পাকিস্তানের উন্নয়নে বাধা হয়ে আছে যুক্তরাষ্ট্র : ইরান
ফাইল ছবি
পাকিস্তানের উন্নয়নে বাধা হয়ে আছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে পাকিস্তানকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি।
পাকিস্তানের সঙ্গে ইরানের গ্যাস পাইপ লাইন চুক্তি বাস্তবায়নে মার্কিন বাধার প্রতির ইঙ্গিত করে তিনি বলেন, ইরান ও পাকিস্তান এমন দু’টি দেশ যাদের শত্রু অভিন্ন এবং দুই দেশের সমস্যা ও সংকটের মধ্যেও মিল রয়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানো দরকার।
গ্যাস পাইপ লাইন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, নতুন সরকার ও প্রভাবশালী দলগুলো ওই প্রকল্পের পক্ষে। যত দ্রুত সম্ভব এই প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন করা উচিৎ। তুরস্কে চলমান ইউরোএশিয়া অর্থনৈতিক জোটের স্পিকারদের তৃতীয় সম্মেলনে ২০টি দেশের সংসদ স্পিকার অংশ নিচ্ছেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত
Comments