সামরিক অভ্যুত্থান ঠেকাতে আগাম ব্যবস্থা নিলেন সৌদি যুবরাজ

সামরিক অভ্যুত্থান ঠেকাতে আগাম ব্যবস্থা নিলেন সৌদি যুবরাজ
ইয়েমেনে সামরিক আগ্রাসন ও সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার অভিযোগে দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছেন মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি।
সামরিক অভ্যুত্থানের ঠেকাতে সৌদি আরবের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনাদলকে রাজধানী রিয়াদে নিয়ে এসেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার সংযুক্ত আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট আল-খালিজ অনলাইনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। অন্যদিকে সৌদি আরবে অভ্যূত্থান আসন্ন বলে মন্তব্য করেছে জার্মানিতে নির্বাসিত এক সৌদি যুবরাজ। জেরুজালেম পোস্ট।
রিপোর্টে বলা হয়, মোহাম্মদ বিন সালমান আশঙ্কা করেছিলেন, রাজপরিবারের কয়েকজন যুবরাজ তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারেন। তাই সম্ভাব্য অভ্যুত্থান ঠেকানোর জন্য তিনি আগেভাগেই দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সশস্ত্র সেনা সদস্যদেরকে রাজধানী রিয়াদের দিকে মার্চ করার নির্দেশ দেন।
জি২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে থাকাকালে দেশে অভ্যূত্থান ঘটে যেতে পারে বলে আশঙ্কা করেছিলেন যুবরাজ।
ইয়েমেনে সামরিক আগ্রাসন ও তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার অভিযোগে দেশে-বিদেশে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন মোহাম্মদ বিন সালমান। এ অবস্থায় দেশের ভেতরে অভূত্থানের নানা খবর পাওয়া আসছে।
জার্মানিতে নির্বাসিত যুবরাজ খালিদ বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, প্রাসাদ অভ্যুত্থান নিকটবর্তী এবং মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করতে ইতোমধ্যে বিরোধী একটি পক্ষ প্রস্তুত সম্পন্ন করেছে।
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা