Posts

পাকিস্তানের উন্নয়নে বাধা হয়ে আছে যুক্তরাষ্ট্র : ইরান

Image
ফাইল ছবি পাকিস্তানের উন্নয়নে বাধা হয়ে আছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে পাকিস্তানকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। পাকিস্তানের সঙ্গে ইরানের গ্যাস পাইপ লাইন চুক্তি বাস্তবায়নে মার্কিন বাধার প্রতির ইঙ্গিত করে তিনি বলেন, ইরান ও পাকিস্তান এমন দু’টি দেশ যাদের শত্রু অভিন্ন এবং দুই দেশের সমস্যা ও সংকটের মধ্যেও মিল রয়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানো দরকার। এই সময় পাকিস্তান সিনেটের ডেপুটি স্পিকারও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা অব্যাহত রয়েছে। পাক সংসদের সদস্যরা নিয়মিত ইরান সফর করছেন। এসব ক্ষেত্রে নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়েনি। গ্যাস পাইপ লাইন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, নতুন সরকার ও প্রভাবশালী দলগুলো ওই প্রকল্পের পক্ষে। যত দ্রুত সম্ভব এই প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন করা উচিৎ। তুরস্কে চলমান ইউরোএশিয়া অর্থনৈতিক জোটের স্পিকারদের তৃতীয় সম্মেলনে ২০টি দেশের সংসদ স্পিকার অংশ নিচ্ছেন। বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

মেক্সিকোতে মার্কিন দূতাবাসে হামলা, অল্পের জন্য রক্ষা ইভাঙ্কার

Image
সংগৃহীত ছবি ভাগ্যের জোরেই রক্ষা পেলেন ইভাঙ্কা ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস৷ ট্রাম্পকন্যার সফরের কয়েকঘণ্টা আগেই বিস্ফোরণে কেঁপে উঠল মেক্সিকোয় অবস্থিত মার্কিন দূতাবাস৷  রবিবার সকালে মেক্সিকোর গুয়াডালাজারা শহরের মার্কিন দূতাবাসের সামনে গ্রেনেড হামলা চালায় একজন আততায়ী৷ বিস্ফোরণে তীব্রতায় ভেঙে পড়ে দূতাবাসের সামনের দেওয়াল৷ তবে কেউ হতাহত হননি৷ কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷  মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা৷ কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা৷ জানা গেছে, হামলাকারীর ছবি ধরা পড়েছে দূতাবাসের গোপন ক্যামেরায়৷ সেই সূত্র ধরেই তার খোঁজে শুরু করেছে পুলিশ৷ ঘটনার সঙ্গে মেক্সিকোর পাচারকারী সংগঠনগুলি যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ সূত্রের খবর, মার্কিন দূতাবাসের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে আততায়ীর ছবি৷ দেখা গেছে যে, এক ব্যক্তি বাইরে থেকে দূতাবাসের দিকে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়৷ আর তাতেই বিস্ফোরণ ঘটে৷ ক্যামেরায় ধরা পড়া ছবির সূত্র ধরেই ওই ব্যক্তির খোঁজে নেমেছে পুলিশ৷  বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

বঙ্গবন্ধুতে জামাল ভূঁইয়ার বিশ্বমানের গোল

Image
ফ্রিকিক থেকে গোলের পর জামাল ভূঁইয়া। ছবি: বাফুফে ফ্রিকিক থেকে করা জামাল ভূঁইয়ার দুর্দান্ত গোলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং। ‘ওয়াও , দুর্দান্ত গোল’! বল জালে জড়াতেই অনেকের মুখ ফুটে স্বতঃস্ফূর্তভাবে বের হলো কথাটি। ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোল। প্রশংসা না করে কি আর উপায় আছে! ম্যাচের শেষ দিকে জামাল ভূঁইয়ার পা থেকে ওই গোলেই বিজেএমসিকে ১-০ ব্যবধানে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু করল সাইফ স্পোর্টিং ক্লাব। আজই সাইফের ডাগআউটে অভিষেক হয়েছে উত্তর আয়ারল্যান্ডের কোচ জোনাথন ম্যাকেনস্ট্রির। কেতাদুরস্ত পোশাকে ৩২ বছর বয়সী জোনাথনকে প্রথম দর্শনে আর যা–ই হোক, কোচ মনে হয় না। চুলে জেল দেওয়া মিষ্টি হাসির কম বয়সী এই কোচকে সিনেমার রুপালি জগতে চালিয়ে দেওয়া যাবে অনায়াসে। মাত্র ২৭ বছর বয়সে সিয়েরা লিওন জাতীয় দলে কোচের দায়িত্ব পালন করা জোনাথনকে জামাল ভূঁইয়ারাও উপহার দিয়েছে পরিপাটি ফুটবল। ধীরলয়ে খেলা তৈরি করে আক্রমণে উঠে পাসের মালা গাঁথা। অ্যাটাকিং থার্ড পর্যন্ত সাইফের স্পোর্টিংয়ের খেলা ছিল অনেকটাই প্লে-স্টেশনের মতো। তবে ভালো মানের ফাইনাল পাসের অভাবে আক্রমণে আসেনি পরিপূর্ণতা। সঙ্গে যোগ করুন গোল মিস ও ক্রসবার দুর্ভাগ...

সামরিক অভ্যুত্থান ঠেকাতে আগাম ব্যবস্থা নিলেন সৌদি যুবরাজ

Image
ইয়েমেনে সামরিক আগ্রাসন ও সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার অভিযোগে দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছেন মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি। সামরিক অভ্যুত্থানের ঠেকাতে সৌদি আরবের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনাদলকে রাজধানী রিয়াদে নিয়ে এসেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার সংযুক্ত আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট আল-খালিজ অনলাইনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। অন্যদিকে সৌদি আরবে অভ্যূত্থান আসন্ন বলে মন্তব্য করেছে জার্মানিতে নির্বাসিত এক সৌদি যুবরাজ। জেরুজালেম পোস্ট। রিপোর্টে বলা হয়, মোহাম্মদ বিন সালমান আশঙ্কা করেছিলেন, রাজপরিবারের কয়েকজন যুবরাজ তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারেন। তাই সম্ভাব্য অভ্যুত্থান ঠেকানোর জন্য তিনি আগেভাগেই দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সশস্ত্র সেনা সদস্যদেরকে রাজধানী রিয়াদের দিকে মার্চ করার নির্দেশ দেন। জি২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে থাকাকালে দেশে অভ্যূত্থান ঘটে যেতে পারে বলে আশঙ্কা করেছিলেন যুবরাজ। ইয়েমেনে সামরিক আগ্রাসন ও তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট...

নির্বাচন পর্যবেক্ষণে ১২ দল পাঠাবে যুক্তরাষ্ট্র

Image
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, তা দেখতে হাজারো দেশীয় পর্যবেক্ষকদের অর্থ সহযোগিতা দেবে দেশটি। যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ–সংক্রান্ত খবর প্রকাশ করেছে। আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিরোধীদের উদ্বেগের মধ্যে চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছে। তারা বাংলাদেশের নির্বাচন ও নির্বাচনী ফলাফল নিয়ে কোনো মন্তব্য না করার কথাও বলেছে। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম মোয়েলার বলেছেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে। প্রতিটি দলে দুজন করে পর্যবেক্ষক থাকবেন। তাঁরা দেশের অধিকাংশ স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। মোয়েলার আরও বলেন, ‘বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিকল্পনা করেছে, তাকে আমরা স্বাগত জানাই। আমরাও এমন নির্বাচন আশা করছি এবং নির্বাচন পর্যবেক্ষকদের অর্থায়ন করছি।’ মোয়েলার বলছে...

জি-২০ সম্মেলনে ট্রাম্প-কিম বৈঠকের উজ্জ্বল সম্ভাবনা

Image
মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্কের বরফ গলিয়ে এক ফ্রেমে নিয়ে এসেছিলেন দক্ষিণ কোরিয়া প্রধান মুন জায়ে ইন। আরও একবার সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে বলে ইঙ্গিত দিল দক্ষিণ কোরিয়া। অর্থাৎ ফের একবার বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া প্রধান কিম জন উন। জি-২০ সম্মেলনের ফাঁকে এক সাইডলাইন বৈঠকে মিলিত হন ট্রাম্প ও মুন। সেখানেই ট্রাম্প ফের কিমের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন বলে দক্ষিণ কোরিয়া সূত্রের খবর। তবে শুধু দক্ষিণ কোরিয়াই নয়, এই তথ্য স্বীকার করেছে হোয়াইট হাউসও। গতকাল শুক্রবার এই খবর প্রকাশ্যে এসেছে। নিরস্ত্রীকরণের লক্ষ্যে আরও এগোতে চাইছে দুই দেশ বলে সূত্রের খবর। তবে এর আগে উত্তর কোরিয়ার বেশ কিছু পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সীমান্ত থেকে মাইন ও ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার আশ্বাস উত্তর কোরিয়া দিলেও, তা পূরণ করা হয়নি বলে অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের। কারণ উপগ্রহ চিত্রে উত্তর কোরিয়ার বেশ কয়েকটি অস্ত্র পরীক্ষাগারের সন্ধান পাওয়ার দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেই বরফ গলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে। হো...

ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত চীন-রাশিয়া-ভারত

Image
চীন, রাশিয়া এবং ভারতের নেতার জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছেন। আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা ও ঐক্যমত প্রতিষ্ঠার বিষয়ে একমত পোষণ করেন।     গত ১২ বছর পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ত্রিদেশীয় বৈঠকে মিলিত হয়ে নেতারা বিভিন্ন বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সংস্কারের আহ্বান জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন রাশিয়া এবং ভারতকে তিনটি প্রভাবশালী দেশ হিসেবে আখ্যায়িত করে বলেন, সবাই একে অপরের কৌশলগত অংশীদার। তিনি আরো বলেন, তিনটি দেশেরই উন্নয়নের ক্ষেত্রে অভিন্ন স্বার্থ ও  লক্ষ্য রয়েছে এবং এ অঞ্চলের পাশাপাশি গোটা বিশ্বের ভবিষ্যত নির্ধারণে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। বৈঠকে পুতিন বলেন, রাশিয়া চীন এবং ভারত প্রত্যেকে একে অপরের বন্ধু এবং পারস্পরিক  সম্মান ও সমতার ভিত্তিতে তারা একে অপরে...