Posts

প্রিয়াঙ্কাকে ভালো হতে বললেন হবু শাশুড়ি

Image
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত বিয়ে নিয়ে বেশ আনন্দেই আছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পার্টি করছেন। কেনাকাটা করছেন। বিনোদনের কোনো কিছুই বাদ রাখছেন না তিনি। তবে এবার হবু শাশুড়ির শাসনের নিচে পড়লেন অভিনেত্রী।  নিক জোনাসের মা যুক্তরাষ্ট্রের নাগরিক ডেনিস মিলার প্রিয়াঙ্কার চলাচলে একটু সাবধানী হতে বলেছেন। জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া যা করেছেন, তা সহজে মেনে নিতে পারেননি তিনি।  নেদারল্যান্ডসে প্রিয়াঙ্কা। ছবি: ইনস্টাগ্রাম ঘটনা হচ্ছে, বিয়ের আগে বন্ধুদের নিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডামে ব্যাচেলর ট্রিপের আয়োজন করেন প্রিয়াঙ্কা। গার্ল গ্যাংদের সঙ্গে নিয়ে এই ট্রিপের আয়োজন করেন তিনি। সেখানে বিভিন্ন পানশালা ঘুরে ঘুরে তারা সারা রাত ড্রিংক্স করেন। বিয়ের আনন্দে মাতোয়ারা প্রিয়াঙ্কা চোপড়া এতটাই মদ্যপান করেছেন যে একসময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কাকে কী বলছেন, তা নিজেও বুঝতে পারছেন না। অস্বাভাবিক আচরণ শুরু করেন।  হবু স্বামী আর হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত এক পানশালায় বন্ধুদে...

পুজোয় রেকর্ড মদ বিক্রি করতে পেরে খুশি পশ্চিমবঙ্গ সরকার

Image
পশ্চিমবঙ্গে রাজস্ব দফতর তৈরি হওয়ার পর কোনও একক মাসে মদ বিক্রি থেকে এত বেশি রাজস্ব আগে কখনও আসেনি। ছবি: আনন্দবাজার পত্রিকা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজস্ব দফতরের হিসাব অনুযায়ী এ বার দুর্গাপুজো ভালোই কেটেছে সেখানকার বাঙালিদের। পুজোর মাসে সরকার ১২৭৫ কোটি টাকার মদ বিক্রি করেছে। রাজস্ব দফতর তৈরি হওয়ার পর কোনও এক মাসে এত বেশি রাজস্ব আগে কখনও আসেনি। তাই খুশি সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।   তবে এখানেই শেষ নয়। মা দুর্গার ভক্তদের সঙ্গে এ বার মা কালীর ভক্তদের লড়াই শুরু হয়েছে! রাজস্ব কর্তাদের আশা, অক্টোবরে পুজোর মাসে এসেছে ১২৭৫ কোটি। নভেম্বরে আছে কালীপুজো, ভাইফোঁটা এবং ছট। ফলে মদের বাজার চড়াই থাকবে।   শুধু দেখার, মা দুর্গাকে হারিয়ে মা কালীর ভক্তরা নভেম্বর মাসে ১২৭৫ কোটির বেশি রাজস্ব রাজস্বের জোগান দিতে পারেন কিনা। মেলা, খেলা, উৎসবে কোনও ভাটার টান থাকবে না বলেই মত প্রশাসনিক কর্তাদের একাংশের।   রাজস্ব দফতর সূত্রের খবর,  মদের পাইকারি ব্যবসা সরকার হাতে নেওয়ার পর রাজস্ব বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশনকে অনেকেই তাই সরকারের লক্ষ্মীর ঝাঁপি বলতে শুরু করে...

‘জেরুজালেমে ব্রাজিলের দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত হয়নি’

Image
ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ছবি-ইন্টারনেট ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, ‘ইসরাইলের দূতাবাস সরিয়ে নেয়ার ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।’   যদিও গত সপ্তাহে বোলসোনারো ইসরাইলের অর্থনৈতিক ও প্রযুক্তিক কেন্দ্র তেল আবিব থেকে তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তিনি।   বোলসোনারো জানিয়েছেন, ইসরাইলে ব্রাজিলের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসতে তিনি প্রস্তুত রয়েছেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আলোসিও নুনেসের পূর্ব নির্ধারিত মিশর সফর বাতিল করার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কট্টর ডানপন্থী এ রাজনীতিবিদ এসব কথা বলেন।   বামপন্থী বিরোধী দলীয় প্রার্থী ফার্নান্দো হাদাতের বিরুদ্ধে গত ২৮ অক্টোবরের দ্বিতীয় দফার নির্বাচনে জয়লাভের পর প্রথম রাজধানী ব্রাসিলিয়া সফরকালে বোলসোনারো বলেন, আগামী ১ জানুয়ারি তার দায়িত্ব নেয়ার কথা রয়েছে।   তিনি আরো বলেন, ‘যে বিষয়ে এখনো কোন ...

চীন সীমান্তে মোতায়েন সেনাদের সঙ্গে দীপাবলি কাটালেন মোদি

Image
প্রতি   বছরের মতো এ বারও তিনি সেনাদেরদের সঙ্গে দিপাবলী উদযাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরখন্দ প্রদেশের কেদারনাথের হার্সিলে চীন-ভারত সীমান্তে মোতায়েন থাকা সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। যান তিনি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। বুধবার সকালে কেদারনাথের দেরাদুন পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে শিব মন্দিরে প্রার্থনা শেষে ঘুরে দেখেন কেদারপুরী পুনর্নির্মাণের কাজ। ২০১৪ সালের পর থেকে এই নিয়ে তৃতীয়বার কেদারনাথে গেলেন মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর সিয়াচেনের সেনাদের সঙ্গে দীপাবলি কাটিয়েছিলেন মোদী। ২০১৫ সালে তিনি যান পাঞ্জাব সীমান্তে। পরের বছর দীপাবলি কাটান হিমাচলপ্রদেশে। সীমান্তের একটি ফাঁড়িতে তিব্বত সীমান্তের রক্ষীদের সঙ্গে দিনটি কাটান তিনি। গত বছর তিনি জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে সেনাদের সঙ্গে দীপাবলি কাটান। আর এ বার তিনি গিয়েছেন কেদারনাথে। উত্তরকাশীর হরশিলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিচ্ছেন। বুধবার সকালে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে টুইটে মোদী লেখেন, 'শুভ দীপাবলি! এই উৎসব সবার জীবনে আনন্দ, সুস্বাস্থ্য ও উন্নতি আনুক। জেগে উঠুক শুভ ও...

ইরানে বন্দর নির্মাণে ভারতকে ছাড় দিল যুক্তরাষ্ট্র

Image
২০১৬ সালে চাবাহার বন্দর তৈরিতে চুক্তিবদ্ধ হয় ভারত, ইরান ও আফগানিস্তান। ছবি: সংগৃহীত। গেল ৫ নভেম্বর   ইরানের   ওপর   সাম্প্রতিক   কালের   মধ্যে   সবচেয়ে   কঠোর বিধিনিষেধ   আরোপ   করেছে   আমেরিকা । ইরান   থেকে   তেল   নিলে   সেই   দেশ   বা   সংস্থাকে   এখন   থেকে   সামলাতে   হবে   মার্কিন   হুমকি ।   ইরানের   জ্বালানি   সংস্থাকে আর্থিক   ভাবে   কোণঠাসা   করাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ।   অন্যদিকে   ওমান   উপসাগরে   চাবাহার বন্দর   তৈরিতে   আগে থেকেই   কাজ   করছিল   ভারত ।   তাই   এই   বন্দরে   ভারতের   কর্মকাণ্ডে   কী   প্রভাব   পড়বে ,  তা   নিয়ে   শুরু   হয়েছিল অনিশ্চয়তা ।   শেষ   পর্যন্ত   ভারত এই   বন্দর নির্মাণের   কাজ   চালিয়ে   যেতে   পারবে   বলে আশ্বাস   দিল ট্রাম্প প্রশাসন। ই...

খোঁজ মিলল দু’হাজার বছরের পুরনো ওয়াইনের

Image
খোঁজ মিলল প্রায় দু’হাজার বছর আগের পুরনো সুরার। এর পরিমাণ প্রায় ৩.৫ লিটার বা ১১৮ আউন্স। রঙ হলুদ। বিশেষজ্ঞদের মতে, এর গন্ধ পুরোপুরি চিনা ওয়াইনের মত। গন্ধের মাত্রা অত্যন্ত তীব্র। এই ওয়াইন প্রায় ২০০০ বছরের পুরনো বলে মনে করা হচ্ছে। কথিত আছে ওয়াইন যত পুরনো হয় তার নেশা তত বেশি হয়৷ তাই প্রবাদেও আছে “ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল” অর্থাৎ সাজ পোশাক যতই পুরনো হোক না কেন পুরনো ওয়াইন সবসময়ই দামী এবং তার চাহিদা তুঙ্গে৷ সেই কারণেই অনেকেই ওয়াইনকে পুরনো করতে ডাম্পিং রুমে রেখে দেন৷ কেউ আবার ওয়াইন রাখার আলাদা ব়্যাকও তৈরি করেন৷ তবে ১০০ কিংবা দুশ’ বছরের পুরনো ওয়াইনের খোঁজ মিললেও প্রায় ২০০০০ বছরের পুরনো ওয়াইন? অকল্পনীয়। সেই সুরারই হদিশ পেয়েছেন পুরাতত্ববিদেরা৷ ওই সারে তিন লিটার ওয়াইন রয়েছে একটি ব্রোঞ্জের পাত্রে৷ পাত্রটি সিল করা৷ যাতে বাতাস ঢুকে তা নষ্ট করে দিতে না পারে ওয়াইনকে৷ এতটা পড়ে নিশ্চয়ই মনে হচ্ছে কোথায় মিলল এত বছরের পুরনো ওয়াইন৷ হেনানে পাওয়া গিয়েছে সেই দুর্মূল্য তরল৷ লউয়াং শহরের ইনসস্টিটিউট অফ কালচারাল রেলিক্স অ্যান্ড আর্কিওলজিকাল প্রধান শি জিয়াজেন জানিয়েছেন, ওই ব্রোঞ্...

আরব-ইসরায়েল সম্পর্কে উষ্ণতা বাড়ছে?

Image
ওমানের সুলতানের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী (বামে) মধ্যপ্রাচ্যে ইসরায়েল অনেক সময় তার প্রতিবেশীদের জন্য নিজেকে একটি 'কঠিন প্রতিবেশী' হিসেবে ভাবে। তবে সম্প্রতি আরবের কিছু অংশের সাথে দেশটির উষ্ণ বন্ধুত্বের লক্ষ্মণ দেখা যাচ্ছে। গত মাসের শেষের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও তার স্ত্রী হঠাৎ করেই ওমানের সুলতানের সাথে দেখা করেন। এটি ছিলো মাত্র আট ঘণ্টার সফর এবং তাও দু দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো। সেখানে তিনি পেয়েছেন উষ্ণ আতিথেয়তা-অসাধারণ ডিনার, ওমানের মিউজিক আর সাথে ছিলো 'গুরুত্বপূর্ণ আলোচনা'। নেতানিয়াহু তার মন্ত্রীসভাকে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ আলোচনার সূত্র ধরেই সামনে কিছু সফরের সম্ভাবনা আছে। প্রায় একই সময়ে ইসরায়েলের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী মিরি রেগেভ ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে।সেখানে একজন ইসরায়েলী অ্যাথলেট স্বর্ণপদক পাওয়ার সময় ও ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজানোর সময় তাকে আবেগময় উচ্ছ্বাস প্রকাশ করতে গেছে। এটাকেও আরব উপত্যকায় নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। পরে দুবাইতেই আরেকজন ইসরায়েলী কর্মকর...