় তিনি আরও বলেন, 'ইরান আরও দীর্ঘ পাল্লার ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে। এছাড়া জঙ্গিবিমানের জন্য রাডার সিস্টেমকেও শক্তিশালী করার কর্মসূচি রয়েছে যাতে তারা দ্রুত এবং আরও নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।' আজিজ দাবি করেন, ইরানের যে বিশাল ক্ষেপণাস্ত্র শক্তি এবং দেশের প্রতিরক্ষা শিল্প ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সারা বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বাঁধাকপি কিনতে গিয়ে লটারির টিকিট, তারপর...

Image
বাঁধাকপি কিনতে গিয়ে লটারির টিকিটও কিনেছিলেন ভ্যানেসা ওয়ার্ড। সেই টিকিটে ২ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি জিতে নিয়েছেন ভ্যানেসা। ছবি: সংগৃহীত বাবা বলেছিলেন বাঁধাকপি কিনে আনতে। তাই শুনে বাড়ি ফেরার পথে ভ্যানেসা ওয়ার্ড গিয়েছিলেন দোকানে। বাঁধাকপি কেনার সঙ্গে সঙ্গে একটি লটারির টিকিটও কিনে ফেলেন তিনি। আর তাতেই কেল্লাফতে! লটারিতে ২ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি জিতে নিয়েছেন ভ্যানেসা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এই ঘটনা ঘটেছে। ভার্জিনিয়া লটারির একটি টিকিট কিনেছিলেন ভ্যানেসা। বাসায় ফেরার পর ওই লটারির কার্ড স্ক্র্যাচ করে দেখতে পান, ১ থেকে ৫ লাখ ডলার জেতার সম্ভাবনা আছে তাঁর। পরে চূড়ান্ত ফলাফলে ভ্যানেসা জেতেন ২ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় এটি দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি। মেরিল্যান্ডের টেম্পল হিলসে বাস করেন ভ্যানেসা। লটারিতে অর্থ জেতার পর ভ্যানেসা ওয়ার্ড বলেছেন, এটি অবসর সময়ের জন্য সঞ্চয় করবেন তিনি। এই অর্থ দিয়ে ডিজনি ওয়ার্ল্ডেও বেড়াতে যেতে পারেন ভ্যানেসা। তবে মেরিল্যান্ডে অধিবাসীদের মধ্যে আগে...