উর্দিপরা নারীদের ছবি নিয়ে কেন মাতামাতি?
পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটারে শেয়ার করা কিছু ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে মাতামাতি চলছে। ছবিগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, পেছনে দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়া উড়ছে। এরই মাঝে একটু দূরে দাঁড়িয়ে সেলফি তুলছেন এক নারী। এরপর দেখা যায়, মাথায় হিজাব পরে খাকি উর্দি পরা একদল নারীও সেলফি তুলছেন। কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে, রাইফেল হাতে আগুনের সামনে দাঁড়িয়ে আছেন এক উর্দিধারী নারী। কোনো কোনো ছবিতে স্টাইলিশ রোদচশমা পরে একাই সেলফি তুলছেন এক নারী। এসব ছবি অনেকবার শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রাইফেল হাতে আগুনের সামনে দাঁড়িয়ে ‘অ্যান্টি নারকোটিকস ফোর্সে’র নারী কর্মকর্তা। ছবি: টুইটার সম্প্রতি রাফিয়া বেগ নামের এক নারী কর্মকর্তার নেতৃত্বে এক অভিযানে পেশোয়ার থেকে বাজেয়াপ্ত হয় প্রায় ৪০০ কেজি মাদক। সেগুলো পুড়িয়ে ফেলে দেশটির ‘অ্যান্টি নারকোটিকস ফোর্স’ (এএনএফ)। মাদক পোড়ানোর সময় ছবি তোলেন এএনএফের নারী কর্মকর্তারা। পরে সেই ছবিগুলো ভাইরাল হয় ইন্টারনেটে। ছবিগুলোতে অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন। কেউ কেউ আবার নানা কটূক্তিও করেছেন। একজন লিখেছেন, ‘এ থেকেই বো...