গাজার ৮০ জায়গায় ইসরায়েলি বিমান হামলা

গাজার ৮০ জায়গায় ইসরায়েলি বিমান হামলা
চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভে নিহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে। ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
ফিলিস্তিনের হাসাস অধ্যুষিত গাজার ৮০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার ভোর থেকে শুরু হওয়া হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
 
ইসরায়েল বলছে, শুক্রবার রাতে ফিলিস্তিনিদের চালানো অন্তত ৩০টি রকেট হামলার জবাবে হামাসের নিরাপত্তা সদর দফতরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।
 
শুক্রবার গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হন। ইসরাইলের দখলদারিত্ব থেকে নিজেদের মাতৃভূমি রক্ষায় গত ৩০ মার্চ থেকে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচি শুরু করেন ফিলিস্তিনিরা। ছয় মাসের বেশি সময় ধরে চলা এ বিক্ষোভে নিহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে।
 
ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালানোর দায় স্বীকারকারী ফিলিস্তিনের ইসলামিক জিহাদ জানিয়েছে, শুক্রবারের হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হওয়ার জবাবেই রকেট হামলা চালিয়েছিল তারা।
 
হামাস শাসিত গাজার সশস্ত্র এ গ্রুপ ইসলামিক জিহাদ ইরান সমর্থিত। বিমান হামলার পর মিসর ভিত্তিক একটি পক্ষের মধ্যস্থতায় রকেট হামলা বন্ধে সম্মত হয় তারা।
 
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা